26-07-2021, 12:13 AM
ঠিক সকাল সাড়ে আটটার সময় আচমকাই ঘুমটা ভেঙে গেল শান্তুনুর। মাথার কাছে মোবাইলটা বাজছে। হাতে নিয়ে দেখল রাধিকা ফোন করেছে ওকে। হোটেলর দুধসাদা বিছানায় শায়িত শান্তুনু। উলঙ্গ। ওর পাশে শুয়ে সেই মডেল তনুজা। সেও উলঙ্গ। শান্তুনুর বুকে মাথা রেখে শুয়েছিল তনুজা। শান্তুনু একহাতে ওকে জড়িয়ে আর একহাতে রাধিকার ফোনটা রিসিভ করল, বলল, ‘ইয়েশ ডারলিং। শান্তুনু ইজ হেয়ার। ক্যায়া নিদ নেহী আয়ি রাতকো?’
রাধিকা বলল, ‘কাহা হো তুম? কালসে ইতনাবার ট্রাই কিয়া। ফোন নেহী লাগরাহা থা। পড়েশান হো গিয়া ম্যায়।’
শান্তুনু বলল, ‘খুশ রহো ডারলিং। ম্যায় হু না? আভি ম্যায় মুম্বাই সে বাহার হু। তুমকো বোলাথা না ম্যায়, কলকাতা জানে কি প্রোগ্রাম হ্যায়। ইসলিয়ে ফোন নেহী মিলা হোগা।’
রাধিকা বলল, ‘তুম কলকাতা পৌঁউচ গ্যায়ে ক্যায়া?’
শান্তুনু বলল, ‘হাঁ। কালই তো আয়া হু।’
-’কব লটৌগে?’
- তিনচারদিন অউর লাগে গা ডারলিং। মেরা এক দোস্ত হ্যায় ইহা পর। রাহুল। বড়া বিজনেস ম্যান। উসসে মুলাকাত হোগী। কুছ কাম খতম করনে কি বাদ লউট জাউঙ্গা ফির।’
শান্তুনু কাছে নেই বলে রাধিকার যেন কিছুই ভাল লাগছে না। মন খুব উদাস। বিষন্নভাবেই বলল, ‘একদিন জব ম্যায় মরজাউঙ্গা, তব তুমকো পাত্তা লাগেগা, রাধিকা ক্যায়া থি তুমহারে লিয়ে।’
শান্তুনু হেসে ফেলল। ওকে বলল, ক্যায়া বাচ্চো য্যায়সী বাতে কর রহে হো। শান্তুনু তুমকো মরনে দেগা থোড়ীই। আরে অভি তো বহুত কুছ বাকী হ্যায় ইয়ার। ঘর বসানা হ্যায়, বাচ্চে পয়দা করনা হ্যায়, তুমকো হিরোয়িন বনানা হ্যায়। কিসিকো দিয়া হুয়া ওয়াদা কভি ভুলতা নেহী হ্যায় শান্তুনু। স্রিফ তুমহারা ও যো মরদ হ্যায় না? মোটা পেট ওয়ালা। উসকো ছোড়নে কা কাম তুমহারা। বাকী তুম মেরে হাল পে ছোড় দো। আর ডোন্ট ক্রাই মাই বেবী। ইউ নো, হাম কিতনা প্যায় করতে হ্যায় তুমুকো। লাভ ইউ ভেরী মাচ। উম্ম উম্ম উন্ম উম্ম অউর উম্ম।
তনুজা বলে ওই মেয়েটা শান্তুনুর বুকের ওপর থেকে মাথা তুলে দেখছে, শান্তুনু মোবাইলে চুমু খাচ্ছে। ওকে বলল, কউন থা এ?
শান্তুনু ওকে ইশারা করল। ‘চুপ চুপ চুপ। নেহী তো জান জায়েগী ও।’ বলেই ফোনটা তারপরে অফ করে দিল।
একটু বেশ রেগে গেছে ওই তনুজা বলে মেয়েটার ওপর। ওকে বলল, ‘জব ম্যায় বাত করতা হু কিসিসে, বোলাথা না ম্যায়? বীচমে টাঙ্গ মত আড়ানা।’মেয়েটা হিন্দী ভাষী হলেও মোটামুটি বাংলা জানে। ভাঙা ভাঙা বাংলায় শান্তুনু কে বলল, ‘তো কি করব বলছ বলোতো? চুপ করে থাকব কি? এটা কে আছে তোমার?’
শান্তুনু বলল, ‘জান কর ক্যায়া করেগী তু? হা বোল?’
মেয়েটা বলল, ‘কিচ্ছু করব না। চুপ করে থাকব। তাই তো?’
শান্তুনু বলল, ‘হ্যাঁ। চুপ করে থাকবি। বেশি ফটর ফটর করবি না। দেখছিস না কথা বলছি। বীচমে কেন কথা বলতে গেলি তুই? ও যদি বুঝে যেত?’
মেয়েটা বলল, ‘ইসকো ভী ফিল্মমে চান্স দেনেকা ওয়াদা কিয়া থা ক্যায়া?’
শান্তুনু বলল, ‘কিয়া, তো?’
মেয়েটা কোন কথা বলছে না আর। উঠে বসে মুখ নিচু করে নিয়েছে। শান্তুনু বলল, ‘দিমাক মত খারাপ কর। তুঝসে যো ম্যায়নে কহা। ও করুঙ্গা। কিসসে মেরা পেহেলে বাত হুয়া, কউন হিরোয়িন বনেগী ইয়া নেহী বনেগী। ইসসে তেরা মতলব?’
মেয়েটা বলল, ‘তুমি সবাইকে ঝুট কথা বলছ। একেও বলেছো, আমাকেও বললে। তুমি খুব গাদ্দার আছো।’
শান্তুনু ওকে রেগে বলল, ‘মুখ সামাহালকার বাত কর রেন্ডী। বহুত বোলনে লাগি তু। দোদিন ঘুমায়া না? ঘুমায়া ফিরায়া, পয়সা ভি দিয়া। আপনে অকলপর বাত কর। উঁচি আওয়াজ নেহী।’
মেয়েটা বলল, ‘সব এমনি এমনি হয়েছে না? আমার শরীরটা যে দিলাম। গা গরম করলে। ওটার ব্যাপারে তুমি তো কিছু বলবে না। তাই না? কেমন লোক আছো গো তুমি? সব মর্দ এক জ্যায়সা হোতা হ্যায়।’
শান্তুনু এবার একটু নরম হয়ে গেল। ওকে বলল, কাহে পড়েশান হোতী হ্যায়? আরে এ লড়কী ওয়েসা নেহী হ্যায়। যো তু সমঝতী হ্যায়। ইয়ে মনোজ শর্মা কি বিবি হ্যায়। বিজনেস ম্যান মনোজ শর্মা কি বিবি। ইসকে পতি কে পাস যো পয়সা হ্যায় ও তেরে পাস ভি নেহী অউর মেরে পাস ভী নেহী। অগর মেরে জাগা তু হোতা, খুশ রাখ পায়েগী উসকো? হাত সে নিকল গিয়া তো সব বরবাদ। পিকচার মে পয়সা কউন ইনভেস্ট করেগা? তেরা বাপ?’
তনুজা বলে মেয়েটা এবার একটু আপসেট হয়ে গেল। শান্তুনুকে বলল, ‘ছোড় দো মুঝকো। ম্যায় যাতী হু।’
শান্তুনু এবার ওকে আটকানোর চেষ্টা করল। - ‘রুখ রুখ রুখ। কাহা চলি?’