03-08-2021, 02:00 PM
- দাদা তোমার ভাই ভাল রান্না করে জানতাম, কিন্তু কাল রাতে যা রূপ দেখলাম বিশ্বাস করতে পারছি না এখন ও। জিনিয়া বলেই শিবার দিকে তাকাল।
মাছের কাঁটা টা ছাড়িয়ে পুরো মাছ টাকে মুখে পুরে নিয়ে মুস্তাফা , জিনিয়ার কথায় শিবার লজ্জা পেয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে বলল- জানিস জিনি, ও চাইলে বিশ্বের সেরা বক্সার হতে পারে এখন ও। কি রে শিবা, রিং এর বাইরে একসাথে আট টা কে ঘায়েল করতে পারিস আর রিং এর ভিতরে একটা কে পারবি না? মুহূর্তেই শিবার চোয়াল টা শক্ত হয়ে উঠল। চিবোতে থাকা চোয়াল টা থেমে গেল। অল্প পেকে যাওয়া দাড়ির মাঝখান থেকে লজ্জা পাওয়া মুখ টা বদলে একটা কঠিন মুখ হয়ে গেল নিমিষেই।
- তোমার খালি এক কথা। উফফ আর পাড়া যায় না। ছেলেটা খাচ্ছে দুটো খেতে দাও না বাপু… হাস্নু এক রকম জোরেই বলে উঠল মুস্তাফা কে কথাটা।
- তোমার ভাই কে কে খেতে মানা করেছে? আমার সব ই তো ওর জন্যই। কথাটা আস্তে করে বলে একটা দীর্ঘশ্বাস ফেলে মুস্তাফা খাবারে মন দিল। হাস্নু হাঁফ ছেড়ে বাঁচল। কারন আজ থেকে তিন বছর আগের সেই রাত তার কথা ও ভুলবে না কোনদিন ও। ভুলবে না তার হেসে খেলে কাটিয়ে দেওয়া সংসার টা কি ভাবে এক রাতেই তছনছ হয়ে গেছিল। জিনিয়া ও হাঁফ ছেড়ে বাঁচল। শিবা ওর ছাত্র হলেও কালকের পর থেকে ও শিবা কে সমীহ করছে ভাল মতন। সেটা এই জন্য নয় যে ও কালকে যা করেছে সেটার ভয়ে। এই জন্য যে কালকে ও নিজের চোখে দেখেছে শিবার শিক্ষার দৌড় কতটা। কেমন যেন একটা অদ্ভুত নিশ্চিন্ততা পায় জিনিয়া শিবা পাশে থাকলে।পরশু রাত অব্দি ও শিবার ঘরে থেকেছে। পাপি কে খাইয়েছে শুইয়েছে। কিন্তু আজ থেকে কেন জানিনা একটা লজ্জা ও পাচ্ছে শিবা কে দেখলেই। দেখতে না পেলে কেমন একটা দেখব দেখব ভাব, আর কাছে থাকলে মনে হচ্ছে ইসস যদি সব সময়েই থাকত পাশে। পাপি কে মাছের কাঁটা বেছে দিতে দিতে প্রায় ই ও দেখছে শিবা কে। হাস্নুর কথায় শিবার বদলে যাওয়া মুখের ছবি। সরল একটা ছেলে। কিন্তু বোকা নয়। বুদ্ধিমান। আবার কেমন একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো জিনিয়ার বুকের থেকে। এটা এমন একজন পুরুষ কে না পেতে পারার জন্ত্রনা থেকে উঠে আসা দীর্ঘশ্বাস। জীবনে প্রথম ভালবাসল কাউকে। সেটাও এই বয়সে এসে। যখন মেয়েদের মেয়ের বিয়ে দেবার বয়েস হয়ে যায়। কিন্তু সেই ভালবাসা কোনদিন ও পূর্ণতা পাবে না। এটা সেটার দীর্ঘশ্বাস। যাক আর পারে না ও ভাবতে। ওর মা বলত জিনি, ভালবাসার অনেক ক্ষমতা। মানুষ যেটা বাহুবলে করতে পারে না, ভালবাসা সেটা পারে করতে। ও চায় না শিবা কে কোন ভাবেই বিব্রত করতে। নাই বা পেল ভালবাসা কে।ও তো ভালবাসতেই পারে।
- বৌদি জিজ্ঞাসা কোর তোমার ভাই কে, যদি আমার রান্না ভাল লেগে থাকে তবে কিছু দেব নাকি?
- হি হি, শিবা জানিস আজকে রান্না তোর ম্যাম করেছে।
- তাই নাকি? তাই তো বলি এতো সুন্দর রান্না তো বাড়িতে হয় না আমাদের… মুস্তাফা হাস্নুর পিছনে লাগতেই হাস্নু মুখ ঝামটা দিল, - ও এতদিন খারাপ রান্না খেয়েছ তাই তো?
- হা হা বৌদি প্লিস। মুস্তাফা দা তোমার লেগ পুল করছে” শিবা হাস্নু কে বলতেই,
- করাচ্ছি দাঁড়া। হাস্নু কড়া চোখে মুস্তাফা কে দেখতেই মুস্তাফা গুটিয়ে গ হয়ে গেল। শিবা জিনিয়ার দিকে তাকাতেই জিনিয়া ভীষণ লজ্জা পেয়ে গেল। হাস্নু সেটা দেখে বলল – তোর রাঁধা মাছের তরকারি টা কেমন চেটেপুটে খেয়েছে দেখেও বুঝছিস না! দে আর একটু….
----------
মাছের কাঁটা টা ছাড়িয়ে পুরো মাছ টাকে মুখে পুরে নিয়ে মুস্তাফা , জিনিয়ার কথায় শিবার লজ্জা পেয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে বলল- জানিস জিনি, ও চাইলে বিশ্বের সেরা বক্সার হতে পারে এখন ও। কি রে শিবা, রিং এর বাইরে একসাথে আট টা কে ঘায়েল করতে পারিস আর রিং এর ভিতরে একটা কে পারবি না? মুহূর্তেই শিবার চোয়াল টা শক্ত হয়ে উঠল। চিবোতে থাকা চোয়াল টা থেমে গেল। অল্প পেকে যাওয়া দাড়ির মাঝখান থেকে লজ্জা পাওয়া মুখ টা বদলে একটা কঠিন মুখ হয়ে গেল নিমিষেই।
- তোমার খালি এক কথা। উফফ আর পাড়া যায় না। ছেলেটা খাচ্ছে দুটো খেতে দাও না বাপু… হাস্নু এক রকম জোরেই বলে উঠল মুস্তাফা কে কথাটা।
- তোমার ভাই কে কে খেতে মানা করেছে? আমার সব ই তো ওর জন্যই। কথাটা আস্তে করে বলে একটা দীর্ঘশ্বাস ফেলে মুস্তাফা খাবারে মন দিল। হাস্নু হাঁফ ছেড়ে বাঁচল। কারন আজ থেকে তিন বছর আগের সেই রাত তার কথা ও ভুলবে না কোনদিন ও। ভুলবে না তার হেসে খেলে কাটিয়ে দেওয়া সংসার টা কি ভাবে এক রাতেই তছনছ হয়ে গেছিল। জিনিয়া ও হাঁফ ছেড়ে বাঁচল। শিবা ওর ছাত্র হলেও কালকের পর থেকে ও শিবা কে সমীহ করছে ভাল মতন। সেটা এই জন্য নয় যে ও কালকে যা করেছে সেটার ভয়ে। এই জন্য যে কালকে ও নিজের চোখে দেখেছে শিবার শিক্ষার দৌড় কতটা। কেমন যেন একটা অদ্ভুত নিশ্চিন্ততা পায় জিনিয়া শিবা পাশে থাকলে।পরশু রাত অব্দি ও শিবার ঘরে থেকেছে। পাপি কে খাইয়েছে শুইয়েছে। কিন্তু আজ থেকে কেন জানিনা একটা লজ্জা ও পাচ্ছে শিবা কে দেখলেই। দেখতে না পেলে কেমন একটা দেখব দেখব ভাব, আর কাছে থাকলে মনে হচ্ছে ইসস যদি সব সময়েই থাকত পাশে। পাপি কে মাছের কাঁটা বেছে দিতে দিতে প্রায় ই ও দেখছে শিবা কে। হাস্নুর কথায় শিবার বদলে যাওয়া মুখের ছবি। সরল একটা ছেলে। কিন্তু বোকা নয়। বুদ্ধিমান। আবার কেমন একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো জিনিয়ার বুকের থেকে। এটা এমন একজন পুরুষ কে না পেতে পারার জন্ত্রনা থেকে উঠে আসা দীর্ঘশ্বাস। জীবনে প্রথম ভালবাসল কাউকে। সেটাও এই বয়সে এসে। যখন মেয়েদের মেয়ের বিয়ে দেবার বয়েস হয়ে যায়। কিন্তু সেই ভালবাসা কোনদিন ও পূর্ণতা পাবে না। এটা সেটার দীর্ঘশ্বাস। যাক আর পারে না ও ভাবতে। ওর মা বলত জিনি, ভালবাসার অনেক ক্ষমতা। মানুষ যেটা বাহুবলে করতে পারে না, ভালবাসা সেটা পারে করতে। ও চায় না শিবা কে কোন ভাবেই বিব্রত করতে। নাই বা পেল ভালবাসা কে।ও তো ভালবাসতেই পারে।
- বৌদি জিজ্ঞাসা কোর তোমার ভাই কে, যদি আমার রান্না ভাল লেগে থাকে তবে কিছু দেব নাকি?
- হি হি, শিবা জানিস আজকে রান্না তোর ম্যাম করেছে।
- তাই নাকি? তাই তো বলি এতো সুন্দর রান্না তো বাড়িতে হয় না আমাদের… মুস্তাফা হাস্নুর পিছনে লাগতেই হাস্নু মুখ ঝামটা দিল, - ও এতদিন খারাপ রান্না খেয়েছ তাই তো?
- হা হা বৌদি প্লিস। মুস্তাফা দা তোমার লেগ পুল করছে” শিবা হাস্নু কে বলতেই,
- করাচ্ছি দাঁড়া। হাস্নু কড়া চোখে মুস্তাফা কে দেখতেই মুস্তাফা গুটিয়ে গ হয়ে গেল। শিবা জিনিয়ার দিকে তাকাতেই জিনিয়া ভীষণ লজ্জা পেয়ে গেল। হাস্নু সেটা দেখে বলল – তোর রাঁধা মাছের তরকারি টা কেমন চেটেপুটে খেয়েছে দেখেও বুঝছিস না! দে আর একটু….
----------