03-08-2021, 10:53 AM
সিলভী আপু বললো, আমি পরে এই নিয়ে ভেবেছি, সুমনকেও বলেছি। ইউ নো, হি মাইট বি রাইট। ঈশ্বর খুব সম্ভব আমাদের মাথার ভেতরেই থাকে। মাথার বাইরে কদ্দুর আছে সে নিয়ে আমার ভারী সন্দেহ।
আমি হাই তুলতে লাগলাম। দেখে সিলভী আপু বললেন, ওকে এনাফ ফর টুডে। এখন বলো, গুডিস কেমন দেখলে
- আপনার খুব ভালো কালেকশন। এয়ারপোর্টে ধরে নি?
- একবারে আনি নি সবকিছু, আর এগুলো ইল্যিগাল কিছু নয়, বাজার থেকে কেনা
আমরা উঠে ড্রয়িং রুমে গিয়ে কথা বলতে লাগলাম। উনি খুব আগ্রহ নিয়ে ওনার আফ্রিকা এক্সপেরিয়েন্স বলে যাচ্ছিলেন। আর সেই সুমন প্রসঙ্গ। মনে হলো বলে ফেলি, আপনাদের সম্পর্ক যদি এতই ভালো ছিল, তাহলে ডিভোর্স হলো কেন? কথায় কথায় উনি ওনাদের ভুডু অভিজ্ঞতার প্রসঙ্গ নিয়ে এলেন।
- আমি জানি যে ভুডুর ব্যাপারটা পুরোটাই মিথ্যে। কিন্তি জানো, ওরা এমন পরিস্থিতি তৈরী করবে তুমি অবিশ্বাস করতে পারবে না
- বলেন কি?
- খুবই ইন্টারেস্টিং। ওরা যেটা করে, একধরনের সাইকেডেলিক গুল্মের রস খাইয়ে নেয়। ওদের যে পালের গোদা থাকে সে নিজেও খেয়ে নেয়। এমনিতেই ধরো নেশা পেয়ে যাবে তোমার। তারপর গম্ভীর কোরাসে পুরো ট্রাইবের সবাই মিলে শব্দ করে, একসময় তুমি স্থান কাল পাত্র জ্ঞান হারিয়ে ফেলবে। শামান যা বলবে তুমি সেটাই কল্পনা করতে থাকবে। ইফেক্টটা চুড়ান্ত হয় যখন তুমি কোনটা কল্পনা আর কোনটা বাস্তব এই পার্থক্য হারিয়ে ফেলবে তখন।
- আপনারা ট্রাই করেছিলেন
- একবার, যাস্ট একবার। আমার মাথা সুস্থ হতে কয়েকদিন লেগে গিয়েছিল। ইন্টারেস্টিং কি জান, ওরা যে কোরাসে হামম শব্দ করে এটা কিন্তু আধুনিক ধর্মগুলোর সবগুলোতেই আছে। পুজার সময় পুরোহিত করে, হজ্জে হাজীরা মিলে করে, চার্চে ক্রিশ্চিয়ানরা করে। আমি ভুডুতে না গেলে টেরই পেতাম না, সবাই মিলে গর্জন করার যে ভীষন সাইকোলজিকাল ইফেক্ট আছে। একদম নেশা ধরে যায়।
- হা হা, ভালো আবিস্কার
- আরো একটা কান্ড করেছিলাম, তবে তোমাকে বলব কি না বুঝতে পারছি না
- বলেন, শুনতে মজাই লাগছে, একবার নিজে চোখে দেখে আসতে হবে
- অফ কোর্স, কারো মুখে শোনা আর নিজে এক্সপেরিয়েন্স করা কমপ্লিটলী ডিফরেন্ট
আমি বেশ কমফোর্টেবলী সোফায় হেলান দিয়ে সিলভী আপুর কথা শুনছি আর চানাচুর মুখে পুড়ছি। ওনার অনেক দিনের জমে থাকা কথা বেরোচ্ছে। আম্মা খোজ নিতে না আসলেই হয়।
সিলভী বললো, তোমার কি গার্লফ্রেন্ড আছে?
আমি হকচকিয়ে গেলাম, বললাম, নাহ, মানে সেভাবে নেই, ও অনেক দুরে থাকে
- লং ডিসট্যান্স রিলেশনশীপ?
- হু বলতে পারেন। ও যশোরে থাকে
- যশোরে কেন?
- ওখানেই ওদের বাড়ী। জানি না, মাঝে মধ্যে ফোনে কথা হয়
- তাহলে তো এ্যাফেয়ারের খুব দুর্দশা চলছে
- তাই হয়তো। কি করব, বড় হলে ওকে নিয়ে পালিয়ে যেতাম
সেসময় যশোরে নানাবাড়ীর এলাকায় সাবি'র সাথে আমার আবার প্রেম হয়েছিল। এটা নিয়ে পরে লিখব। সিলভী বললো, মেয়েদের সাথে তোমার অভিজ্ঞতা কেমন?
- কি অভিজ্ঞতার কথা বলছেন
- স্যরি খুব পার্সোনাল হলে বলার দরকার নেই। জাস্ট কিউরিয়াস।
- কোন সমস্যা নেই। মোটামুটি আছে আবার নেই
- আপ টু ইউ, আই এ্যাম লাইক ইওর ওল্ডার সিসটার, চাইলে বলতে পারো
- এই ধরেন জড়িয়ে টরিয়ে ধরেছি, আর এর চেয়ে একটু বেশীও করেছি। তবে শেষ পর্যন্ত যাই নি
- হা হা। ফানি ইয়ং ম্যান। গট ইউ। আমি কেন জানতে চাইলাম, আসলে কেনিয়াতে একটা ট্রাইবাল পার্টিতে গিয়েছিলাম, ওটা বলবো কি না ভাবছি এজন্য
- বলেন, বলেন। আমি সব জানি। টিভিতে সব কিছু দেখেছি। বাস্তবেও।
- সেটাই হওয়ার কথা। ওকে দেন ...
আমি হাই তুলতে লাগলাম। দেখে সিলভী আপু বললেন, ওকে এনাফ ফর টুডে। এখন বলো, গুডিস কেমন দেখলে
- আপনার খুব ভালো কালেকশন। এয়ারপোর্টে ধরে নি?
- একবারে আনি নি সবকিছু, আর এগুলো ইল্যিগাল কিছু নয়, বাজার থেকে কেনা
আমরা উঠে ড্রয়িং রুমে গিয়ে কথা বলতে লাগলাম। উনি খুব আগ্রহ নিয়ে ওনার আফ্রিকা এক্সপেরিয়েন্স বলে যাচ্ছিলেন। আর সেই সুমন প্রসঙ্গ। মনে হলো বলে ফেলি, আপনাদের সম্পর্ক যদি এতই ভালো ছিল, তাহলে ডিভোর্স হলো কেন? কথায় কথায় উনি ওনাদের ভুডু অভিজ্ঞতার প্রসঙ্গ নিয়ে এলেন।
- আমি জানি যে ভুডুর ব্যাপারটা পুরোটাই মিথ্যে। কিন্তি জানো, ওরা এমন পরিস্থিতি তৈরী করবে তুমি অবিশ্বাস করতে পারবে না
- বলেন কি?
- খুবই ইন্টারেস্টিং। ওরা যেটা করে, একধরনের সাইকেডেলিক গুল্মের রস খাইয়ে নেয়। ওদের যে পালের গোদা থাকে সে নিজেও খেয়ে নেয়। এমনিতেই ধরো নেশা পেয়ে যাবে তোমার। তারপর গম্ভীর কোরাসে পুরো ট্রাইবের সবাই মিলে শব্দ করে, একসময় তুমি স্থান কাল পাত্র জ্ঞান হারিয়ে ফেলবে। শামান যা বলবে তুমি সেটাই কল্পনা করতে থাকবে। ইফেক্টটা চুড়ান্ত হয় যখন তুমি কোনটা কল্পনা আর কোনটা বাস্তব এই পার্থক্য হারিয়ে ফেলবে তখন।
- আপনারা ট্রাই করেছিলেন
- একবার, যাস্ট একবার। আমার মাথা সুস্থ হতে কয়েকদিন লেগে গিয়েছিল। ইন্টারেস্টিং কি জান, ওরা যে কোরাসে হামম শব্দ করে এটা কিন্তু আধুনিক ধর্মগুলোর সবগুলোতেই আছে। পুজার সময় পুরোহিত করে, হজ্জে হাজীরা মিলে করে, চার্চে ক্রিশ্চিয়ানরা করে। আমি ভুডুতে না গেলে টেরই পেতাম না, সবাই মিলে গর্জন করার যে ভীষন সাইকোলজিকাল ইফেক্ট আছে। একদম নেশা ধরে যায়।
- হা হা, ভালো আবিস্কার
- আরো একটা কান্ড করেছিলাম, তবে তোমাকে বলব কি না বুঝতে পারছি না
- বলেন, শুনতে মজাই লাগছে, একবার নিজে চোখে দেখে আসতে হবে
- অফ কোর্স, কারো মুখে শোনা আর নিজে এক্সপেরিয়েন্স করা কমপ্লিটলী ডিফরেন্ট
আমি বেশ কমফোর্টেবলী সোফায় হেলান দিয়ে সিলভী আপুর কথা শুনছি আর চানাচুর মুখে পুড়ছি। ওনার অনেক দিনের জমে থাকা কথা বেরোচ্ছে। আম্মা খোজ নিতে না আসলেই হয়।
সিলভী বললো, তোমার কি গার্লফ্রেন্ড আছে?
আমি হকচকিয়ে গেলাম, বললাম, নাহ, মানে সেভাবে নেই, ও অনেক দুরে থাকে
- লং ডিসট্যান্স রিলেশনশীপ?
- হু বলতে পারেন। ও যশোরে থাকে
- যশোরে কেন?
- ওখানেই ওদের বাড়ী। জানি না, মাঝে মধ্যে ফোনে কথা হয়
- তাহলে তো এ্যাফেয়ারের খুব দুর্দশা চলছে
- তাই হয়তো। কি করব, বড় হলে ওকে নিয়ে পালিয়ে যেতাম
সেসময় যশোরে নানাবাড়ীর এলাকায় সাবি'র সাথে আমার আবার প্রেম হয়েছিল। এটা নিয়ে পরে লিখব। সিলভী বললো, মেয়েদের সাথে তোমার অভিজ্ঞতা কেমন?
- কি অভিজ্ঞতার কথা বলছেন
- স্যরি খুব পার্সোনাল হলে বলার দরকার নেই। জাস্ট কিউরিয়াস।
- কোন সমস্যা নেই। মোটামুটি আছে আবার নেই
- আপ টু ইউ, আই এ্যাম লাইক ইওর ওল্ডার সিসটার, চাইলে বলতে পারো
- এই ধরেন জড়িয়ে টরিয়ে ধরেছি, আর এর চেয়ে একটু বেশীও করেছি। তবে শেষ পর্যন্ত যাই নি
- হা হা। ফানি ইয়ং ম্যান। গট ইউ। আমি কেন জানতে চাইলাম, আসলে কেনিয়াতে একটা ট্রাইবাল পার্টিতে গিয়েছিলাম, ওটা বলবো কি না ভাবছি এজন্য
- বলেন, বলেন। আমি সব জানি। টিভিতে সব কিছু দেখেছি। বাস্তবেও।
- সেটাই হওয়ার কথা। ওকে দেন ...