Thread Rating:
  • 13 Vote(s) - 3.31 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
অপরাধী কে? by Deepali_das
#1
অপরাধী কে?

অফিস থেকে ফেরার পথে রনি দেখে একটা বউ ট্রামে ওঠবার জন্য দাঁড়িয়ে আছে। যেমন সুন্দরী বউটা, আর সেইরকম সুন্দর দেহের গড়ন। রনি একটু ভাল করে মুখটা দেখবার জন্য বউটার একটু কাছে এগিয়ে যায়। তারপর বউটার দিকে তাকাতেই রনির সাথে বউটার চোখাচোখি হয়ে যায়। আর বউটা রনির দিকে তাকিয়ে একটা মিষ্টি হাঁসি দিয়ে ট্রামে উঠে যায়, আর সেই থেকেই রনির বুকের ভেতরে কেমন একটা ধুকপুকুনি শুরু হয়ে যায়। রনিও সাথে সাথে ট্রামে উঠে পরে। কিন্তু প্রচণ্ড ভীরের মধ্যে কিছুতেই রনি বউটার কাছাকাছি পৌঁছাতে পারে না। দূর থেকেই বউটার উপর নজর রাখে রনি।
এইদিকে বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। শিয়ালদা আসতেই রনি দেখে বউটা ট্রাম থেকে নামছে। ছাতা মাথায় শিয়ালদা ষ্টেশনের দিকে কিছুটা এগিয়েও বউটা বৃষ্টির হাত থেকে বাঁচতে একটা বন্ধ দোকানের শেডের নীচে দাঁড়িয়ে পরে।
রনিও সেই বউটাকে অনুসরণ করে সেই শেডের নীচে গিয়ে দাঁড়িয়ে বউটাকে শুনিয়ে শুনিয়েই বলল বৃষ্টিটা আর আসবার সময় পেল না, ঠিক বাড়ি ফেরার সময়ই আসতে হল।
বউটা রনির কথাটা শুনে ঘুরে তাকিয়ে বলল হাঁ যা বলেছেন, ছাতা মাথাতেও পুরো ভিজে গেলাম। আপনাকে ডালহৌসিতে দেখলাম না।
রনি একটু অপ্রস্তুত হয়ে গিয়ে আমতা আমতা করে বলল হাঁ ট্রামে ওঠবার সময় তো আমি আপনাকে দেখলাম, আপনি কোথায় যাবেন।
বউটা ঠিক আগেই মতই মুচকি হেঁসে বলল আমি, আমি সোধপুরে যাবো। এই শিয়ালদা থেকে ট্রেন ধরবো। আপনিও কি ওইদিকেই যাবেন নাকি।
রনি বলল না না আমি সোধপুর যেতে যাবো কেন। আমি তো বারুইপুর থাকি।
বউটা আবার হেঁসে বলল না আপনি সেই ডালহৌসি থেকে যেভাবে আমার পিছন নিয়েছেন, আমি ভাবলাম আমি সোধপুর যাবো শুনে আপনিও বোধহয় ওইদিকেই যাবেন।
বউটা যে এই ভাবে একটা বাউন্সার দেবে রনি সেটা কল্পনাও করতে পারিনি। একটু থতমত খেয়ে কি উত্তর দেবে ঠিক না করতে পেরে সত্যি কথাটা অকপটে স্বীকার করে বলল না আপনাকে ডালহৌসি ট্রামে উঠবার সময় এক-ঝলক দেখেই কেমন যেন ভাল লেগে গেল। তাই ভাবলাম যদি আপনার সাথে আলাপ করা যায় মন্দ হয় না।
বউটা বলল তাই নাকি, রাস্তা ঘাটে এই রকম অচেনা মেয়ে দেখলেই আপনার আলাপ করবার ইচ্ছা হয় বুঝি।
রনি আমতা আমতা করে বলল না এতদিন তো কাউকে দেখে আলাপ করবার ইচ্ছা হয় নি। আজ আপনাকে জানি না কেন এই ইচ্ছাটা হল।
বউটা এইবার রনির বেশ কাছাকাছি এগিয়ে এসে বলল এটা সত্যি কথা, না সব মেয়েকেই এই একই কথা বলেন।
রনি বলল আগে কারোর সাথে কোনদিন আমি এইভাবে আলাপ করতে এগিয়ে যাই নি।
বউটা বলল তা এমন কি দেখলেন আমার মধ্যে যে আমার সাথেই আলাপ করতে এগিয়ে এলেন।
রনি বলল আপনার চোখ আর মিষ্টি হাঁসি আমাকে পাগল করে দিয়েছে।
বউটা হেঁসে বলল তাই, শুনেও ভাল লাগল আমার চোখদুটো নাকি সুন্দর। আপনার মুখে ফুল চন্দন পরুক। বলুন কি বলবেন।
রনি বলল কি আর বলবো আপনি তো বেশ গুছিয়ে কথা বলেন, আপনিই শুরু করুন না।
বউটা বলল ঠিক আছে বৃষ্টিটা কমে এসেছে, চলুন আগে শিয়ালদা স্টেশনে গিয়ে ঢুকে পরি। নাহলে আবার কখন বৃষ্টিটা ঝেঁপে আসবে বলা যায় না।
রনি মাথা নেড়ে বউটার পিছন পিছন চলতে লাগল।
শিয়ালদা স্টেশন তখন লোকে লোকারণ্য। বউটার কাছে এসে রনি বলল যা ভীর একটু যে ফাঁকার দাঁড়িয়ে কথা বলবো তার উপায় নেই।
বউটা বলল উপরে একটা রেলের রেস্টুরেন্ট আছে, ফাঁকাই থাকে, আপনার আপত্তি না থাকলে সেখানে গিয়ে চা খেতে খেতে কথা বলা যেতে পারে।
রনি বলল চলুন তাহলে, এই-বলে বউটাকে অনুসরণ করে দোতলার উপরে রেস্টুরেন্টে গিয়ে চেয়ারে বসে বলল কি নেবেন বলুন।
বউটা বলল আমি শুধু চা খাবো, আপনার ইচ্ছা হলে আপনার জন্য অন্য কিছু নিতে পারেন।
রনি ওয়েটারকে ডেকে দুই কাপ চায়ের অর্ডার দিয়ে বলল আপনার নামটাই তো এখনও জানা হল না, আমি রনি, কোল ইন্ডিয়াতে চাকরি করি।
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
অপরাধী কে? by Deepali_das - by ddey333 - 29-07-2021, 05:48 PM



Users browsing this thread: 1 Guest(s)