29-07-2021, 09:55 PM
যে আশায় গল্পটা পড়ে শেষ করলাম সে আশা আমার পূরণ হলো না। গল্পের শেষে রনি'দা যদিও লিখে দিয়েছেন গল্পটা এখানেই শেষ আসলে গল্পটা এখানে তো শেষ নয়ই, বরং বলা যায় আসল গল্প এখান থেকেই শুরু... আমার সেই গল্পের পুরোটা পড়ার আশা ছিলো। শেষ পর্যন্ত আশাহত মনে রনিদা'র কথাটা মেনেই নিতে হচ্ছে। মূল লেখক এখানেই গল্পটা থামিয়ে দেবার কথা নয়। বাকি গল্পটা এখন হাতড়ে বেড়াতে হবে এখানে সেখানে সবখানে। প্রচন্ড উত্তেজক একটা গল্প। যদিও নাবিলা এভাবে বদলে গেলো বলে কিছুটা আফসোস রয়েই গেছে। সেই সাথে ছোট্ট একটা অভিযোগও। নাবিলা যখন তার ছোট খালুর সাথে খেলায় মত্ত ছিলো সেখানে তার ছোট্ট খালাতো ভাইকে লেখক নাও রাখতে পারতেন। এতে করে এরকম সুন্দর একটা গল্প নিষেধাজ্ঞার আওতায় চলে আসতে পারে যেকোন সময়।
চমৎকার এই গল্পটির জন্য মূল লেখককে অনেক অনেক ধন্যবাদ।
সেই সাথে রনি'দাকেও ধন্যবাদ জানাচ্ছি এরকম সুন্দর একটা গল্প আমাদের পড়ার সুযোগ করে দেয়ার জন্য।
চমৎকার এই গল্পটির জন্য মূল লেখককে অনেক অনেক ধন্যবাদ।
সেই সাথে রনি'দাকেও ধন্যবাদ জানাচ্ছি এরকম সুন্দর একটা গল্প আমাদের পড়ার সুযোগ করে দেয়ার জন্য।