03-08-2021, 03:34 PM
(This post was last modified: 03-08-2021, 03:35 PM by sairaali111. Edited 1 time in total. Edited 1 time in total.)
(03-08-2021, 12:20 PM)Baban Wrote: আসলে সবার গল্প পড়া হয়ে ওঠেনা তাই দুঃখিত কিন্তু আপনি আমার লেখা পড়েন তাই অনেক ধন্যবাদ ❤
উপরেই আপনার এই লেখা পড়ে আমি কোনো মতামত দেবোনা..... দেওয়া ঠিক নয়. শুধু চাইবো আপনি সর্বদা ভালো ও সুস্থ থাকুন. সুখ দুঃখের কথা বলবোনা.... শুধু বলবো পরিস্থিতি নামক জানালা দিয়ে সর্বদা সুখের বাতাস আসুক আপনার জীবনে ❤
আপনার মতো মানুষ আমার গল্পের পাঠিকা ভেবে গর্ব হচ্ছে..... আপনার লেখার হাত অসাধারণ... আপনি আমায় বিদেশি নামি লেখকের সাথে তুলনা করেছেন... কিন্তু আপনার তুলনা কে জানেন? আপনি নিজে...... কেউ নেই আপনাকে টক্কর দেবার মতো... আপনাকে আপনিই হারাতে পারেন.... এটা দুই ক্ষেত্রেই বললাম. আমি বুদ্ধিমান তাই স্পষ্ট করে বলার প্রয়োজন নেই ❤
বাবানজী , আসলে আমরা নিজেরাই দায়ী । জীবনটাকে আমরাই আমাদের কর্মদোষে - নাকি গুণে - বড্ডো জটিল করে তুলি । তাই, কে, কবে , কোন গরজে কী কী রীতি-নিয়ম ঠিক করে দিলো আমরা অন্ধ হয়ে সেগুলির অনুশীলন করে চলেছি । - সায়রা শব্দটির আরবিক অর্থ Wanderer - (কথ্য বাঙলায় ''ঘুরুনী'' বলবো ?) - আর সংস্কৃতে সায়রা হলো ''শিব-নন্দিনী'' - দেখুন না দুটি কালচার কীভাবে মিলেমিশে গেছে । আমারও তাই । এ লেখায় উল্লেখও আছে । - সে যাক , আপনার লেখা নিয়ে আমার মতো অতি অকিঞ্চিৎকর মানুষের ( এ দেশে তো আবার ওটি 'মেয়েমানুষ') মন্তব্য হাজার ভীড়ে গয়ংগচ্ছ , কিন্তু যা বলেছি সান্তরে বলেছি । এই 'শিক্ষা'টি আমার য়ুরোপীয় লাতিন আর মার্কিন বান্ধবী-বন্ধুদের থেকে পাওয়া - এই মহান দেশের বর্তমান রীতি অনুযায়ী 'ভন্ডামি' নয় । মন আর মুখ এক । - সত্যজিৎ বলেছিলেন ওদেশে জন্মালে তুলসী চক্রবর্তী ''অস্কার'' পেতেন অনায়াসে । - লজ্জা পাবেন না , .... রবিন্স, মিলার, মোরাভিয়ার সমতুল দূর - কাছাকাছি প্রচারও আপনি কখনো পাবেন না - তাই বলে কৃতিত্বকে কি ছোট করে দেখা যায় ? - চাঁদের হাসির বাঁধ কি প্রথম বিশ্ব আর তৃতীয় বিশ্বের আকাশ ভেদে ভাঙে ? - সালাম ।