02-08-2021, 12:39 PM
(02-08-2021, 12:26 PM)satyakam Wrote: আকাশের মামা গল্পে হয়তো আর আসবেন না। আবার আসতেও পারেন। কিছুই বলা যাচ্ছে না।![]()
আর আকাশের বাবার কথা যদি বলি তাহলে বলবো আসল খেলা উনিই দেখাবেন। কিভাবে দেখাবেন সেটা আমি জানি না![]()
আর নারী চরিত্র। গল্পের দ্বিতীয় পর্ব শেষ হতে একটা আপডেট বাকি। এই শেষ আপডেট থেকেই সুচি মুখ্য চরিত্রে অভিনয় করবে। তখন দেখা যাক --- সুচি আলাদা মাত্রা রাখতে পারে কি না![]()
আপনার pm এর উত্তর দিতে পারছি না। 200 হয়ে গেছে। ডিলেট করেছি অনেক দিন আগে। দেখি কখন খালি হয়! খালি হলেই রিপ্লাই দেবো। কারন রিপ্লাই দেওয়াটা দরকার![]()
❤❤❤
অবশ্যই সুচির একটা এগ্রেসিভ মুড্ থাকবে সবসময়েই আকাশের উপরে আর আকাশ সুচির ভয়ে কাবু হয়ে থাকবে ভীতির কারণে নয়, এক ভালোবাসা এবং শ্রদ্ধায়।