Thread Rating:
  • 29 Vote(s) - 3.24 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance এক ফালি রোদ আর তার নাম আশা by nandanadas1975
#2
চিন্তায় ছিল জিনিয়া। ওদের বাড়ি চিনত। কলকাতার এই পার্সি পাড়ার সেশের দিকে কয়েক ঘর * থাকত। সেই খানেই ছিল শিবার বাড়ি। জদিও পার্সি দেড় সাথে থাকতে থাকতে ওদের আদব কায়দা প্রায় পার্সিদের মতই হয়ে গেছিল। খুব লেখাপড়া না জানা ছেলে মেয়েরাও পার্সিদের দৌলতে ইংরাজি টা বুঝতে আর বলতে পারত। এমন কি উৎসবেও সামিল হত * রা। জদিও * দের পুজ তে কোন আপত্তি ছিল না প্রায় চারশো বছরের পুরনো এই পার্সি দেড়। জিনিয়া শিবা দেড় বাড়ি গিয়ে দেখেছিল বাড়ি খোলা। কেউ নেই। ভিতরে ঢুকতে গিয়ে এক মহিলা পাশের বাড়ি থেকে এসে বলেছিলযাবেন না মেমসাহেব, হপ্তা খানেক আগে ওই বাড়িতে খুন হয়েছে চমকে উঠে পিছিয়ে এসেছিল জিনিয়া। খোঁজ খবরে জানতে পেরেছিল শিবার বাবা শিবার মা কে খুন করে পুলিশের হেপাজত আর শিবা বাড়ি থেকে পালিয়েছে। শিবার ভাই জিষ্ণু কে মামার বাড়ির লোকেরা নিয়ে চলে গেছে। বাস তার পর থেকে আর কোন যোগাযোগ নেই। হঠাৎ করে টেবিলে রাখার আওয়াজ পেতেই দেখল সামনে খাবার টা রাখা।উম্মম্মম কি সুন্দর একটা গন্ধ।
-
কি রে এটা?
-
খান, চিকেন কষা আর লেবু দিয়ে বানান রুটি... বলে চলে গেল শিবা ওভেন এর ধারে। উফফ কি যে টেস্ট হয়েছিল। কি জানি খিদে পেয়েছিল কিনা খুব সেই জন্য এতো ভাল খেতে লাগলো। জীবনে দুটো রুটি খেয়ে সেশ করতে পারে নি জিনিয়া, আজকে গোগ্রাসে খেয়ে ফেলল। খেয়ে দেয়ে মুখ ধুয়ে দাম দিতে এগিয়ে গিয়ে দেখল ডেভিড আঙ্কেল এর দোকান এটা। তাকিয়ে দেখল শিবা আবার কাজে মত্ত হয়ে পড়েছে।
-
আঙ্কেল কত দেব? ডেভিড আঙ্কেল হেসে আঙ্গুলের ইশারায় ৯০ দেখিয়ে দিল। ডেভিড আঙ্কেল বোবা কথা বলতে পারে না। জিনিয়া দাম মিটিয়েশিবা চললাম রেবলে বেড়িয়ে এলো অখান থেকে চলল সোজা এন জি দিকে।
[+] 13 users Like ddey333's post
Like Reply


Messages In This Thread
RE: এক ফালি রোদ আর তার নাম আশা by nandanadas1975 - by ddey333 - 24-07-2021, 10:38 AM



Users browsing this thread: 1 Guest(s)