31-07-2021, 01:48 PM
আর তখন একটা সময় ছিল ইন্ডিপেন্ডেন্ট হাই এচিভার মেয়ে দেখলে ফ্যাটালী এ্যাট্রাক্টেড হয়ে যেতাম। সিলভী আপু না টের পেয়ে যায় সেই ভয়ে আরো কুকড়ে যেতাম ওনার সামনে। আর পেছনে ওনাকে ভেবে যে কত শত লিটার মাল ফেলেছি, জড়াজড়ি ধস্তাধস্তি করেছি তার হিসেব নেই। এভাই চলে যাচ্ছিল। একদিন ওনার বাসার সার্কিট ব্রেকারটা নষ্ট হয়ে যাওয়ায় আম্মা বললেন, তানিম, যাও তো সিলভীর পুরো বাসা অন্ধকার হয়ে আছে, ঠিক করে দিয়ে আসো। টুকটাক ইলেকট্রিক্যাল কাজে অনেকেই ডাকে। সন্ধ্যায় একটা টর্চ নিয়ে সিলভী আপুর বাসায় গিয়ে হাজির হলাম। ওনার এসিস্ট্যান্ট মেয়েটা দরজা খুলে দিল। সার্কিট ব্রেকার সাড়াতে হয়তো মিনিট দশেক লেগেছিল। আমি বললাম, যাই
- দাড়াও, কয়েকটা চকলেট দেই তোমাকে, ভাইয়া এনেছে
উনি একমুঠো থ্রী মাস্কেটিয়ার্স ধরিয়ে দিলেন।
- পড়াশোনা কেমন চলছে?
- মোটামুটি, মাত্র তো ক্লাস শুরু হলো, এখনো চাপ নেই
- বিগ ইনভেস্টমেন্ট, জানো তো
- উ
- ফাউন্ডেশন দুর্বল থেকে গেলে পরে সেভেরাল টাইমস এফোর্ট দিয়েও পোষানো যায় না
- তাই হয়তো
ওনার টেবিলে একটা বড় ছাই রঙা মুর্তি, মাথার পেছনে হাত বেধে আকাশের দিকে তাকিয়ে আছে, আমি বললাম, এটা কি ঈস্টার আইল্যান্ডের
- মোয়াই? ইয়েপ। তুমি ঈস্টার আইল্যান্ড চেন দেখি
- নাম শুনেছি, এর বেশী কিছু না। আপনি গিয়েছিলেন?
- ও না না। আমি যাই নি। এটা আসলে, এটা আসলে আমার ফ্রেন্ড সুমনের। ওয়েল, সুমন, মানে আমার এক্স হাজবেন্ড ও গিয়েছিল
- সাউথ এমেরিকাতে তাই না
- হু, চিলিতে
উনি একটা দীর্ঘনিশ্বাস ফেলে বললেন, সুমন খুব ট্রাভেল ক্রেইজি ছিল। কত জায়গায় যে ও ঘুরেছে। এখনও ঘুরছে
- আপনিও নিশ্চয়ই ঘুরেছেন?
- কিছু কিছু, সুমনের সাথে যখন ছিলাম। এখন যাই না। গত একবছর ঢাকা থেকে বের হই নি।
আমি আর না ঘাটিয়ে বললাম, আজকে চলে যাই
- ওহ শিওর শিওর। স্যরি তোমাকে আটকে রেখেছি। কখনো ইচ্ছে হলে চলে এসো, আই হ্যাভ মোর আর্কিওলজি স্টাফ, আরেকদিন সময় করে দেখাবো
- আচ্ছা ঠিক আছে ।
- দাড়াও, কয়েকটা চকলেট দেই তোমাকে, ভাইয়া এনেছে
উনি একমুঠো থ্রী মাস্কেটিয়ার্স ধরিয়ে দিলেন।
- পড়াশোনা কেমন চলছে?
- মোটামুটি, মাত্র তো ক্লাস শুরু হলো, এখনো চাপ নেই
- বিগ ইনভেস্টমেন্ট, জানো তো
- উ
- ফাউন্ডেশন দুর্বল থেকে গেলে পরে সেভেরাল টাইমস এফোর্ট দিয়েও পোষানো যায় না
- তাই হয়তো
ওনার টেবিলে একটা বড় ছাই রঙা মুর্তি, মাথার পেছনে হাত বেধে আকাশের দিকে তাকিয়ে আছে, আমি বললাম, এটা কি ঈস্টার আইল্যান্ডের
- মোয়াই? ইয়েপ। তুমি ঈস্টার আইল্যান্ড চেন দেখি
- নাম শুনেছি, এর বেশী কিছু না। আপনি গিয়েছিলেন?
- ও না না। আমি যাই নি। এটা আসলে, এটা আসলে আমার ফ্রেন্ড সুমনের। ওয়েল, সুমন, মানে আমার এক্স হাজবেন্ড ও গিয়েছিল
- সাউথ এমেরিকাতে তাই না
- হু, চিলিতে
উনি একটা দীর্ঘনিশ্বাস ফেলে বললেন, সুমন খুব ট্রাভেল ক্রেইজি ছিল। কত জায়গায় যে ও ঘুরেছে। এখনও ঘুরছে
- আপনিও নিশ্চয়ই ঘুরেছেন?
- কিছু কিছু, সুমনের সাথে যখন ছিলাম। এখন যাই না। গত একবছর ঢাকা থেকে বের হই নি।
আমি আর না ঘাটিয়ে বললাম, আজকে চলে যাই
- ওহ শিওর শিওর। স্যরি তোমাকে আটকে রেখেছি। কখনো ইচ্ছে হলে চলে এসো, আই হ্যাভ মোর আর্কিওলজি স্টাফ, আরেকদিন সময় করে দেখাবো
- আচ্ছা ঠিক আছে ।