27-07-2021, 01:42 PM
- কিরে বাড়ি যাসনি? এখানে থাকা ঠিক না। পুলিশে তুলে নিয়ে যেতে পারে” ... চোখ দিয়ে টপটপ করে দু ফোঁটা জল পড়েছিল সেদিন। এই জন্য নয় যে ওর কোথাও জাবার জায়গা নেই। এই জন্য যে ওকে সব থেকে ভাল বাস্ত বাড়িতে সেই মা আর নেই। - হুম্ম বুঝেছি। চল তোর এই বন্ধু তো আছে? বাস শিবার ঠিকানা হাসানের ছোট্ট এক চিলতে বারান্দায় হয়ে গেল। খাবার পয়সাও ছিল না। ওই লড়াই এর আসরে দালালি করে যা দু পয়সা হত কোন রকমে চলে যেত। কিন্তু শিবার লক্ষ্য ছিল লড়াই এর দিকে। কিন্তু এমন একদিন এলো যেদিন শিবার জিবনের মোড় টাই ঘুরে গেল উলটো দিকে। সেদিন প্রতিপক্ষ না আসার কারনে মুস্তাফা একাই রিঙে বিভিন্ন রকম কলা প্রদর্শন করছিল। সহসা একটা গুঞ্জন উঠল যে মুস্তাফার সামনে যত মিনিট থাকবে তত একশ টাকার নোট পাবে। কিছু অপেশাদার ছেলে গেল রিং এ কিন্তু খুব বেশি হলে এক দু মিনিট টিকতে পারল। কি মনে হতে শিবা ঢুকে পড়ল রিং এর ভিতরে। যখন লোহার শক্ত গেট টা বন্ধ হয়ে গেছে তখন হাসান দেখতে পেল টার প্রিয় বন্ধু রিঙ্গের ভিতরে ঢুকে পড়েছে।ও শিবার নাম ধরে জোরে জোরে ডাকতে ডাকতে খাঁচা টা যেন ভেঙ্গে শিবা বের করে আনবে এই ভাবে দু চোখে জল নিয়ে ঝাকাতে লাগলো। “ শিবা নাআআআআআআআআআআআআআআ”