04-08-2021, 05:58 PM
সেকেন্ড রাউনড শুরু হতেই জ্যাক আগের থেকেও দ্বিগুণ গতি তে পাঞ্চ নেওয়া শুরু করল। কিন্তু যেন একটু দূরে দূরে থেকে। আগের রাউনড এর শেষে যে পাঞ্চ টা খেয়েছিল শিবার কাছে তার এখন জের চলছে এটা। শিবার কাজ এখন শুধু নেচে যাওয়া। জ্যাক ঘুষি গুলো মারছে বটে কিন্তু পোড় খাওয়া ফাইটার জ্যাক। বুঝে গেছে নক আউট কড়া যাবে না এই ছেলেটা কে। তাই ফুল সুইং পাঞ্চ কোনটাই নিচ্ছে না। কারন জানে মিস হলেই শিবার পাঞ্চ ওয়েট করে আছে জ্যাক এর চোয়ালে চুমু খাবার জন্য। জ্যাক এর চোয়াল সেটা ভাল ভাবেই বুঝে গেছে শিবার পাঞ্চ কি জিনিস। লড়াই এর প্ল্যানিং বদলে ফেলল জ্যাক। প্রথম রাউনড এ পয়েন্ট এ এগিয়ে আছে জ্যাক। তাই আর ও দুটো রাউনড কাটাতে পারলেই জিতে যাবে এটা জ্যাক জানে। শিবা সেকেন্ড কুড়ি লড়ার পরেই বুঝে গেল জ্যাক এর গেম প্ল্যান কি। ও নিজেকে জ্যাক এর নাগালে নিয়ে গেল। ছোট ছোট জ্যাব( হালকা ঘুষি) গুলো জ্যাক এর থাবা এড়িয়ে বসাতে লাগলো জ্যাকের পাঁজরে। জ্যাক কে উত্যক্ত কড়া আর কি! কিছুক্ষন জ্যাক পয়েন্টের লড়াই লড়ে একটা ভারতীয়র কাছে এমন অপমান জনক জ্যাব এর জবাব দিতে গিয়ে বা হাতের একটা সপাট ঘুষি শিবার পাঁজরের পিছনে বসিয়ে দিল। শিবা একটু নিচু হয়ে ঘুষি টা পিঠে নিয়েই বা হাত দিয়ে তলা থেকে ঘুষিটা তুলে আবার জ্যাক এর চোয়ালের নিচে বসিয়ে দিল। আর সাথে সাথেই ডান পায়ের কিক টা জ্যাক এর বাম দিকের পাঁজরে। দুটো কথা লিখলাম বটে কিন্তু দুটো আঘাত প্রায় এক সাথেই করল শিবা।শিবার পাঞ্চ টার জন্য জ্যাক তৈরি থাকলেও কিক টার জবাব ছিল না জ্যাক এর কাছে। পাঁজরে কিক টা বসে যেতেই জ্যাক বাম দিকে ঝুঁকে পড়ল। শিবা তৎক্ষণাৎ নিজেকে মাটি থেকে স্প্রিং এর মতন তুলে বাম হাতের মোক্ষম পাঞ্চ টা নিল। রাম ধনু হয়ে উঠে এলো পাঞ্চ টা লাফিয়ে ওঠা শিবার কোমরের নিচের থেকে। বসে গেল জ্যাক এর কানের ঠিক পিছনে ঘাড়ের কাছে………
কাটা কলাগাছের মতন পড়েছিল জ্যাক এর শরীর টা রিং এর মাঝে। কেউ বিশ্বাস করতে পারছিল না যে একজন ভারতীয় লড়ুয়ে এই কাজ টা করে তিরিশ লাখ টাকা গাড়িতে ভরে নিয়ে চলে গেছে। শিবা গাড়িতে বসে ততক্ষন দেখল জ্যাকের পড়ে থাকা শরীর টা যতক্ষণ দেখা গেল।
-------------
কাটা কলাগাছের মতন পড়েছিল জ্যাক এর শরীর টা রিং এর মাঝে। কেউ বিশ্বাস করতে পারছিল না যে একজন ভারতীয় লড়ুয়ে এই কাজ টা করে তিরিশ লাখ টাকা গাড়িতে ভরে নিয়ে চলে গেছে। শিবা গাড়িতে বসে ততক্ষন দেখল জ্যাকের পড়ে থাকা শরীর টা যতক্ষণ দেখা গেল।
-------------