03-08-2021, 10:34 AM
(03-08-2021, 08:57 AM)Bichitravirya Wrote: আপনার এই কাব্যিক কথা আমার বুঝতে অসুবিধা হয়। কিন্তু এবার প্রত্যেকটা শব্দ বুঝলাম। আর এটা বুঝলাম যে আপনি . ( ভুলও বুঝতে পারি ) । একটা প্রশ্ন --- আপনি কি সুখি এই জীবনে ?
❤❤❤
সুখ ? হাহহাহা । বড্ডো জটিল শব্দ । অনেকে আবার এটিকে ''শান্তি''র সমার্থক করেও দেন । ... সে-ই যে বৈষ্ণব পদকর্তা গেয়ে গেছেন - ''সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল...'' আবার সমকালীন কবি লিখছেন - '' সুখ নামে সুক পাখিটায় ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা যা ছিল সব বিকিয়ে...'' - আসলে সুখ নামের একটি রঙিন ফুলের দিকে সবাই আমরা ছুটে চলেছি - কাছে গিয়ে দেখছি একটি রংচঙে কাগজের-ফুল সেটি - নিবর্ণ নিষ্প্রাণ নির্গন্ধ । - মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় রিভেঞ্জ নিচ্ছি আমার বিমাতা , আব্বু এমনকি আমার শরীর-বিদ্ধ-করা সেই কাজিন ভাইয়ার উপরেও । ... প্রায় অর্ধেক বয়সী সঙ্গীদেরকেও ''ওই সময়'' আমি কিন্তু অ্যাতোটুকুও রেয়াৎ করি না , এই প্রায়-ধর্ষকাম সম্ভবত পুরুষদের উপরেই প্রতিশোধ । - তবে হ্যাঁ , একটি জানান - আমি কক্ষনো আমার ডাইরেক্ট ছাত্রদেরকে 'সঙ্গী' করি না । - ভাল থাকবেন । সালাম ।