25-07-2021, 11:52 PM
এত সুন্দর, ফুলের মতন একটা বাগান। বাগানটাকে যত্ন করবার মতন একটা মালীর সত্যি দরকার ছিল। বাগানের মালী হয়ে বিদিশার বুকের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি। আমার ঠোঁটের এক একটা স্পর্ষ যেন বিদিশার বুকে আগুন জ্বেলে দিচ্ছিল। আমার মাথাটা পাগলের মতন হাত দিয়ে জড়িয়ে ধরে বিদিশা বলল, হা ভগবান, এখন আমি কি করি?
আমার আরও কাছে এসে বুকদুটোকে আমার মুখের সামনে বাড়িয়ে দিয়ে বিদিশা বলল, এই যে মালী মহাশয়, দেখি কেমন বাগানটাকে সুন্দর করে সাজাতে পারো? বাগানের যা বেহাল দশা হয়েছে। যত্ন না পেলে বাগান যে অকালে ঝরে যাবে। ফুলের মিষ্টি গন্ধ কি করে শুঁকবে তখন? নাও আজ থেকে তোমার যত্ন নেওয়া শুরু।
বুক থেকে মুখ তুলে সটান ওর ঠোঁটে দম ফাটানো একটা চুমু খেলাম। বিদিশাকে বললাম, আজ সারা রাত এই বাগানটায় আমি চাষ করবো। এত সুন্দর ফুলের বাগান। ফুল গুলো যত্ন না পেয়ে পেয়ে শুকিয়ে গেছে। এগুলো আবার সজীব করে তুলতে হবে না? নইলে মালী যে দূঃখ পাবে।
- এই তুমি কিন্তু পুরোপুরি এখনও সুস্থ নও, সেটা খেয়াল রেখো।
আমি বললাম, সারাদিনে আমি কতটা ইমপ্রুভ করেছি, সেটা দেখে বুঝতে পারছো না? আমার রোগ তো এমনিই সেরে গেছে তোমাকে পেয়ে।
বিদিশা বলল, ঠিক আছে, ঠিক আছে এবার বাকীটুকু তুমি খেয়ে নাও। আমি খাইয়ে দিচ্ছি হাঁ করো।
অবশিষ্ট অল্প কিছু মুড়ি জল বিদিশা চামচে করে আমাকে খাইয়ে দিল। শাড়ীর আঁচল সরে গিয়ে বিদিশার বুকের ওপর এখন কোন আড়াল নেই। আমি এক দৃষ্টে ওর বুকের দিকে তাকিয়ে ছিলাম। বিদিশা বলল, কি দেখছো?
আমি বললাম, বিশ্বকর্মার অপরূপ সৃষ্টিটাকে দেখছি, কি সুন্দর নিজের হাতে বানিয়েছে তোমাকে।
- যাহ্ খালি ফাজলামী মারে তখন থেকে।
বিদিশা তোমার মধ্যে কি আছে, তুমি নিজেই জানো না।
- কি আর আছে? বুক তো সব মেয়েদেরই থাকে। এ আর এমন কি?
আমি বললাম, দূর আমি কি শুধু বুকের কথাই বলছি না কি? মেয়েদের ঐশ্বর্য ভান্ডারে কত কি যে আছে, মণি মুক্ত, একবার নাগাল পেলেই ভালবাসার মানুষ পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি।
- কিন্তু মহাশয়ের যে চোখটা আটকে গেছে এক জায়গায়। সেটা তো আমি সামনে থেকে বসে বুঝতেই পারছি।
আমি চোখটা একটু সরাবার চেষ্টা করছিলাম। বিদিশা বলল, থাক থাক, আর লজ্জ্বা পেতে হবে না। আমি জানি, আমার দেবের এখন কোন জায়গাটায় বেশি নজর পড়েছে।
আমি হাঁ করে বসে রয়েছি। বিদিশা বলল, এ বাবা? বাগানের মালী হঠাৎ চুপসে গেল কেন? আমার বুক বুঝি এখন আর পছন্দ হচ্ছে না?
মাথাটা নিচু করে নিলাম। বিদিশা বলল, কি হলো দেব? কিছু কি চিন্তা করছো?
উত্তর দিচ্ছি না দেখে বিদিশা বলল, রাগ হয়েছে আমার ওপর? আমি তো মজা করছিলাম।
মুখ তুলে বললাম, কোনদিন আমাকে দেখে তোমার মনে হয়েছে? শুধু তোমার শরীরটাকেই ভালবেসেছি তোমাকে নয়?
- কেন? কোনদিন কি বলেছি সেই কথা?
জানো? একটা কথা আমি খুব ভাবতাম।
- কি ভাবতে?
এই একদিন তোমার আমার বিয়ে হবে। তোমাকে খুব যত্ন করে রাখবো আমি। বাবা মায়ের আদুরে মেয়ে তুমি। বাড়ীর কোন কাজ কর্মই করতে দেবো না। তারজন্য মাইনে করা লোক থাকবে। তুমি শুধু পায়ের ওপর পা তুলে বসে খাবে। আমার ঘরনী হবে রাজরানী।
- বাহ্ কি সুন্দর। আমি সারাদিন শুয়ে বসে থাকবো। তারপর দেখতে দেখতে মুটিয়ে যাবো। একটা বিশ্রি কিম্ভূতকি মার্কা চেহারা হবে আমার। আমার পতিদেব তখন আমার দিকে আর তাকাবেই না। বলবে, ছিঃ এই মুটকি টাকে বিয়ে করে কি ভুল টাই না করেছি।
আমি বললাম, দূর। ওগুলো তোমার ভাবনার ভুল। কত মেয়ে তো বিয়ের পরে বাড়ীতে অনেক কাজও করে। তাও তারা পরে মোটা হয়ে যায়। একটু ব্যায়াম আর শরীর চর্চা করলে শরীরে মেদ থাকে না। আমার তো স্লীম মেয়েই পছন্দ। কিন্তু কতদিন আর স্লীম হয়ে থাকা যায়? শরীরে একটু চর্বি জমলেও তোমাকে কখনও খারাপ লাগবে না।
বিদিশা বলল, তাই বুঝি? তাহলে কাল থেকে মোটা হওয়ার জন্য উদ্যোগ নিচ্ছি। দেখি বিদিশাকে তখন তুমি একই রকম ভালবাসতে পারো কি না?
আমি বললাম ট্রাই করে দেখো। এখানেই প্রমান হয়ে যাবে। দেব কাকে ভালবেসেছে? বিদিশাকে না তার শরীরটাকে।