03-08-2021, 12:20 PM
(This post was last modified: 03-08-2021, 12:22 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(03-08-2021, 10:34 AM)sairaali111 Wrote:সুখ ? হাহহাহা । বড্ডো জটিল শব্দ । অনেকে আবার এটিকে ''শান্তি''র সমার্থক করেও দেন । ... সে-ই যে বৈষ্ণব পদকর্তা গেয়ে গেছেন - ''সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল...'' আবার সমকালীন কবি লিখছেন - '' সুখ নামে সুক পাখিটায় ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা যা ছিল সব বিকিয়ে...'' - আসলে সুখ নামের একটি রঙিন ফুলের দিকে সবাই আমরা ছুটে চলেছি - কাছে গিয়ে দেখছি একটি রংচঙে কাগজের-ফুল সেটি - নিবর্ণ নিষ্প্রাণ নির্গন্ধ । - মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় রিভেঞ্জ নিচ্ছি আমার বিমাতা , আব্বু এমনকি আমার শরীর-বিদ্ধ-করা সেই কাজিন ভাইয়ার উপরেও । ... প্রায় অর্ধেক বয়সী সঙ্গীদেরকেও ''ওই সময়'' আমি কিন্তু অ্যাতোটুকুও রেয়াৎ করি না , এই প্রায়-ধর্ষকাম সম্ভবত পুরুষদের উপরেই প্রতিশোধ । - তবে হ্যাঁ , একটি জানান - আমি কক্ষনো আমার ডাইরেক্ট ছাত্রদেরকে 'সঙ্গী' করি না । - ভাল থাকবেন । সালাম ।
আসলে সবার গল্প পড়া হয়ে ওঠেনা তাই দুঃখিত কিন্তু আপনি আমার লেখা পড়েন তাই অনেক ধন্যবাদ ❤
উপরেই আপনার এই লেখা পড়ে আমি কোনো মতামত দেবোনা..... দেওয়া ঠিক নয়. শুধু চাইবো আপনি সর্বদা ভালো ও সুস্থ থাকুন. সুখ দুঃখের কথা বলবোনা.... শুধু বলবো পরিস্থিতি নামক জানালা দিয়ে সর্বদা সুখের বাতাস আসুক আপনার জীবনে ❤
আপনার মতো মানুষ আমার গল্পের পাঠিকা ভেবে গর্ব হচ্ছে..... আপনার লেখার হাত অসাধারণ... আপনি আমায় বিদেশি নামি লেখকের সাথে তুলনা করেছেন... কিন্তু আপনার তুলনা কে জানেন? আপনি নিজে...... কেউ নেই আপনাকে টক্কর দেবার মতো... আপনাকে আপনিই হারাতে পারেন.... এটা দুই ক্ষেত্রেই বললাম. আমি বুদ্ধিমান তাই স্পষ্ট করে বলার প্রয়োজন নেই ❤