02-08-2021, 11:27 AM
(02-08-2021, 10:55 AM)satyakam Wrote: আমি কিন্তু দিদি প্রতি টা আপডেট পড়ার পর কমেন্ট করবো না। লাইক আর রেপুর বাড়ন্ত দেখে আপনাকে বুঝতে হবে যে বিচিত্র পড়ছে।
আপনি নিজে দেখেছিলেন নাকি এইসব ?
❤❤❤
সম্ভবত উত্তরটা তো আগেই দেওয়া আছে । আমি ''কুমারী'' ( ব্রহ্মকুমারী নয় অবশ্য ) - সম্বল এক নানী - মধ্য-আশির ''যুবতী'' - চলৎশক্তিহীনা - হুইল চেয়ার-সম্বল । আমার সবকিছুতেই তাঁর অবাধ আর অগাধ প্রশ্রয় এবং আশ্রয়-ও । - অনেকগুলি কলেজ পাল্টেছি এখন অবধি । সেই ম্যান্ডেটরি ভ্রমণসূত্রে বহু ''বিচিত্র'' ঘটনারই সাক্ষী হয়েছি । আমি অবশ্য এগুলির কোনোটিকেই 'বিচিত্র' 'অস্বাভাবিক' মনে করি না । পুরুষতন্ত্র তার স্বার্থগন্ধমাখা কিছু নিয়মকানুন সমাজে , বিশেষত মেয়েদের উপর , চাপিয়ে দিতে চেয়েছে - যার আবশ্যিক প্রতিক্রিয়ায় ওসব ঘটবেই । জীব প্রবৃত্তিতেই রয়েছে বহুগামীতা - তারই পরিচয় পেয়েছি বারবার । - সালাম জনাবজী ।