30-07-2021, 05:15 PM
পিউয়ের কথা
দাদাকে ট্রেনে তুলে দিয়ে ফিরে এলাম তপুদার বাড়িতে – আমার নতুন ঠিকানা।
একটু ব্লাশ করলাম যেন!
তপুদা আবার মদ নিয়ে গিয়ে বারান্দায় বসেছে, এই তো একটু আগেই বিয়ার খেয়ে এল। এখন আবার মদ!
গিয়ে বসলাম তপুদার কাছে। সম্পূর্ণ অন্য পরিবেশ। মা বাবার জন্য মন খারাপ করতে লাগল।
তপুদা জিগ্যেস করল আমিও একটু মদ খাব কী না।
মনটা ভোলানোর জন্য বললাম, ‘দাও একটু। মাতাল হয়ে গেলে কিন্তু তোমাকেই সামলাতে হবে। আর যদি বমিটমি করে দিই? হি হি হি হি!!’
তপুদা আরও একটা গ্লাস নিয়ে এল ভেতর থেকে। অল্প একটু দিল আমাকে।
গল্প করতে লাগলাম।
‘কলেজ শুরু হতে এখনও তো দেরী আছে কয়েকদিন। এর মধ্যে দেখি কোনও ভাল পি জি পাওয়া যায় কী না,’ তপুদা বলল।
‘ততদিন তোমার ঘাড়ে চেপে বসব আমি। হি হি,’ বললাম আমি।
ঘরে গান হচ্ছিল – আমার খুব প্রিয় একটা রবীন্দ্রসঙ্গীত। গুন গুন করে গাইতে লাগলাম।
তপুদা বলল, ‘গলা ছেড়ে গা, তুই তো গান শিখতিস।‘
অনেকগুলো রবীন্দ্রসঙ্গীত শোনালাম তপুদাকে।
দাদা চলে যাওয়া, একা একা দিল্লিতে থাকার মন খারাপ – সব ভাল হয়ে গেল।
‘চল এবার। ঘুম পাচ্ছে রে পিউ। কাল থেকে আবার অফিস। তুই কিন্তু একা একা কোথাও বেরোস না। আর দরজাও ভাল করে লক করে রাখিস,’ জ্ঞান দিল তপুদা।
ঘরে এসে গত কয়েকদিনের মতোই আমি বিছানায় শুলাম আর তপুদা মেঝেতে শুল।
শুধু আমি আর তপুদা একটা অন্ধকার ঘরে, আবার ওই ভিজিয়ে দেওয়া শিরশিরানিটা শুরু হল।
‘গুড নাইট পিউ।‘
‘গুড নাইট।‘
আমার ঘুম আসছে না, শরীরটা শিরশির করছে ভীষন। পাশেই মেঝেতে খালি গায়ে শুয়ে আছে তপুদা। সেদিন তোয়ালে খুলে যাওয়ার সময়ে যেটা দেখে ফেলেছিলাম, সেটা মনে আসছে বারবার। চেষ্টা করেও সরাতে পারছি না। দাদা আর মা বাবা যে কী বিপদে ফেলল আমাকে।
দাদাকে ট্রেনে তুলে দিয়ে ফিরে এলাম তপুদার বাড়িতে – আমার নতুন ঠিকানা।
একটু ব্লাশ করলাম যেন!
তপুদা আবার মদ নিয়ে গিয়ে বারান্দায় বসেছে, এই তো একটু আগেই বিয়ার খেয়ে এল। এখন আবার মদ!
গিয়ে বসলাম তপুদার কাছে। সম্পূর্ণ অন্য পরিবেশ। মা বাবার জন্য মন খারাপ করতে লাগল।
তপুদা জিগ্যেস করল আমিও একটু মদ খাব কী না।
মনটা ভোলানোর জন্য বললাম, ‘দাও একটু। মাতাল হয়ে গেলে কিন্তু তোমাকেই সামলাতে হবে। আর যদি বমিটমি করে দিই? হি হি হি হি!!’
তপুদা আরও একটা গ্লাস নিয়ে এল ভেতর থেকে। অল্প একটু দিল আমাকে।
গল্প করতে লাগলাম।
‘কলেজ শুরু হতে এখনও তো দেরী আছে কয়েকদিন। এর মধ্যে দেখি কোনও ভাল পি জি পাওয়া যায় কী না,’ তপুদা বলল।
‘ততদিন তোমার ঘাড়ে চেপে বসব আমি। হি হি,’ বললাম আমি।
ঘরে গান হচ্ছিল – আমার খুব প্রিয় একটা রবীন্দ্রসঙ্গীত। গুন গুন করে গাইতে লাগলাম।
তপুদা বলল, ‘গলা ছেড়ে গা, তুই তো গান শিখতিস।‘
অনেকগুলো রবীন্দ্রসঙ্গীত শোনালাম তপুদাকে।
দাদা চলে যাওয়া, একা একা দিল্লিতে থাকার মন খারাপ – সব ভাল হয়ে গেল।
‘চল এবার। ঘুম পাচ্ছে রে পিউ। কাল থেকে আবার অফিস। তুই কিন্তু একা একা কোথাও বেরোস না। আর দরজাও ভাল করে লক করে রাখিস,’ জ্ঞান দিল তপুদা।
ঘরে এসে গত কয়েকদিনের মতোই আমি বিছানায় শুলাম আর তপুদা মেঝেতে শুল।
শুধু আমি আর তপুদা একটা অন্ধকার ঘরে, আবার ওই ভিজিয়ে দেওয়া শিরশিরানিটা শুরু হল।
‘গুড নাইট পিউ।‘
‘গুড নাইট।‘
আমার ঘুম আসছে না, শরীরটা শিরশির করছে ভীষন। পাশেই মেঝেতে খালি গায়ে শুয়ে আছে তপুদা। সেদিন তোয়ালে খুলে যাওয়ার সময়ে যেটা দেখে ফেলেছিলাম, সেটা মনে আসছে বারবার। চেষ্টা করেও সরাতে পারছি না। দাদা আর মা বাবা যে কী বিপদে ফেলল আমাকে।