26-07-2021, 11:50 AM
(23-07-2021, 07:31 AM)satyakam Wrote:
Update 4
সুচিত্রার দুরন্তপনার জন্য মা বাবার কাছে বকা খাওয়া একটা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। এখন সেই স্বাভাবিক ঘটনা আর তেমন ঘটেনা । কারন সুচিকে বকলেই বীণাপাণি দেবী তাকে আড়াল করেন বা তার পক্ষ্য নেন।
এইতো এইবারের বর্ষার ঘটনা । সকাল সকাল বাদশা , সুচি আর আকাশ মিলে লুকোচুরি খেলছে । দুটো ফ্ল্যাট হয়েছে এদের লুকানোর জায়গা। সবাই লুকিয়েছে আর সুচি হয়েছে চোর। ঠিক সকাল আটটা বেজে চোদ্দো মিনিট নাগাদ আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো । জানলা দিয়ে বৃষ্টি দেখেই সুচির চোখ খুশীতে জ্বলজ্বল করে উঠলো। আকাশ নিজেদের ঘরের দরজার পর্দার পিছনে লুকিয়ে ছিল। সেখান থেকে সুচি আকাশকে খুঁজে আস্তে আস্তে বললো “ বৃষ্টিতে খেলবি ? „ তার চোখে মুখে উত্তেজনার ছাপ স্পষ্ট ।
সুচেতা দেবী আর স্নেহা দেবী দুজনেই রান্নাঘর থেকে সুচি আকাশের বৃষ্টির মধ্যে লাফালাফি দেখতে পেলেন । আসলে বিল্ডিং টা এমন ভাবে দাঁড়িয়ে আছে যে প্রত্যেকটা ফ্ল্যাটের রান্নাঘর থেকে খেলার মাঠ দেখা যায়।
দেখা মাত্রই সুচির মা রেগে অগ্নিশর্মা হয়ে উঠলেন। একটা ছাতা নিয়ে প্রায় দৌড়েই সিঁড়ি ভেঙে নিচে
তিনি তার জীবনে অনেক মেয়ে দেখেছেন। কিন্তু বিশেষ একজনের সামনেই কোন মেয়েকে এইধরনের আচরণ করতে কখনো দেখেননি। তাই তিনি বুঝলেনও না যে এই ঘটনা তো সবে শুরু। আসল কুরুক্ষেত্র এখনও বাকি।
মিষ্টি আবেগে ভরিয়ে দিয়েছেন। আবারই মনে পড়ে গেল ৪০-৫০ অব্দের সাহিত্যের কথা। সাদা কালো সিনেমার কথা।