Thread Rating:
  • 9 Vote(s) - 3.22 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ধুপের গন্ধ আর সংসারের তিনজনঃ by luvdeep23
#11
আরও দেড়মাস কেটে গেছে। কালী ঠিকই আগের মতই ধুপ বিক্রি করতে আসে এই বাড়ীতে। এখন শুধু ধুপ বিক্রির পর্যায়ে সম্পর্ক চলে গেছে রুবি আর কালীর মধ্যে।


কমলার কোমরের যন্ত্রণা আগের চেয়ে বেশি এখন। দুদিন ধরে বউটা বাড়ি নেই। বাপের বাড়ি গেছে। আসবে দুদিন পরে। কোনরকমে একটা তেল নিয়ে কোমরে ডলছিল আর মুখ দিয়েউহ’ ‘আহআওয়াজ করছিল। বাড়ির ঠিকে ঝিকে বলেছিল, ওতে ঝিয়ের কাছ থেকে যা মুখ ঝামটা খেয়েছিল অনেকদিন সেটা মনে থাকবে ওর। তাই অগত্যা মধুসুদন, নিজের সেবা নিজেই করছিল।

সেদিন কালী এসেছিল ধুপ বিক্রি করতে। সাবধানে ডেকেছিল। বৌদি, বৌদি। মাসীমা দরজা খুলে বলেছিল একরাশ বিরক্তি মুখে নিয়ে, তোমার বৌদি ঘরে নেই। উফ বাবা, কি যন্ত্রণা। নিজের কোমরটা চেপে ধরল সে।

কালী চমকে ব্যাগ নামিয়ে কমলার পাশে এসে বলল, ওকি মাসীমা, এরকম করছেন কেন? কি হয়েছে?

কমলা কঁকিয়ে বলল, আর বোলো কেন, কোমরের ব্যাথায় মরে যাচ্ছি। কেউ নেই যে একটু টিপে দেবে।


কালী বলে উঠলো, মাসীমা, আপনি একটু আমায় সময় দিন। আমি যাবো আর আসবো। আপনি ঘরের ভিতর গিয়ে বসুন। আমার ব্যাগটা রইল। বলে কমলাকে কথা বলার কোন সুযোগ না দিয়ে দৌড়ে বেড়িয়ে গেল। কমলা ওর যাওয়ার পথের দিকে কিছুক্ষন তাকিয়ে ঘরে এসে বসে রইল। প্রায় পনের মিনিট বাদে কালীর গলা শোনা গেল, মাসীমা, মাসীমা।

কমলা দেখা দিতেই পকেট থেকে তিনটে ট্যাবলেট বার করে কমলার হাতে দিয়ে বলল, এখন একটা খেয়ে নিন। পরে বিকেলে একটা আর শোবার সময় একটা খেয়ে নেবেন। আপনার ব্যাথা সেরে যাবে দেখবেন।

কমলার তখন যা অবস্থা কেউ যদি ওকে ব্যাথা কমানোর জন্য কেরোসিন খেতে বলতো হয়ত খেয়ে নিত তাই। জল দিয়ে একটা ট্যাবলেট খেয়ে নিল কমলা। কালী পাশেই ছিল, বলল, মিনিট পনের বসে থাকুন। তারপরে দেখবেন।
মিনিট পনের পরে কালী উঠতে বলায় ভয়ে ভয়ে কমলা উঠে দাঁড়ালো। ওমা একি? ব্যাথাটা তো একদম নেই। কোথায় গায়েব হয়ে গেছে। সেদিন কমলা খুশি মনে কালীর কাছ থেকে দু প্যাকেট ধুপ কিনে নিল।

সেদিন সন্ধ্যেবেলা ধুপ জ্বালিয়ে সারা বাড়ীতে খুশি মনে কমলা ধুপের গন্ধ ছড়িয়ে দিল। বিজন চায়ে মুখ দিয়ে বললেন, কি ব্যাপার, বউমা তো ঘরে নেই। তুমি এই ধুপ পেলে কোথা থেকে?

কমলা রহস্য করে হেসে বিজনকে উত্তর দিল, আজ কালী এসেছিল যে। কমলা না তাকিয়েও বুঝতে পারলো যে বিজন তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন। মুখ ঘোরাতেই বিজন জিজ্ঞেস করলেন, কে বললে? কে এসেছিল?

কমলা জবাব দিলো না, শুধুমাত্র তাকিয়ে বিজনকে দেখে একটা তির্যক দৃষ্টি ছড়িয়ে দিলো, ভাবটা কমলার এমন যেন বলতে চাইল ন্যাকা ভাব করো না, জানো না বুঝি এই গন্ধময় ধুপ কার কাছ থেকে কেনা হয়?


______________________________
luvdeep

[+] 3 users Like ddey333's post
Like Reply


Messages In This Thread
RE: ধুপের গন্ধ আর সংসারের তিনজনঃ by luvdeep23 - by ddey333 - 03-08-2021, 11:33 AM



Users browsing this thread: 1 Guest(s)