26-07-2021, 12:19 PM
(19-07-2021, 11:10 PM)satyakam Wrote: আপনি নারী দের একটু সম্মান করেন দেখেছি আপনার কমেন্ট পড়ে। আমি অতোটা করতে পারি না। জানি না কেন
আপনি খুব ভালো একজন স্বামী হবেন ❤❤❤
একটা কথা কি জানো... আমরা পুরুষরা নানাসময় পরিস্থিতি অনুযায়ী নারীকে সেই দৃষ্টিতে দেখি অনেক সময়. এই যেমন লোভে পাপ লিখছি... সেখানে নারীকে অন্য দৃষ্টিতে সবাই দেখছে আমিও তাই... কিন্তু যেই আমার একলা আকাশ এর গল্প লিখছি তখন নারীর থেকে বড়ো শক্তি আর কিছু হতে পারেনা সেটাই ভাবছি.. আবার পবিত্র বন্ধুত্ব আসলে কেমন হওয়া উচিত সেটা জানছি ওই বন্ধু পড়ে... শুধু আমার গল্প কেন? প্রত্যেক রোমান্টিক গল্পেই যেখানে ভালোবাসা সবার আগে স্থান পেয়েছে সেখানে নারী এক আলাদাই মর্যাদা পায়.