28-07-2021, 11:15 AM
(11-05-2020, 12:02 PM)kumdev Wrote:
আমি দোলনচাঁপা সরকার। আজ আমার বয়স এখন পাঁচের ঘর পেরিয়ে বার্দ্ধক্যের পথে।আজ আমি যৌবনাতিক্রান্ত একদিন আমারও রূপ ছিল, ভরা যৌবন ছিল,মধু ছিল মৌচাকে,মৌমাছির আনাগোনা ছিল।আজ আমি বড় একা,আমার নিজের ছেলে থাকলেও অনেকদুরে।সহায় সম্বলহীন পুরানো স্মৃতির জাবর কাটতে কাটতে একদিন জীর্ণ বৃন্ত চাঁপা ফুলের মত খসে পড়বে এ জীবন।
পড়া শুরু করলাম। নারীর বাচনে লেখার লেখক দেখিনা। তাই আপনার প্রচেষ্টার জন্যে প্রথমেই ধন্যবাদ জানাই।