28-07-2021, 04:32 PM
(This post was last modified: 28-07-2021, 04:41 PM by Bumba_1. Edited 3 times in total. Edited 3 times in total.)
(28-07-2021, 04:26 PM)Sanjay Sen Wrote: তোমার লেখার মান নিয়ে তো বলার কিছু নেই। as usual আরেকটা সেরা লেখা উপহার দিলে। এইসব লেখার ক্ষেত্রে তোমার জুড়ি মেলা ভার।
তবে গল্পটির নামকরণ মেঘ ও রৌদ্র দিলে আরো ভালো হতো।
by the way ''উল্টাপাল্টা বকছি'' এই কথা বলে আসল কথাটা বলে দাও always
মেঘ ও রৌদ্র এই নামটাই মাথায় এসেছিল সর্বপ্রথম। কিন্তু বিশ্ববিখ্যাত কবি যে নাম ব্যবহার করেছে সেটি ব্যবহার করতে স্পর্ধায় কুলালো না।
আমার কাছে বা তোমার কাছে বা অন্যের কাছে যেটা আসল কথা বাকিদের কাছে সেটা অযৌক্তিক মনে হতেই পারে .. তাই আগে থেকেই উল্টোপাল্টা বকি এইরকম একটা ঢাল ব্যবহার করে নি।