02-08-2021, 04:36 PM
(This post was last modified: 02-08-2021, 04:42 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(02-08-2021, 04:21 PM)sairaali111 Wrote:বড্ডো ধন্দে পড়ে গেলুম । একটি নয় । একাধিক । প্রথমত , ''যুবতী'' । এটির কোনো সময়-পরিসর-মাপ-ফিতে-কাল হয় কীনা জানিনা । শুধু জানি , আমার মধ্য-আশির কলেজ-গন্ডির শেষ ধাপ পেরুনোর আগেই সংসার সীমান্ত চলে আসা নানী কী অসাধরণ ''যুবতী'' - এবং অনন্যা আধুনিক । আমার তথাকথিত বহু ''অনৈতিক'' কাজের প্রশ্রয় এবং আশ্রয়ী । দ্বিতীয়ত , ''উনি খুবই বিদ্বান এক নারী .'' - ইদানিং একটি টিভি চ্যানেল নারী-পুরুষ নির্বিশেষে সকলকেই ''অভিনেতা'' বলছে । সেই ফর্মুলায় ''বিদুষী'' শব্দটি বোধহয় ডোডোপাখি-ই হয়ে গেল । সে যাক । আমর ক্ষেত্র বিদ্বান বিদুষী - কোনটিই আদৌ প্রযোজ্য নয় । আর তৃতীয়ত , Bumba_1 লিখছেন ''.. তখন শয়তান ছিলাম ..'' - না বোধহয় । শয়তানের কোন এখন-তখন হয় না । আর satyakam লিখছেন ''কতো বড়ো আকাট মূর্খ আমি। আমি চললাম এই ধরাধাম থেকে'' - না জনাব , রুখ্ যাইয়ে , তাকিয়ে দেখুন এখনকার ধরাধাম শুধু ''ওদের'' জন্যেই সংরক্ষিত রিজার্ভড । মূর্খামি এখন অলঙ্কার আর অহঙ্কারও । তাই ..... সালাম ।
বিদ্বান এবং বিদুষীর তফাৎ আমি বুঝি .. সেটা না বলে দিলেও চলতো।
তবে কি জানেন তো এই সাইটে সবকিছুই তো ছদ্মনামে এবং গুপ্ত পরিচয়ে .. তাই কার কোনটা আসল আর নকল বোঝা দায়। তাই হয়তো একদিকে বিদ্বান আর অন্যদিকে নারী .. এই দুটি শব্দ ব্যবহার করে একটা ভারসাম্য রক্ষা করার চেষ্টা করেছি।
যেহেতু এখানে আমরা সবাই একে অপরের অপরিচিত তাই আমি সব সময় একটু রহস্য করে (মজা করে) কথা বলি অন্যের সঙ্গে। উপরের কথাগুলিও মজা করেই বলেছি।
বৃদ্ধ-বৃদ্ধা, যুবক-যুবতী, কিশোর-কিশোরী .. এগুলি যে বয়সের মাপকাঠিতে বাঁধা যায় না সেটা বিলক্ষণ জানি। কেউ মনের দিক থেকে কুড়িতেই বুড়ি/বুড়ো আবার কেউ আশি বছরেও মানসিকভাবে যুবক/যুবতী.. তবে সবকিছুই তো মানসিক দিক থেকে দেখলে চলেনা। রাস্তা দিয়ে একজন আশি বছরের পুরুষ মানুষ হেঁটে গেলে তাকে দেখে সাধারণ লোক এটাই বলবে "একজন বৃদ্ধ হেটে গেল" কেউ যদি বলে "একজন কিশোর বা যুবক হেঁটে গেল" লোকে তাকে পাগল বলবে
Satyakam এর একটা জিনিস বুঝতে ভুল হয়েছিল সেটা শুধু ধরিয়ে দিয়েছি।
ভালো থাকবেন