31-07-2021, 03:40 PM
বাসায় এসে ভাবতে বসলাম, সিলভী দেখছি এখনও এক্স সুমনের জন্য কান্নাকাটি করে যাচ্ছে। আরেকবার সুযোগ পেয়ে কথা বলতে পারলে মন্দ হয় না। যাস্ট সুমনের প্রসঙ্গটা না তুললেই হয়। এরপর মনে হয় মাসখানেক গেল ঘটনাবিহীন। সিড়িতে দেখা হয়েছে। ওনাকে অবশ্য বেশ পরিশ্রান্ত মনে হয়। এ্যাসিস্ট্যান্ট মেয়েটা একগাদা কাগজ বগলে করে বয়ে নিয়ে আসে। ওনার জব টা কি কে জানে। একদিন শুক্রবার ছাদে হাওয়া খেতে গিয়েছি, ওনারাও সেখানে, যথারীতি উনি বললেন, তানিম হাউ'জ গোয়িং
- এই তো, পড়াশোনা করে যাচ্ছি
- গুড গুড। তুমি তো বাসায় এলে না, তোমাকে কিছু স্টাফ দেখাবো বলেছিলাম
- বিজি ছিলাম, ****, স্যারের বাসায় পড়তে যাওয়া, এসব নিয়ে
- গুড ইনভেস্টমেন্ট। এখন ফ্রি আছো?
- হু
- চলো তোমাকে কিছু মজার জিনিশ দেখাই
উনি নামতে নামতে বললেন, তুমি ছোট ছেলে, কি বলব, কথা বলার লোক পাই না, তাই তোমাকে ধরে বেধে নিয়ে যাচ্ছি, খেপছো না তো আবার?
- আরে ধুর, প্রশ্নই আসে না। আমার কাছে প্রত্নতাত্ত্বিক ম্যাটেরিয়ালস দেখতে ভালো লাগে, টিভিতে প্রচুর দেখি
- রিয়েলী?
- সত্যি বলছি
- ইউ উইল হ্যাভ গুড টাইম দেন
- এই তো, পড়াশোনা করে যাচ্ছি
- গুড গুড। তুমি তো বাসায় এলে না, তোমাকে কিছু স্টাফ দেখাবো বলেছিলাম
- বিজি ছিলাম, ****, স্যারের বাসায় পড়তে যাওয়া, এসব নিয়ে
- গুড ইনভেস্টমেন্ট। এখন ফ্রি আছো?
- হু
- চলো তোমাকে কিছু মজার জিনিশ দেখাই
উনি নামতে নামতে বললেন, তুমি ছোট ছেলে, কি বলব, কথা বলার লোক পাই না, তাই তোমাকে ধরে বেধে নিয়ে যাচ্ছি, খেপছো না তো আবার?
- আরে ধুর, প্রশ্নই আসে না। আমার কাছে প্রত্নতাত্ত্বিক ম্যাটেরিয়ালস দেখতে ভালো লাগে, টিভিতে প্রচুর দেখি
- রিয়েলী?
- সত্যি বলছি
- ইউ উইল হ্যাভ গুড টাইম দেন