01-08-2021, 04:11 PM
(This post was last modified: 26-05-2022, 11:12 AM by Bumba_1. Edited 42 times in total. Edited 42 times in total.)
নাগপাশ একটি পৌরাণিক অস্ত্রবিশেষ .. বরুণদেবের এক বিশেষ অস্ত্র যা কারোর দিকে নিক্ষেপ করলে সেই অস্ত্র থেকে নির্গত সর্প আড়াই প্যাঁচে তার কাঙ্খিত শিকারকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে নাগপাশ হলো একটি অতি দৃঢ় বন্ধন। কিন্তু আধুনিক যুগে প্রতি পদক্ষেপে বিপদের সম্ভাবনায় জর্জরিত পৃথিবীতে ভয়ঙ্কর অবিশ্বাসের এই সমাজে বরুনদেবের দেখা পাওয়া তো বিরল। কিন্তু রাক্ষসরূপী বা অপদেবতারূপী কিছু দুষ্টু ব্যক্তি আছে যারা তাদের কাঙ্খিত শিকারকে একবার এই ভয়ঙ্কর বন্ধনে আষ্টেপিষ্টে জড়িয়ে ফেললে সেখান থেকে নিষ্কৃতি পাওয়া প্রায় দুঃসাধ্য ব্যাপার।
এই নিয়েই আমার বর্তমান উপন্যাস নাগপাশ - the trap
আশা রাখি আমার কাহিনীর এই যাত্রাপথে বরাবরের মতোই আপনাদের সবাইকে পাশে পাবো।
আশা রাখি আমার কাহিনীর এই যাত্রাপথে বরাবরের মতোই আপনাদের সবাইকে পাশে পাবো।
নিচে সূচিপত্র দেওয়া হলো