25-07-2021, 09:14 AM
অনন্ত অপ্সরী নীলিমা
চৈত্রের ভর দুপুরে কড়া রোদ মাথায় ঘরে ফেরা। ঘামে ভেজা চটচটে শরীর টা ফ্যান ছেড়ে জুড়িয়ে নেয়ার উদ্দেশ্য যেইনা কাঁধের ভ্যানিটি ব্যাগ টা ছুড়ে ফেললো নীলিমা অমনি হাজির রাতুল। "একি! কখন এলে?"
রাতুল, "এইতো ঘন্টা দুয়েক হল। কেমন সারপ্রাইজড হলে?"
উত্তর না দিয়ে গলায় জড়িয়ে ধরে নীলিমা। ঘামে ভেজা শরীর আর শাড়ী মিলে লেপ্টে যেতে চায় রাতুলের বুকে। রাতুল ও চোখ বুঝে নেয় তার বুকে। সকালের মাখা পারফিউম আর শরীরের ঘামের গন্ধ এক অদ্ভুত মাদকতার আবেশ ছড়ায় রাতুলের নাকে। বয়সে রাতুলের চেয়ে প্রায় নয় বছর এগিয়ে থাকলেও লম্বায় রাতুলের বুক ডিঙ্গোতে পারেনি নীলিমা। রাতুল তাই নীলিমার মুখটা বুকের মাঝেই চেপে ধরে।
"ক্লাস থেকে সরাসরি চলে এলে?"--প্রশ্ন নীলিমার।
-"হুম। মাত্র একটা ক্লাস হল। ভার্সিটিতে আজ যোদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানব বন্ধন হবে তাই। তোমার কলেজে যে আজ এতক্ষন ক্লাস নিবে বুঝতে পারিনি। তাহলে আরো পরে আসতাম। নোভা কোথায়?"
নীলিমা, "ওর নানু বাড়ি গেছে। ওর মামা এসেছিল সকালে। মর্জি ধরেছে মামার সাথে যাবে। তাই পাঠিয়ে দিলাম।"
খুশিতে নেচে উঠে রাতুল। সকাল থেকেই মাথাটা খারাপ ছিল রাতুলের। ভাবতেও পারেনি দুপুরেই নীলিমা কে এতোটা নিবিড়ভাবে পাবে সে। খুশিতে নীলিমা কে কোলে তুলে নেয় সে। ৩৪ বছর বয়স্ক নারী হিসেবে নীলিমার ওজন একটু বেশিই এ যুগের জিমে যাওয়া রমনীদের তুলনায়। পেটে মেদ, কোমরের নিচ থেকে শুরু ভরাট পাছা...... একটুও কষ্ট হয়না রাতুলের। ৫ফিট ১১ ইঞ্চি উচ্চতার রাতুলের বডি সে তুলনায় যথেষ্ট।
চৈত্রের ভর দুপুরে কড়া রোদ মাথায় ঘরে ফেরা। ঘামে ভেজা চটচটে শরীর টা ফ্যান ছেড়ে জুড়িয়ে নেয়ার উদ্দেশ্য যেইনা কাঁধের ভ্যানিটি ব্যাগ টা ছুড়ে ফেললো নীলিমা অমনি হাজির রাতুল। "একি! কখন এলে?"
রাতুল, "এইতো ঘন্টা দুয়েক হল। কেমন সারপ্রাইজড হলে?"
উত্তর না দিয়ে গলায় জড়িয়ে ধরে নীলিমা। ঘামে ভেজা শরীর আর শাড়ী মিলে লেপ্টে যেতে চায় রাতুলের বুকে। রাতুল ও চোখ বুঝে নেয় তার বুকে। সকালের মাখা পারফিউম আর শরীরের ঘামের গন্ধ এক অদ্ভুত মাদকতার আবেশ ছড়ায় রাতুলের নাকে। বয়সে রাতুলের চেয়ে প্রায় নয় বছর এগিয়ে থাকলেও লম্বায় রাতুলের বুক ডিঙ্গোতে পারেনি নীলিমা। রাতুল তাই নীলিমার মুখটা বুকের মাঝেই চেপে ধরে।
"ক্লাস থেকে সরাসরি চলে এলে?"--প্রশ্ন নীলিমার।
-"হুম। মাত্র একটা ক্লাস হল। ভার্সিটিতে আজ যোদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানব বন্ধন হবে তাই। তোমার কলেজে যে আজ এতক্ষন ক্লাস নিবে বুঝতে পারিনি। তাহলে আরো পরে আসতাম। নোভা কোথায়?"
নীলিমা, "ওর নানু বাড়ি গেছে। ওর মামা এসেছিল সকালে। মর্জি ধরেছে মামার সাথে যাবে। তাই পাঠিয়ে দিলাম।"
খুশিতে নেচে উঠে রাতুল। সকাল থেকেই মাথাটা খারাপ ছিল রাতুলের। ভাবতেও পারেনি দুপুরেই নীলিমা কে এতোটা নিবিড়ভাবে পাবে সে। খুশিতে নীলিমা কে কোলে তুলে নেয় সে। ৩৪ বছর বয়স্ক নারী হিসেবে নীলিমার ওজন একটু বেশিই এ যুগের জিমে যাওয়া রমনীদের তুলনায়। পেটে মেদ, কোমরের নিচ থেকে শুরু ভরাট পাছা...... একটুও কষ্ট হয়না রাতুলের। ৫ফিট ১১ ইঞ্চি উচ্চতার রাতুলের বডি সে তুলনায় যথেষ্ট।