02-08-2021, 10:53 AM
(02-08-2021, 12:04 AM)buddy12 Wrote: খুবই ভালো লাগল।
আমরা সবাই ভালোবাসার কাঙাল।
সে স্নেহাংশু বা রহমত চাচা বা সূচি-আকাশ
যেই হোক না কেন।
সত্যিই তো কেউ জানতে চায় নি, স্নেহাংশু কি চায়।
রহমত চাচা "কাবুলিওয়ালা"র কথা মনে করিয়ে দিলো।
রেপু দিলাম।
একদম ঠিক বলেছেন। আমরা সবাই ভালোবাসার কাঙাল। এই আপডেট পড়ে a-man দা বলেছেন --- আকাশের মামা মেরুদন্ড হীন।
আপনি বললেন --- সত্যি তো আকাশের মামা কি চায় সেটা কেউ জিজ্ঞাসা করেন নি।
দুইজনই ঠিক বললেন। দুজনের দৃষ্টি সঠিক। আর এখানেই আমার সার্থকতা যে দুজন একটা চরিত্র কে দুই ভাবে দেখেছে আর দূটোই সঠিক।
আর কাবুলিওয়ালা --- ওই সাদা দাড়ির বুড়ো যা লিখে গেছে তার উপর আর বাঙালির যাওয়ার জো নেই। সব রাস্তা যেন ওই দাড়ির ভিতরে গিয়ে শেষ হয়। তারপর দাড়ির গোলকধাঁধায় আটকে পড়তে হয়।
আপনাকে লাইক দিলাম। রেপু error দেখাচ্ছে। খালি হলেই সবকটা আপনাকেই দেবো। খুব ভালো কমেন্ট করেছেন আপনি।
❤❤❤