27-07-2021, 12:44 PM
কাল রাতে প্রদীপ খুব কষ্ট দিয়েছে তাই না " বলেইফেলে জগদীশ ! থাকতে পারে না কেমন যেন মায়া পড়ে গেছে ৷ সন্ধ্যা রা করে না ! এটা যে তার কপাল সে টা জানে ৷ ওহ কিছু না ঠাকুরপো আমি গরম ভাত মাছের ঝোল রেঁধেছি খেয়ে যাও আর হ্যা নাইতে যাবার আগে আঙ্গনে রাখা কাঠ দুটো চিরে দেবে ভাই ?" সন্ধ্যা জগদীশের দিকে তাকাতে পারে না ৷ মুখের ঘোমটা টেনে রান্না ঘরের দরকার আড়ালে দাঁড়িয়ে দীর্ঘ নিশ্বাস ফেলে ৷ জগদীশের হাথের পেশী গুলো ইস্পাতের মত চকচক করে ৷ দু মিনিটেই কাঠের লগ গুলো কেটে ফেলে জগদীশ ৷ সন্ধ্যার দিকে তাকিয়ে চোওয়াল শক্ত করে নিজের উজার করা পৌরুস্বত্ত ছুড়ে দেয় সে ৷ জানে এ অন্যায় ৷ কিন্তু এ কোনো বাসনা নয় ৷ দূর থেকে দোতলার দালানে বসে যোগেশ্বর হুকোয় টান মারেন বিসন্ন হয়ে ৷ আজ ঘরে অনেক টাকা এসেছে ৷ জেলেরা মাছ নিয়ে ভেরি থেকে বাজারে চলে গেছে ৷ মাছের দাম দরুন প্রায় হাজার ৫০ টাকা দিয়ে গেছে জগদীশ কে ৷ এত টাকা আগে পান নি ভেরি থেকে যোগেশ্বর , সেটা সুধু জগদীশের সৎ চেষ্টা আর পরিশ্রমের ফল ৷ কিন্তু আজকে বিকেল যেন অন্ধকার অন্ধকার ৷ চায়ে চুমুক দিয়ে জগদীশ সন্ধ্যার দিকে ফিরে তাকায় ৷ ' কি হয়েছে তোমার ঠাকুরপো , কি দেখছ এমন করে !" জগদীশ উত্তর দেয় না ৷ আরো কাছে গিয়ে নেবু তেলের গন্ধ শুকে সন্দ্যার চুল থেকে ৷ সন্ধ্যার শরীর কেঁপে ওঠে ৷ " চল যাবে অনেক দূর অনেক অনেক দূর !" জগদীশ কানে ফিস ফিস করে ৷ সন্ধ্যা আরষ্ট হয়ে জগদীশের সুঠাম বুকে মুখ গুঁজে ডুকরে ওঠে ৷ এ অত্যাচারের ভাষা হয় না ৷ আর ভালবাসার পরশ পেয়ে খাঁটি সোনা আগুন ছাড়াই গলে যায় ৷