26-07-2021, 12:08 PM
(29-04-2020, 08:40 PM)kumdev Wrote: বিচিত্র ফাঁদ পাতা এ ভুবনে/চব্বিশ
অপটু হাতে লেখা।
"বাবা বাচ্চু,তুমি আমারে যে সুখ শান্তি ভালবাসা দিছো পেটের সন্তানও তা দেয় না।অনেক ভোগ করেছি এইবার তা শেষ হলি ভাল হয়।না হলি সবাই আমারে স্বার্থপর বলবে।যতদিন বেচে ছিলাম তুমারে আগলে আগলে রেখেছি এখন তার দরকার হবে না।সুরভি খুব ভাল মেয়ে তার উপর আমার কোন রাগ নাই।তুমরা দুজনে সুখে ঘর কন্না করো তাহলি আমি সুখি হব।উকিলবাবুর কাছে সব বলা আছে,
তার সাথে যোগাযোগ করো।আমি যা করলাম জেনে বুঝে নিজের ইচ্ছেতে করেছি।
তুমার পরীমা।
পুঃ চান্দুমণির ভরণ পোষণের জন্য কিছু দিও।
মাও এইভাবে মারা গেছিলেন,অঞ্জন চিঠি হাতে স্তম্ভিত বসে থাকে।
০।।সমাপ্ত।।০
পড়লাম। হৃদয় ভারাক্রান্ত হল। নারী ভালবেসে কি অত্মদহন-ই করবে কেবল! নারী তার ভালবাসায় ফলেফুলে সমৃদ্ধ হতে চায় বারবার। ফলগাছটির মত। ফলন্ত গাছই পৃথিবীর ভবিষ্যত।