03-08-2021, 10:37 AM
এইভাবে বেশ চলছিল ওদের, এর মধ্যে রনির টুর পোগ্রাম এসে গেল। ১০ দিনের জন্য যাচ্ছি বলে পুরো একমাস কাটিয়ে রনি ফিরে এসে আর সীমাকে দেখতে পায় না।
বেশ কিছুদিন খোঁজাখুঁজির পর একদিন রনি দেখল সীমা একটা লোকের সাথে সেই হোটেল থেকে বেরিয়ে আসছে।
রনি একটু আড়ালে চলে গিয়ে মনে মনে ভাবল ছিঃ সীমা ছিঃ তুমি এতোটা নীচে নামতে পারো। এরপর আর রনি কোনদিন সীমার সাথে দেখা করবার চেষ্টা করেনি।
তারপর ৭ বৎসর কেটে গিয়েছে, কলকাতা ছেড়ে ভারতের বিভিন্ন প্রান্ত ঘুরে অবশেষে আবার কলকাতায় পাকাপাকি ভাবে ফিরে এসেছে রনি। সীমা এখন রনির কাছে অতীতের একটা ভুল মাত্র।
এক রবিবার এক স্বেচ্ছাসেবী সংগঠনের অনুরোধে অফিসের বন্ধুদের সাথে রনিও এসেছে দমদমে, একটা রক্তদান শিবিরে রক্ত দিতে। এরা কিছু থ্যালাসেমিয়া রুগীর হাতে হাতে রক্তের পাউচ ধরিয়ে দেবে।
রক্ত দেওয়ায় পর অতিথি রক্তদাতা হিসাবে গলায় মালা পরে রনিও ওর বন্ধুরা অন্যান্য গণ্যমান্য অতিথিদের সাথে মঞ্চে বসে আছে। অনেক ছোট ছোট থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্ছারা রক্তের পাউচ নেওয়ার পর মঞ্চে এসে সেই অতিথিদের পায়ে হাত দিয়ে নমস্কার করে চলে যাচ্ছে।
এমন সময় একটা রোগা ১০-১২ বৎসরের মেয়ে কোথা থেকে এসে রনির পায়ে হাত দিয়ে নমস্কার করেই চলে গেল। মেয়েটার মুখটা খুব চেনা, অথচ ঠিক মনে পরছে না রনির। রনির চোখ মেয়েটাকে অনুসরণ করতে থাকে।
রনি তাকিয়ে দেখে একটা সাধারণ সুতির শাড়ি পরে সীমা রক্তের পাউচ হাতে দাঁড়িয়ে আছে, মুখে নেই কোন মেকআপ, সিঁথিতে চওড়া করে সিঁদুর, কপালে সিঁদুরের টিপ, হাতে শাঁখা পলা। মেয়েটা সীমার কাছে যেতেই সীমা তার হাত ধরে ধীরে ধীরে ভীরের মধ্যে মিলিয়ে যায়। শত ইচ্ছা সত্ত্বেও রনি মঞ্চ থেকে নেমে সীমার কাছে এগিয়ে যেতে পারে না।
মাইকে তখন কেউ বলে চলেছে ঠিকুজী নয়, রক্ত পরীক্ষা করে তারপরেই বিয়ে করুন।
গালায় মালাটা রনির কাছে এখন কাঁটার মালার মতই গলায় বিঁধছে, এতো বৎসর পর সেই সীমাই আজ নিঃশব্দে রনির চোখ খুলে দিয়ে বুঝিয়ে দিয়ে গেল আসল অপরাধী কে?
______________________
বেশ কিছুদিন খোঁজাখুঁজির পর একদিন রনি দেখল সীমা একটা লোকের সাথে সেই হোটেল থেকে বেরিয়ে আসছে।
রনি একটু আড়ালে চলে গিয়ে মনে মনে ভাবল ছিঃ সীমা ছিঃ তুমি এতোটা নীচে নামতে পারো। এরপর আর রনি কোনদিন সীমার সাথে দেখা করবার চেষ্টা করেনি।
তারপর ৭ বৎসর কেটে গিয়েছে, কলকাতা ছেড়ে ভারতের বিভিন্ন প্রান্ত ঘুরে অবশেষে আবার কলকাতায় পাকাপাকি ভাবে ফিরে এসেছে রনি। সীমা এখন রনির কাছে অতীতের একটা ভুল মাত্র।
এক রবিবার এক স্বেচ্ছাসেবী সংগঠনের অনুরোধে অফিসের বন্ধুদের সাথে রনিও এসেছে দমদমে, একটা রক্তদান শিবিরে রক্ত দিতে। এরা কিছু থ্যালাসেমিয়া রুগীর হাতে হাতে রক্তের পাউচ ধরিয়ে দেবে।
রক্ত দেওয়ায় পর অতিথি রক্তদাতা হিসাবে গলায় মালা পরে রনিও ওর বন্ধুরা অন্যান্য গণ্যমান্য অতিথিদের সাথে মঞ্চে বসে আছে। অনেক ছোট ছোট থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্ছারা রক্তের পাউচ নেওয়ার পর মঞ্চে এসে সেই অতিথিদের পায়ে হাত দিয়ে নমস্কার করে চলে যাচ্ছে।
এমন সময় একটা রোগা ১০-১২ বৎসরের মেয়ে কোথা থেকে এসে রনির পায়ে হাত দিয়ে নমস্কার করেই চলে গেল। মেয়েটার মুখটা খুব চেনা, অথচ ঠিক মনে পরছে না রনির। রনির চোখ মেয়েটাকে অনুসরণ করতে থাকে।
রনি তাকিয়ে দেখে একটা সাধারণ সুতির শাড়ি পরে সীমা রক্তের পাউচ হাতে দাঁড়িয়ে আছে, মুখে নেই কোন মেকআপ, সিঁথিতে চওড়া করে সিঁদুর, কপালে সিঁদুরের টিপ, হাতে শাঁখা পলা। মেয়েটা সীমার কাছে যেতেই সীমা তার হাত ধরে ধীরে ধীরে ভীরের মধ্যে মিলিয়ে যায়। শত ইচ্ছা সত্ত্বেও রনি মঞ্চ থেকে নেমে সীমার কাছে এগিয়ে যেতে পারে না।
মাইকে তখন কেউ বলে চলেছে ঠিকুজী নয়, রক্ত পরীক্ষা করে তারপরেই বিয়ে করুন।
গালায় মালাটা রনির কাছে এখন কাঁটার মালার মতই গলায় বিঁধছে, এতো বৎসর পর সেই সীমাই আজ নিঃশব্দে রনির চোখ খুলে দিয়ে বুঝিয়ে দিয়ে গেল আসল অপরাধী কে?
______________________