02-08-2021, 04:10 PM
প্রথমেই সবার কাছে আন্তরিক ভাবে ক্ষমা চাইছি। লাস্ট পনেরো কুড়ি দিন অসুস্থ ছিলাম, হাসপাতালে ভর্তিও হতে হয়েছিল । করোনা হয়নি এটাই বাঁচোয়া, তবে দুর্বল আছি এখনো । সাইটে দু তিন দিন ঢুঁ মেরে গেছি, এই সপ্তাহের মধ্যই পরবর্তী আপডেট আসবে, যদি আপনারা এখনো এই গল্পটা পড়তে ইচ্ছুক হন তাহলেই লিখবো । পারলে ক্ষমা করবেন আর সবাই সুস্থ থাকুন ।
ধৃতরাষ্ট্র - দা বস !