31-07-2021, 11:43 AM
আকাশে মেঘ এর কমতি নেই ৷ মেলার সময় ব্যবসা বানিজ্য করার জন্য দূর গা গঞ্জ থেকে কামার , কুমোর, ছুতোর মিস্ত্রী রা হরেক রকম জিনিস নিয়ে দোকান দেয় ৷ মেলা চলে ৩ দিন ৷ সুহানির মন মেলায় পড়ে থাকলেও পড়ার জন্য রজনী বাবুর বাড়ির দিকে পা বাড়ালো ৷ আজ বেশ কিছি বিজ্ঞানের প্রশ্ন তৈরী করতে হবে ৷ সামনে বড় রাস্তার ডান দিকের ছোট গলিতেই রজনিবাবুর বাড়ি ৷ হু হু করে ঠান্ডা হওয়া দিছে পশ্চিমের ৷ পশ্চিমের আকাশ কালো হয়ে গেছে ৷ গাছের পাতা গুলো সাই সাই করে এর অর ঘাড়ে ঝাপিয়ে পরছে ৷ নারকেল গাছের মাথা যেন জাদুকরদের মতই ভেলকি দেখাচ্ছে মাথা নাড়িয়ে ৷ পথে বিশেষ লোক নেই ৷ এমন সুন্দর বিকেলে যদি এমন ভয়ংকর ঝড় সুরু হয় মন এমনি উদাস হয়ে যায় ৷ ললিত বুদ্ধি করে হরেন দার সাথে মেলায় চলে গেছে পড়তে আসবে না বলে ৷ আর ললিতের তো পরীক্ষা নেই ৷ রজনী বাবু সুহানিকে দাওয়ায় বসতে দিয়ে ঘরের জানলা গুলো বন্ধ করতে চলে গেলেন ৷ নাহলে ধুলোবালি আর হবে তার বিছানার সর্বনাশ হয়ে যাবে ৷ আর নিধিবালা দেবীর কাছে অকারণে গালাগাল খেতে হবে ৷
সুহানি বই বার করে রজনী বাবুর দেব প্রশ্ন গুলো এক এক করে পড়তে সুরু করলো ৷ আজ সে রজনী বাবুর কোনো বাড়ির কাজ করে আনতে পারে নি ৷ রজনী বাবু এসে সুহানির পাশে বসে আগের দিনের বাড়ির কাজ দেখতে চাইলেন ৷ সুহানি মাথা নিচু করে রইলো ৷ রজনী বাবু আজ যেন একটু বেশি বিরক্ত ৷ খানিক টা রেগে দু একটা থাপ্পর কসিয়ে দিলেন সুহানির গালে ৷ সচর আচর সুহানি কে মারেন না রজনী বাবু ৷ আর সুহানি ঋতুবতী হয়েছে , বাড় বাড়ন্ত মেয়ে ৷ মেরে খানিকটা অপ্রতিভ হয়ে উঠানের দালানে বিড়ি ধরালেন ৷ সুহানি অভিমানে খানিকটা ফুঁপিয়ে মনোযোগ দিয়ে বাড়ির সব কাজ টপাটপ করে ফেলল ৷ রজনী বাবু সুহানি কে বসিয়ে বোঝাতে সুরু করলেন ৷ তাকে অনেক বড় হতে হবে ৷ পড়তে হবে অনেক ৷ মাথায় একটু আদর করতে সুহানি প্রকিতস্থ হলো ৷ পাশে মাটির রাস্তা দিয়ে গরুরগাড়ি বোঝাই করা মেলার জিনিস যাচ্ছে ৷ ঘন্টার আওয়াজ আসছে ৷ ঝড় নেমেছে ৷ রজনী বাবুর ঘরের টিনের চাল থুং থাং করে ঝড়ের সাথে বেজে চলেছে ৷ রজনী বাবুর আজ পড়ানোতে মন নেই ৷ বৃষ্টির ঝাট এসে ভিয়ে দিচ্ছে বই খাতা ৷ দালানে বৃষ্টির বড় বড় ফোঁটা আছড়ে পড়ছে ৷ " মাস্টার মশাই ঘরে গিয়ে বসি ?" সুহানি নরম সুরে প্রশ্ন করে ৷ রজনী বাবু মাথা নেড়ে বললেন " ঘরে বসিস না , গুমোট গরম " তার চেয়ে দালানে মোড়া তে বস ৷ বৃষ্টি থামলেই পড়তে বসব ৷ "
সুহানি বই বার করে রজনী বাবুর দেব প্রশ্ন গুলো এক এক করে পড়তে সুরু করলো ৷ আজ সে রজনী বাবুর কোনো বাড়ির কাজ করে আনতে পারে নি ৷ রজনী বাবু এসে সুহানির পাশে বসে আগের দিনের বাড়ির কাজ দেখতে চাইলেন ৷ সুহানি মাথা নিচু করে রইলো ৷ রজনী বাবু আজ যেন একটু বেশি বিরক্ত ৷ খানিক টা রেগে দু একটা থাপ্পর কসিয়ে দিলেন সুহানির গালে ৷ সচর আচর সুহানি কে মারেন না রজনী বাবু ৷ আর সুহানি ঋতুবতী হয়েছে , বাড় বাড়ন্ত মেয়ে ৷ মেরে খানিকটা অপ্রতিভ হয়ে উঠানের দালানে বিড়ি ধরালেন ৷ সুহানি অভিমানে খানিকটা ফুঁপিয়ে মনোযোগ দিয়ে বাড়ির সব কাজ টপাটপ করে ফেলল ৷ রজনী বাবু সুহানি কে বসিয়ে বোঝাতে সুরু করলেন ৷ তাকে অনেক বড় হতে হবে ৷ পড়তে হবে অনেক ৷ মাথায় একটু আদর করতে সুহানি প্রকিতস্থ হলো ৷ পাশে মাটির রাস্তা দিয়ে গরুরগাড়ি বোঝাই করা মেলার জিনিস যাচ্ছে ৷ ঘন্টার আওয়াজ আসছে ৷ ঝড় নেমেছে ৷ রজনী বাবুর ঘরের টিনের চাল থুং থাং করে ঝড়ের সাথে বেজে চলেছে ৷ রজনী বাবুর আজ পড়ানোতে মন নেই ৷ বৃষ্টির ঝাট এসে ভিয়ে দিচ্ছে বই খাতা ৷ দালানে বৃষ্টির বড় বড় ফোঁটা আছড়ে পড়ছে ৷ " মাস্টার মশাই ঘরে গিয়ে বসি ?" সুহানি নরম সুরে প্রশ্ন করে ৷ রজনী বাবু মাথা নেড়ে বললেন " ঘরে বসিস না , গুমোট গরম " তার চেয়ে দালানে মোড়া তে বস ৷ বৃষ্টি থামলেই পড়তে বসব ৷ "