04-08-2021, 10:09 AM
(04-08-2021, 09:11 AM)Bumba_1 Wrote: আহা আহা .. সকাল সকাল আপনার অমৃতবাণী শুনে সমৃদ্ধ হলাম। আর আপনার আঁকা ছবি? সে তো বরাবরের মতোই নিখুঁত এবং অপূর্ব।
মাঝে মাঝে এসে আপনার জ্ঞানের ভান্ডার উজার করে দিয়ে যাবেন শুধু এটাই অনুরোধ।
আর একটা কথা .. মানুষ হিসেবে আমি কেমন জানি না তবে লেখক বা performer হিসাবে প্রচন্ড চতুর এবং স্বার্থপর। আমি সর্বদা চাই আমার মতো করে সেরা জিনিসটা উপহার দিতে পাঠক বন্ধুদের।তাই আপনার অনুমতি ছাড়াই আপনার আঁকা ছবিটা নিলাম এবং সেটা আমার এই কাহিনীর মুখবন্ধের সঙ্গে যুক্ত করে দিলাম।
আচ্ছা ঠিক আছে
আপনার ভালো লেগেছে এটাই আমার পাওয়া
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।