03-08-2021, 07:00 PM
(03-08-2021, 03:34 PM)sairaali111 Wrote:বাবানজী , আসলে আমরা নিজেরাই দায়ী । জীবনটাকে আমরাই আমাদের কর্মদোষে - নাকি গুণে - বড্ডো জটিল করে তুলি । তাই, কে, কবে , কোন গরজে কী কী রীতি-নিয়ম ঠিক করে দিলো আমরা অন্ধ হয়ে সেগুলির অনুশীলন করে চলেছি । - সায়রা শব্দটির আরবিক অর্থ Wanderer - (কথ্য বাঙলায় ''ঘুরুনী'' বলবো ?) - আর সংস্কৃতে সায়রা হলো ''শিব-নন্দিনী'' - দেখুন না দুটি কালচার কীভাবে মিলেমিশে গেছে । আমারও তাই । এ লেখায় উল্লেখও আছে । - সে যাক , আপনার লেখা নিয়ে আমার মতো অতি অকিঞ্চিৎকর মানুষের ( এ দেশে তো আবার ওটি 'মেয়েমানুষ') মন্তব্য হাজার ভীড়ে গয়ংগচ্ছ , কিন্তু যা বলেছি সান্তরে বলেছি । এই 'শিক্ষা'টি আমার য়ুরোপীয় লাতিন আর মার্কিন বান্ধবী-বন্ধুদের থেকে পাওয়া - এই মহান দেশের বর্তমান রীতি অনুযায়ী 'ভন্ডামি' নয় । মন আর মুখ এক । - সত্যজিৎ বলেছিলেন ওদেশে জন্মালে তুলসী চক্রবর্তী ''অস্কার'' পেতেন অনায়াসে । - লজ্জা পাবেন না , .... রবিন্স, মিলার, মোরাভিয়ার সমতুল দূর - কাছাকাছি প্রচারও আপনি কখনো পাবেন না - তাই বলে কৃতিত্বকে কি ছোট করে দেখা যায় ? - চাঁদের হাসির বাঁধ কি প্রথম বিশ্ব আর তৃতীয় বিশ্বের আকাশ ভেদে ভাঙে ? - সালাম ।
কি বললেন উফফফ ❤ হাজার সমস্যার মধ্যেও খুঁজে নিতে হয় সুখ... আর না পেলে.... সেই সমস্যাই একসময় হয়ে ওঠে নেশা. কে মহান? মহান কাকে বলে? তার আলোচনায় গিয়ে লাভ নেই.... শুধু এইটুকুই বলবো - রাস্তায় বসে থাকা ভিখারিও আকাশে একটা গোল সাদা চাঁদ দেখে... আবার অনেক অনেক অনেক দূরের কোনো বিলাসবহুল বাড়িতে জানলার সামনে বসে থাকা সোনালী চুলের কোনো এক নারীও সেই একই জিনিস দেখে........ কি অদ্ভুত তাইনা ❤ দিন রাতের তফাৎ হোক না কেন..... সেই তফাতেও কেমন একটা যোগাযোগ ❤কারণ হাসিটা যে সকলের জন্য.