02-08-2021, 06:14 PM
(02-08-2021, 04:36 PM)Bumba_1 Wrote: বিদ্বান এবং বিদুষীর তফাৎ আমি বুঝি .. সেটা না বলে দিলেও চলতো।
তবে কি জানেন তো এই সাইটে সবকিছুই তো ছদ্মনামে এবং গুপ্ত পরিচয়ে .. তাই কার কোনটা আসল আর নকল বোঝা দায়। তাই হয়তো একদিকে বিদ্বান আর অন্যদিকে নারী .. এই দুটি শব্দ ব্যবহার করে একটা ভারসাম্য রক্ষা করার চেষ্টা করেছি।
যেহেতু এখানে আমরা সবাই একে অপরের অপরিচিত তাই আমি সব সময় একটু রহস্য করে (মজা করে) কথা বলি অন্যের সঙ্গে। উপরের কথাগুলিও মজা করেই বলেছি।
বৃদ্ধ-বৃদ্ধা, যুবক-যুবতী, কিশোর-কিশোরী .. এগুলি যে বয়সের মাপকাঠিতে বাঁধা যায় না সেটা বিলক্ষণ জানি। কেউ মনের দিক থেকে কুড়িতেই বুড়ি/বুড়ো আবার কেউ আশি বছরেও মানসিকভাবে যুবক/যুবতী.. তবে সবকিছুই তো মানসিক দিক থেকে দেখলে চলেনা। রাস্তা দিয়ে একজন আশি বছরের পুরুষ মানুষ হেঁটে গেলে তাকে দেখে সাধারণ লোক এটাই বলবে "একজন বৃদ্ধ হেটে গেল" কেউ যদি বলে "একজন কিশোর বা যুবক হেঁটে গেল" লোকে তাকে পাগল বলবে
Satyakam এর একটা জিনিস বুঝতে ভুল হয়েছিল সেটা শুধু ধরিয়ে দিয়েছি।
ভালো থাকবেন
বুম্বাজী , আমার কথায় কি রাগ করলেন ? নাকি আমি কোনো বেদনার অনুঘটক ( ঘটক-ও বলা যায় ) হয়ে গেলাম ? । খুব খুউব খারাপ লাগছে আপনার কোনো অনুভূতিকে আহত করে ফেললাম ভেবে । বিশ্বাস করুন জনাব তেমন কোন অসৎ উদ্দেশ্য আমার ছিলোই না । - তবু, মার্জনা চেয়ে রাখছি - আগাম এবং শর্তহীন । সালাম ।