31-07-2021, 10:27 AM
কদিন বাবা আর মা বাবার ভাইয়ের বাড়ি বেড়াতে গেছেন। আসবেন প্রায় সাতদিন পরে। বিজন আপত্তি করেছিলেন রুবিকে একা ঘরে রেখে যেতে। কিন্তু রুবির জেদে যেতে হোল শেষে। রুবি বলেছিল, বাবা, আমি আর ছোটটি নেই যে নিজেকে দেখে রাখতে পারবো না। আপনারা নিশ্চিন্তে যান, কোন চিন্তা করবেন না। তাছাড়া ফোন তো রইলই।
ওনাদের যাবার পর দুদিন হয়ে গেছে। রুবির হাতে এখন অফুরন্ত সময়। কাগজ, বই পড়েও সময় কাটতে চায় না। কেমন যেন রুবির মনে হতে থাকে যদি এই সময় কালী আসতো, দু দণ্ড কথা বলে সময় কাটাতে পারতাম। আজ গরমও পরেছে তেমনি। কাল সারা রাত বৃষ্টি হোল কিন্তু গরম কমলো না। দ্যাখো, কেমন সারা গা ঘামে চপচপ করছে। ইস বগলগুলো কি বিশ্রি ভেজা। ব্লাউসটা গায়ের সাথে চেপে বসে আছে ঘামে। গরমের চোটে মাথার রগ দুটো কেমন দপদপ করছে আর চোখের মনি দুটো ব্যাথায় টনটন করছে। এখনও সময় আছে স্নান করতে যাবার জন্য। রান্না সে কবেই হয়ে গেছে। তবুও নিজের ঘরে কিছু গোছানোর আছে কিনা ভেবে ঘরের দিকে পা বাড়াতেই দরজার ওপার থেকে কালীর গলার আওয়াজ পাওয়া গেল, বৌদি?
রুবি আশ্চর্য হোল এই সময়ে কালীর আওয়াজ পেয়ে। কালী এখন কেন? ওর তো আসার সময় দুপুরে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেলা এগারোটা। তাহলে ওর কি কিছু হোল নাকি? দুরুদুরু বুকে ছুটে গিয়ে দরজা খুলে দেখে কালী ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। রুবি ওর দিকে তাকিয়ে বলল, কি হোল আজ এই সময়ে? তুমি তো দুপুরের দিকে আসো? কালী ওর দিকে চেয়ে একগাল হেসে বলল, নাগো বৌদি, আজ এইদিক দিয়ে শুরু করলাম। তাই আগে এলাম।
রুবি একপাশে সরে দাঁড়িয়ে বলল, এসো ভিতরে এসো। হাতে সময় আছে তো? খেয়ে বেড়ও নি নিশ্চয়। ঠিক আছে আমার এখানে দুটো খেয়ে বেড়িও। আমি এখন একা। বাড়ীতে আর কেউ নেই। তাই হাতে অফুরন্ত সময়। গল্প করা যাবে জমিয়ে। তোমার আপত্তি নেই তো?
কালী একমুখ হাসি ফুটিয়ে বলল, নাগো না। আমার হাতে প্রচুর সময়। যদি বল আমি সন্ধ্যে পর্যন্ত তোমাকে সময় দিতে পারি।
রুবি হেসে বলল, না না তোমাকে অতক্ষন আটকাবো না। তুমি বসো ভিতরে এসে। তোমাকে একটু শরবৎ বানিয়ে দিই।
রুবি ভিতরে কালীকে বসতে দিয়ে রান্নাঘরে গিয়ে ওর জন্য একগ্লাস লেবুর জল নুন চিনি দিয়ে বানিয়ে এনে দিল। কালী ঢকঢক করে এক নিশ্বাসে পান করে মুখ দিয়ে একটা আরামের ‘আহহহ’ শব্দ বার করে রুবির হাতে গ্লাসটা ফেরত দিয়ে কৃতজ্ঞতার একটা হাসি উপহার দিল। রুবি বলল, দাঁড়াও আমি গ্লাসটা রেখে আসি। কালীর কাছে রুবি খুব সহজ। পোশাকের দিকে অত নজর দেয় না, কারন ও কালীর নজর লক্ষ্য করেছে। কালী কথা বললে সোজা ওর মুখের দিকে তাকিয়ে। কোন সময় নজর অন্য কোন দিকে বইতে দেয় না। তাই রুবি খুব সহজ হয়ে গেছে অন্তত এটা বুঝে যে ছেলেটার মনে কোন পাপ নেই।
ফিরে আসাতে কালী জিজ্ঞেস করল, ‘বৌদি মাসীমা কোথায় গেছে? রুবি উত্তর করল, বাবা আর মা সাতদিনের জন্য শ্বশুরের ভাইয়ের বাড়ীতে ঘুরতে গেছে। কালী অবাক হয়ে বলল, আরি ব্বাস, তারমানে এই বাড়ীতে তুমি একা? ভয় করে না?
রুবি হেসে উঠে জবাব দিল, কেন? ভয় করবে কেন? কে আছে এখানে চোর না ডাকাত? নাগো, এই পাড়ায় আমার কোন ভয় নেই। কালী মুখ নামিয়ে বলে, আমি হলে থাকতে পারতাম না। আমার আবার রাতের বেলায় ভুতের খুব ভয়।
রুবি হো হো করে হাসতে থাকে ওর কথা শুনে। আরও কিছু কথা বলতে বলতে রুবির মাথাটা আবার দপদপ করে ওঠে, চোখের মনি দুটোতে অসম্ভব ব্যাথা হতে শুরু করে। রুবি কপাল চেপে চোখের মনিদুটোকে দু আঙ্গুল দিয়ে টিপে ধরে মাথা নিচু করে বসে যায়, মুখ দিয়ে আওয়াজ বেড়িয়ে আসে, উফ মাগো।
ওনাদের যাবার পর দুদিন হয়ে গেছে। রুবির হাতে এখন অফুরন্ত সময়। কাগজ, বই পড়েও সময় কাটতে চায় না। কেমন যেন রুবির মনে হতে থাকে যদি এই সময় কালী আসতো, দু দণ্ড কথা বলে সময় কাটাতে পারতাম। আজ গরমও পরেছে তেমনি। কাল সারা রাত বৃষ্টি হোল কিন্তু গরম কমলো না। দ্যাখো, কেমন সারা গা ঘামে চপচপ করছে। ইস বগলগুলো কি বিশ্রি ভেজা। ব্লাউসটা গায়ের সাথে চেপে বসে আছে ঘামে। গরমের চোটে মাথার রগ দুটো কেমন দপদপ করছে আর চোখের মনি দুটো ব্যাথায় টনটন করছে। এখনও সময় আছে স্নান করতে যাবার জন্য। রান্না সে কবেই হয়ে গেছে। তবুও নিজের ঘরে কিছু গোছানোর আছে কিনা ভেবে ঘরের দিকে পা বাড়াতেই দরজার ওপার থেকে কালীর গলার আওয়াজ পাওয়া গেল, বৌদি?
রুবি আশ্চর্য হোল এই সময়ে কালীর আওয়াজ পেয়ে। কালী এখন কেন? ওর তো আসার সময় দুপুরে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেলা এগারোটা। তাহলে ওর কি কিছু হোল নাকি? দুরুদুরু বুকে ছুটে গিয়ে দরজা খুলে দেখে কালী ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। রুবি ওর দিকে তাকিয়ে বলল, কি হোল আজ এই সময়ে? তুমি তো দুপুরের দিকে আসো? কালী ওর দিকে চেয়ে একগাল হেসে বলল, নাগো বৌদি, আজ এইদিক দিয়ে শুরু করলাম। তাই আগে এলাম।
রুবি একপাশে সরে দাঁড়িয়ে বলল, এসো ভিতরে এসো। হাতে সময় আছে তো? খেয়ে বেড়ও নি নিশ্চয়। ঠিক আছে আমার এখানে দুটো খেয়ে বেড়িও। আমি এখন একা। বাড়ীতে আর কেউ নেই। তাই হাতে অফুরন্ত সময়। গল্প করা যাবে জমিয়ে। তোমার আপত্তি নেই তো?
কালী একমুখ হাসি ফুটিয়ে বলল, নাগো না। আমার হাতে প্রচুর সময়। যদি বল আমি সন্ধ্যে পর্যন্ত তোমাকে সময় দিতে পারি।
রুবি হেসে বলল, না না তোমাকে অতক্ষন আটকাবো না। তুমি বসো ভিতরে এসে। তোমাকে একটু শরবৎ বানিয়ে দিই।
রুবি ভিতরে কালীকে বসতে দিয়ে রান্নাঘরে গিয়ে ওর জন্য একগ্লাস লেবুর জল নুন চিনি দিয়ে বানিয়ে এনে দিল। কালী ঢকঢক করে এক নিশ্বাসে পান করে মুখ দিয়ে একটা আরামের ‘আহহহ’ শব্দ বার করে রুবির হাতে গ্লাসটা ফেরত দিয়ে কৃতজ্ঞতার একটা হাসি উপহার দিল। রুবি বলল, দাঁড়াও আমি গ্লাসটা রেখে আসি। কালীর কাছে রুবি খুব সহজ। পোশাকের দিকে অত নজর দেয় না, কারন ও কালীর নজর লক্ষ্য করেছে। কালী কথা বললে সোজা ওর মুখের দিকে তাকিয়ে। কোন সময় নজর অন্য কোন দিকে বইতে দেয় না। তাই রুবি খুব সহজ হয়ে গেছে অন্তত এটা বুঝে যে ছেলেটার মনে কোন পাপ নেই।
ফিরে আসাতে কালী জিজ্ঞেস করল, ‘বৌদি মাসীমা কোথায় গেছে? রুবি উত্তর করল, বাবা আর মা সাতদিনের জন্য শ্বশুরের ভাইয়ের বাড়ীতে ঘুরতে গেছে। কালী অবাক হয়ে বলল, আরি ব্বাস, তারমানে এই বাড়ীতে তুমি একা? ভয় করে না?
রুবি হেসে উঠে জবাব দিল, কেন? ভয় করবে কেন? কে আছে এখানে চোর না ডাকাত? নাগো, এই পাড়ায় আমার কোন ভয় নেই। কালী মুখ নামিয়ে বলে, আমি হলে থাকতে পারতাম না। আমার আবার রাতের বেলায় ভুতের খুব ভয়।
রুবি হো হো করে হাসতে থাকে ওর কথা শুনে। আরও কিছু কথা বলতে বলতে রুবির মাথাটা আবার দপদপ করে ওঠে, চোখের মনি দুটোতে অসম্ভব ব্যাথা হতে শুরু করে। রুবি কপাল চেপে চোখের মনিদুটোকে দু আঙ্গুল দিয়ে টিপে ধরে মাথা নিচু করে বসে যায়, মুখ দিয়ে আওয়াজ বেড়িয়ে আসে, উফ মাগো।