31-07-2021, 12:56 PM
এরকমই তো কথা ছিলো। দুটো মানুষ একসাথে থাকতে থাকতে অনেকসময় দৈনন্দিনের চাপে হারিয়ে ফেলে নিজেদের। বারবার নতুন করতে করতে নতুন করাটাও ক্লান্তি চলে আসে সময় সময়। আমাদের চোখে সেদিনের মত সে আগুন জ্বলেনি বেশ কিছুদিন। অথচ জানি কারো একজনের চোখে জ্বললেই আরেকজন জ্বলে উঠবে সেই তাপে। তাত লাগবে দুজনের মুখে চোখে অলিন্দে গহ্বরে। কিন্তু জ্বলবে কি ভাবে?
সেইমত পরিকল্পনাতেই এবারের ছুটি কাটানো। উদ্দেশ্য নতুন কোন আগুনে মাধুরীর চোখ জ্বালিয়ে নেওয়া আর তার চকমকিতে আমার কমে আসা আগুনে আরো একবার আগুন দেওয়া।
তাই চুপচাপ খেলা চালিয়ে গেলাম। আমি আর মাধুরী পার্টনার, ওদিকে বিভাস আর অরুণ। এমন সময় কারেণ্ট গেলো চলে। হোটেলে ছাই জেনারেটার ও নেই! নিচে ম্যানেজারকে জিজ্ঞেস করতে গেলাম, বললো ট্রান্সফর্মার উড়ে গেছে কাছে কোথাও আজ রাত্রে কারেণ্ট আসার সম্ভাবনা নেই। বোঝো কাণ্ড ! যাই হোক দুটো হ্যারিকেন জোগাড় করলাম। তেলও দিলো সাথে। আমি বিদায় নিয়ে ওপরে এলাম।
সকলেই হতাশ, টিভি চলছে না, পাখা বন্ধ। তাস হ্্যারিকেনের আলোয় দেখাই যাচ্ছে না প্রায়। হাল্কা চাঁদের আলো ঘরে ঢুছে। মাঝে মাঝে ঝিরঝিরে হাওয়া। বাইরে হাওয়ার শনশন আর নারকেলের পাতার ফাঁক দিয়ে শিশ দিয়ে যাবার আওয়াজ।
সেইমত পরিকল্পনাতেই এবারের ছুটি কাটানো। উদ্দেশ্য নতুন কোন আগুনে মাধুরীর চোখ জ্বালিয়ে নেওয়া আর তার চকমকিতে আমার কমে আসা আগুনে আরো একবার আগুন দেওয়া।
তাই চুপচাপ খেলা চালিয়ে গেলাম। আমি আর মাধুরী পার্টনার, ওদিকে বিভাস আর অরুণ। এমন সময় কারেণ্ট গেলো চলে। হোটেলে ছাই জেনারেটার ও নেই! নিচে ম্যানেজারকে জিজ্ঞেস করতে গেলাম, বললো ট্রান্সফর্মার উড়ে গেছে কাছে কোথাও আজ রাত্রে কারেণ্ট আসার সম্ভাবনা নেই। বোঝো কাণ্ড ! যাই হোক দুটো হ্যারিকেন জোগাড় করলাম। তেলও দিলো সাথে। আমি বিদায় নিয়ে ওপরে এলাম।
সকলেই হতাশ, টিভি চলছে না, পাখা বন্ধ। তাস হ্্যারিকেনের আলোয় দেখাই যাচ্ছে না প্রায়। হাল্কা চাঁদের আলো ঘরে ঢুছে। মাঝে মাঝে ঝিরঝিরে হাওয়া। বাইরে হাওয়ার শনশন আর নারকেলের পাতার ফাঁক দিয়ে শিশ দিয়ে যাবার আওয়াজ।