27-07-2021, 01:01 PM
কলেজের বাচ্ছা বা গরিব দের থেকে মইন মিয়া পারের পইসা চায় না ৷ কিন্তু গায়ের মাতব্বর আর ব্যবসাদার দের মইন মিয়া ছাড়ে না ৷ পারাপারের জন্য সিরাজুল আছে মইন মিয়া না থাকলে কখনো সখনো সেই খেয়া বায় ৷ তার এই কাজে মন নেই ৷ বিজ্পুরের বিজলি কে কে না চেনে ৷ সে যাত্রা দলে এক দু বার অভিনয় করেছে ৷ মা বাপ নেই মেয়েটার ৷ তাই ছোটো থেকেই বখে গেছে একটু ৷ বিজলি সত্যি বিজলি ৷ তার শরীরের খাজে অনেক বিজলি জমা আছে ৷ সিরাজুল অনেক দিন থেকেই বিজলীর পিছনে পরে রয়েছে ৷ বিজলি কে সে বিয়ে করবে ৷ বিজলীর কাকা র কাছেই থাকে বিজলি ৷ বিজলীর কাকা রহিম চাচা বিজ্পুরের চোলাইয়ের ব্যবসাদার ৷ অনেক বার পুলিশ ওকে তুলে নিয়ে গেছে চোলাই বিক্রি করার জন্য ৷ রহিম চাচার কাছে যারা আসে তারা সবাই গ্রামের ব্যবসাদার ৷ সারা দিন পরিশ্রম করে দু গ্লাস চোলাই খেয়ে বাড়ি চলে যায় হাট ভাঙলে ৷ ঠিকুরির হাট খুব বড় হাট ৷ শুক্রবার সকাল বেলা থেকে সন্ধ্যে পর্যন্ত হাজার দুয়েক লোক কেনা কাটা করে ৷ আর ঠিকুরির হাট নবাবগঞ্জের আর বিজ্পুরের এক মাত্র বড় বাজার ৷
রহিম চাচা সিরাজুল কে দু চোখে দেখতে পারেন না ৷ আগের বর্ষায় ৫০০০ টাকা দেবে কথা দিয়েও দিতে পারে নি ৷ তাই বিজলি কে সিরাজুলের হাথে তুলে দেবে না রহিম চাচা ৷ রহিম চাচা এর আগে বিজলি কে কলকেতার কোনো বাবুকে বেচে দিয়েছিল কিন্তু বিজলি সেখান থেকে ভেগে গেছে ৷ আর বিজলি এখন সিয়ানি, তাই বেশি জোর জার করলে ফল ভালো হবে না রহিম চাচা জানে ৷ রহিম চাচা সুধু মইন মিয়াকেই ভয় পায় ৷ আর মইন মিয়া বিজলি কে বেগম বলে ডাকে ৷ নিজের মেয়ের মতি ভালো বসে বিজলি কে ৷
রহিম চাচা সিরাজুল কে দু চোখে দেখতে পারেন না ৷ আগের বর্ষায় ৫০০০ টাকা দেবে কথা দিয়েও দিতে পারে নি ৷ তাই বিজলি কে সিরাজুলের হাথে তুলে দেবে না রহিম চাচা ৷ রহিম চাচা এর আগে বিজলি কে কলকেতার কোনো বাবুকে বেচে দিয়েছিল কিন্তু বিজলি সেখান থেকে ভেগে গেছে ৷ আর বিজলি এখন সিয়ানি, তাই বেশি জোর জার করলে ফল ভালো হবে না রহিম চাচা জানে ৷ রহিম চাচা সুধু মইন মিয়াকেই ভয় পায় ৷ আর মইন মিয়া বিজলি কে বেগম বলে ডাকে ৷ নিজের মেয়ের মতি ভালো বসে বিজলি কে ৷