28-07-2021, 02:35 PM
(15-07-2021, 12:56 PM)Lekhak is back Wrote: রাহুল বলল, ‘মেয়ের বাড়ীর লোক বলেছিল বউকে ব্যবসার পার্টনার করে নিতে হবে। আমি রাজী হইনি। বোঝো তো সব। প্রথমেই তারা নিজের স্বার্থটাকে বড় করে দেখতে চায়। মেয়ে ঘর করা শুরু করল না, আগেই তাকে ব্যবসার অংশীদার করতে হবে। এ কেমন কথা বলো?’ আগে সে আমাকে ভালবাসুক, ঘর করুক। স্বামীর চাহিদাটা বুঝুক। তবে তো আমি তাকে সব লিখে দেবো। এমনি তে তো কিছু হয় না। রাহুল চ্যাটার্জ্জীকে এসব কখনও সেখাতে হয় না।
রাহুল চ্যাটার্জির মতন পুরুষেরা বড় মাল্টিন্যাশানালে সুবিধে করতে পারবে না বলেই মনে হয়। পরের দিনই বরখাস্ত হবে।