24-07-2021, 10:25 AM
মা মরা পোলা আর বাপের অবহেলা হইলে যা হয় তাই হইছে আমার ক্ষেত্রে। বন্ধু বান্ধবের পাল্লায় পইরা এহেন ও খারাপ কাজ নাই যে করছিনা শুধুমাত্র খুন ছাড়া। কিন্তু এলাকার মানুষ একেবারে খারাপ হিসাবে আমারে মানতে নারাজ তা হইলো আমার লেখাপড়ার রেজাল্ট । আসলে আমার যতই বদনাম থাকুক না কেন পরীক্ষাতে আমি ঠিকই পাশ কইরা ফালাই। ফেল না কইরাই এসএসসি ও ইন্টারমেডিয়েটে আশির দশকে সেকেন্ড ক্লাস পাইয়া পাশ কইরা এলাকাবাসীরে তাক লাগাইয়া দেই। সবাই খালি কইত ইস ওর বাপটা যদি খালি পোলাটার দিকে একটু নজর দিত তাইলেই ছেলেটা অনেক ভালো কিছু করত, আমি তহন ডিগ্রীতে সরকারী কলেজে ভর্তি হইছি। বাপ থাকে আরেক জেলায় ছোটখাটো সরকারী চাকুরী করে। বাপে করছে এক ধুমসী মাগিরে বিয়া, বাপের লগে থাহে, আমি এই ধুমসীরে দেখবার পারিনা তাই আমি থাহি আমার দাদার বাড়ীতে বৈঠক ঘরে, বাপে বাড়ী আসে সময় আমার লেখাপড়ার ফি ও সামান্য হাত ঘরচ দিইয়া যায়। তা কি আমার মত ফড়িবাজের চলে, তাই চাচার গোলা, দাদার গোলা, পাটের ট্যাক এমন কোন জায়গা নাই যে হাত দেইনা, এতে বেশ কিছু টাকা হইলেই আমার গাজা আর মাগীবাজী করার টেহাডা জোগাড় হয়।