27-07-2021, 05:02 PM
(This post was last modified: 27-07-2021, 05:02 PM by ddey333. Edited 1 time in total. Edited 1 time in total.)
আরেকটু এগোলাম
সেবারে আমরা আরাকু – ভাইজাগ যাচ্ছিলাম, তবে অন্যান্য বারের মত বর্ধমান থেকে ট্রেন না ধরে আমার শ্বশুরবাড়ি মালদা থেকে মুজফফরপুর – যশবন্তপুর এক্সপ্রেস এ উঠেছিলাম। ট্রেন প্রায় তিন ঘণ্টা লেট ছিল। বেশীরভাগ ক্ষেত্রে আমরা দুই বার্থ এর কূপ এ সীট পেলেও সেবারে স্টেশনে এসে দেখলাম আমাদের সীট চার বার্থ এর কূপ এ পড়েছে। আরক্ষণ তালিকায় দেখলাম আমাদের কূপ এ আমরা ছাড়া আর দুজন লোকের সীট পড়েছে যাদের বয়স দেওয়া ছিল ৫৩ ও ৫১। একজন ছিল এস খান আর আরেকজন আর মিশ্র, আর দুজনেরই দেখলাম রিজার্ভেশন রায়েছে বারাউনি থেকে CHE নামের একটা স্টেশন পর্যন্ত। আমি প্রথমে একটু বিরক্ত হলাম এই ভেবে যে এতটা পথ বউকে নিয়ে দুদুটো অবাঙালী লোকের সঙ্গে যেতে হবে। কিন্তু আবার এটা ভেবে আস্বস্ত হলাম যে লোক দুটো বেশ বয়স্ক, ফলে আমার বউ এর প্রতি আকৃষ্ট হবেনা আর বউও অসস্তিতে পড়বেনা। আমি সেই সময় ভাবতেও পারিনি যে আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আমার দুটো ধারণাই ভুল প্রমাণিত হবে আর আমার বউয়ের প্রকৃতিও আমূল বদলে যাবে।
সেবারে আমরা আরাকু – ভাইজাগ যাচ্ছিলাম, তবে অন্যান্য বারের মত বর্ধমান থেকে ট্রেন না ধরে আমার শ্বশুরবাড়ি মালদা থেকে মুজফফরপুর – যশবন্তপুর এক্সপ্রেস এ উঠেছিলাম। ট্রেন প্রায় তিন ঘণ্টা লেট ছিল। বেশীরভাগ ক্ষেত্রে আমরা দুই বার্থ এর কূপ এ সীট পেলেও সেবারে স্টেশনে এসে দেখলাম আমাদের সীট চার বার্থ এর কূপ এ পড়েছে। আরক্ষণ তালিকায় দেখলাম আমাদের কূপ এ আমরা ছাড়া আর দুজন লোকের সীট পড়েছে যাদের বয়স দেওয়া ছিল ৫৩ ও ৫১। একজন ছিল এস খান আর আরেকজন আর মিশ্র, আর দুজনেরই দেখলাম রিজার্ভেশন রায়েছে বারাউনি থেকে CHE নামের একটা স্টেশন পর্যন্ত। আমি প্রথমে একটু বিরক্ত হলাম এই ভেবে যে এতটা পথ বউকে নিয়ে দুদুটো অবাঙালী লোকের সঙ্গে যেতে হবে। কিন্তু আবার এটা ভেবে আস্বস্ত হলাম যে লোক দুটো বেশ বয়স্ক, ফলে আমার বউ এর প্রতি আকৃষ্ট হবেনা আর বউও অসস্তিতে পড়বেনা। আমি সেই সময় ভাবতেও পারিনি যে আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আমার দুটো ধারণাই ভুল প্রমাণিত হবে আর আমার বউয়ের প্রকৃতিও আমূল বদলে যাবে।