29-07-2021, 01:55 PM
প্রেমের ফাঁদে
দিয়ার বাবা মা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। দিয়া দরজার ফাঁক দিয়ে সেদিকে একবার দেখেই নিজের সুটকেসটা হাতে নিয়ে নিঃশব্দে বেরিয়ে এলো। একটু দুরেই রাজীব গাড়ী নিয়ে দাঁড়িয়ে আছে। দিয়াকে দেখেই সবে ধরানো সিগারেটটা মাটিতে ফেলে দিয়ে রাজীব দিয়ার হাতের সুটকেসটা পিছনের সিটে রেখে দিয়াকে সামনের সিটে বসিয়েই গাড়ীটা স্টার্ট দিয়ে তীরবেগে গাড়ী ছুটিয়ে এগিয়ে চলল।
দিয়া মাথা ঘুরিয়ে তাদের বাড়িটার দিকে এক পলক তাকাতেই দিয়ার বুকের ভেতরে কেমন একটা আনচান করে উঠল। না, এখন আর ভেঙ্গে পরলে চলবে না। অনেক ভেবে চিন্তেই দিয়া রাজীবের সাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছে।
গাড়ী ছুটে চলেছে। দার্জিলিং জেলার নকশাল-বাড়ীর সীমানা পেরিয়ে হাইওয়ে দিয়ে চলতে চলতে এই প্রথম রাজীব বলল কোন সমস্যা হয় নি তো দিয়া।
দিয়া - না।
রাজীব - যেভাবে বলেছিলাম সেইভাবে চিঠিটা লিখে এসেছ তো।
দিয়া - হু।
রাজীব - সিট বেল্টটা বেঁধে নিয়ে সিটটা একটু পিছনের দিকে পিছিয়ে দিয়ে আরাম করে বস।
দিয়া - আমি ঠিক আছি।
রাজীব - অনেকটা পথ যেতে হবে, একটু ঘুমনোর চেষ্টা কর লক্ষ্মীটি।
এই জন্যই দিয়ার রাজীবকে এতো ভাল লাগে, সব সময় দিয়ার যাতে কোনরকম কষ্ট না হয় সেই দিকে রাজীবের নজর। রাজীবের সাথে দিয়ার আলাপটা মাত্র এক মাসের। তার মধ্যেই রাজীবকে প্রথম দর্শনেই ভালোলাগা, তারপর ভালবাসা থেকে প্রেম আর শেষমেশ পালিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্তটা দিয়ার মতন রক্ষণশীল ঘরের মেয়ে শেষ পর্যন্ত নিয়েই ফেলল।
রাজীবের সাথে দিয়ার প্রথম দেখা দিয়ার এক বান্ধবীর দিদির বিয়েতে গিয়ে। দামী ব্লেজার পরিহিত হ্যান্ডসাম যুবক রাজীবের উপর শুধু দিয়ার নয় ওদের ক্লাসের সব বান্ধবীরই নজর পরেছিল। দিয়ার বান্ধবী ওর দাদার বন্ধু বলে রাজীবের সাথে দিয়া আর ওর সব বান্ধবীদের আলাপ করিয়ে দিয়েছিল।
তার তিনদিন পরেই দিয়ার সাথে রাজীবের হটাতই দেখা হয়েছিল একটা দোকানে, রাজীবই দিয়াকে দেখে এগিয়ে এসে কথা বলেছিল দিয়ার সাথে। তারপর রোজ টিউশনি থেকে ফেরার পথে বা টিউশনি কামাই করে চলতে থাকে রাজীবের সাথে প্রেম।
রাজীব জানায়, ওর বাড়ি পাটনায়, ওরা বড় ব্যবসায়ী, নকশাল বাড়িতে এসেছে মাস খানেকের জন্য। এখানে একটা বাংলো টাইপের বাড়ি ভাড়া নিয়ে একাই থাকে।
রাজীব যেদিন ওর বিদেশী গাড়ীতে করে প্রথম দিয়াকে ঘুরতে নিয়ে যায়, সেদিনই দিয়া মনে মনে ঠিক করে নেয় রাজীবকে ও বিয়ে করবে, কিন্তু বাড়ীতে জানাতে সাহস পায় না দিয়া।
দিয়ার বাবা মা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। দিয়া দরজার ফাঁক দিয়ে সেদিকে একবার দেখেই নিজের সুটকেসটা হাতে নিয়ে নিঃশব্দে বেরিয়ে এলো। একটু দুরেই রাজীব গাড়ী নিয়ে দাঁড়িয়ে আছে। দিয়াকে দেখেই সবে ধরানো সিগারেটটা মাটিতে ফেলে দিয়ে রাজীব দিয়ার হাতের সুটকেসটা পিছনের সিটে রেখে দিয়াকে সামনের সিটে বসিয়েই গাড়ীটা স্টার্ট দিয়ে তীরবেগে গাড়ী ছুটিয়ে এগিয়ে চলল।
দিয়া মাথা ঘুরিয়ে তাদের বাড়িটার দিকে এক পলক তাকাতেই দিয়ার বুকের ভেতরে কেমন একটা আনচান করে উঠল। না, এখন আর ভেঙ্গে পরলে চলবে না। অনেক ভেবে চিন্তেই দিয়া রাজীবের সাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছে।
গাড়ী ছুটে চলেছে। দার্জিলিং জেলার নকশাল-বাড়ীর সীমানা পেরিয়ে হাইওয়ে দিয়ে চলতে চলতে এই প্রথম রাজীব বলল কোন সমস্যা হয় নি তো দিয়া।
দিয়া - না।
রাজীব - যেভাবে বলেছিলাম সেইভাবে চিঠিটা লিখে এসেছ তো।
দিয়া - হু।
রাজীব - সিট বেল্টটা বেঁধে নিয়ে সিটটা একটু পিছনের দিকে পিছিয়ে দিয়ে আরাম করে বস।
দিয়া - আমি ঠিক আছি।
রাজীব - অনেকটা পথ যেতে হবে, একটু ঘুমনোর চেষ্টা কর লক্ষ্মীটি।
এই জন্যই দিয়ার রাজীবকে এতো ভাল লাগে, সব সময় দিয়ার যাতে কোনরকম কষ্ট না হয় সেই দিকে রাজীবের নজর। রাজীবের সাথে দিয়ার আলাপটা মাত্র এক মাসের। তার মধ্যেই রাজীবকে প্রথম দর্শনেই ভালোলাগা, তারপর ভালবাসা থেকে প্রেম আর শেষমেশ পালিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্তটা দিয়ার মতন রক্ষণশীল ঘরের মেয়ে শেষ পর্যন্ত নিয়েই ফেলল।
রাজীবের সাথে দিয়ার প্রথম দেখা দিয়ার এক বান্ধবীর দিদির বিয়েতে গিয়ে। দামী ব্লেজার পরিহিত হ্যান্ডসাম যুবক রাজীবের উপর শুধু দিয়ার নয় ওদের ক্লাসের সব বান্ধবীরই নজর পরেছিল। দিয়ার বান্ধবী ওর দাদার বন্ধু বলে রাজীবের সাথে দিয়া আর ওর সব বান্ধবীদের আলাপ করিয়ে দিয়েছিল।
তার তিনদিন পরেই দিয়ার সাথে রাজীবের হটাতই দেখা হয়েছিল একটা দোকানে, রাজীবই দিয়াকে দেখে এগিয়ে এসে কথা বলেছিল দিয়ার সাথে। তারপর রোজ টিউশনি থেকে ফেরার পথে বা টিউশনি কামাই করে চলতে থাকে রাজীবের সাথে প্রেম।
রাজীব জানায়, ওর বাড়ি পাটনায়, ওরা বড় ব্যবসায়ী, নকশাল বাড়িতে এসেছে মাস খানেকের জন্য। এখানে একটা বাংলো টাইপের বাড়ি ভাড়া নিয়ে একাই থাকে।
রাজীব যেদিন ওর বিদেশী গাড়ীতে করে প্রথম দিয়াকে ঘুরতে নিয়ে যায়, সেদিনই দিয়া মনে মনে ঠিক করে নেয় রাজীবকে ও বিয়ে করবে, কিন্তু বাড়ীতে জানাতে সাহস পায় না দিয়া।