28-07-2021, 09:43 AM
গোপাল বাবু বিধস্ত হয়ে মীর পুরে ফিরে গেছেন দুপুরেই ৷ প্রতিমা চরম প্রশান্তিতে ফিরে গেলেন বাবার সাথে ৷প্রতিমা কে খুশি দেখে গপাল বাবু অনেক সস্তি পেয়েছেন। সন্ধ্যে বেলা সুশিল তার সদ্যবিবাহিতা স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যাবে ৷
এই ঘটনার বিন্দুমাত্র পদ্মা জানে না ৷ আজ সে খুশি তার দিদি তার সংসার ফিরে পেয়েছে ৷ মিরপুরের আকাশে বাতাসে বিষন্নতার কোনো নাম গন্ধ নেই ৷ বিফল কে দোষ দেওয়া যায় কিনা সমাজ তা জানে না ৷ প্রতিমার সুখের সংসার বসবেই ৷ এমন অনেক গোপাল নস্কর তার মেয়েদের সংসার বসিয়েছেন বধহয়।
সপ্তাহান্তের সন্ধার অন্ধকারে মিরপুরের চৌ রাস্তায় ঘন কুয়াশার মত জটলা থাকে ৷ এক দল কিশোর ছেলেরা জটলা করছে ৷ বিকেলের ভারী বাতাসেওপাখিরা ফুর ফুর করে উড়ে যাচ্ছে ৷ হালকা সিদুর মেঘে কথাও কান্নার রোল নেই ৷
শান্ত স্নিগ্ধ ঘাটের জলে এক অদ্ভূত শান্তি ৷ আজ বাচ্ছারা খেলায় কোনো গোলমাল করছে না ৷ সবার কৌতুহল চোখে একটাই প্রশ্ন " গোপাল নস্করের মত লোক শেষে গলায় দড়ি দিল ?"
(শেষ)
এই ঘটনার বিন্দুমাত্র পদ্মা জানে না ৷ আজ সে খুশি তার দিদি তার সংসার ফিরে পেয়েছে ৷ মিরপুরের আকাশে বাতাসে বিষন্নতার কোনো নাম গন্ধ নেই ৷ বিফল কে দোষ দেওয়া যায় কিনা সমাজ তা জানে না ৷ প্রতিমার সুখের সংসার বসবেই ৷ এমন অনেক গোপাল নস্কর তার মেয়েদের সংসার বসিয়েছেন বধহয়।
সপ্তাহান্তের সন্ধার অন্ধকারে মিরপুরের চৌ রাস্তায় ঘন কুয়াশার মত জটলা থাকে ৷ এক দল কিশোর ছেলেরা জটলা করছে ৷ বিকেলের ভারী বাতাসেওপাখিরা ফুর ফুর করে উড়ে যাচ্ছে ৷ হালকা সিদুর মেঘে কথাও কান্নার রোল নেই ৷
শান্ত স্নিগ্ধ ঘাটের জলে এক অদ্ভূত শান্তি ৷ আজ বাচ্ছারা খেলায় কোনো গোলমাল করছে না ৷ সবার কৌতুহল চোখে একটাই প্রশ্ন " গোপাল নস্করের মত লোক শেষে গলায় দড়ি দিল ?"
(শেষ)