24-07-2021, 10:16 AM
ঠিক মাথার ওপর সুর্য, আকাশ থেকে যেন আগুন ঝরাচ্ছে। কবির ও স্নিগ্ধা পাহাড়ী আঁকাবাকা পথ বেয়ে হেটে যাচ্ছে। দর দর করে ঘেমে যাচ্ছে দুজনই।
" আর পারছি না। আর কতো দুর? " স্নিগ্ধা বলে।
"এইতো আর এক কিলো হবে। চল, একটু ঐ গাছের ছায়াতে একটু জিরিয়ে নেই।" কবির বলে। তারপর একটি গাছের নিচে গিয়ে শেকড়ের উপর বসে দুজন। এর আগেরবার যখন এসেছিল ওরা তখন খুব ভোরে রওনা দিয়েছিল। রোদের তেজ বাড়ার আগেই ওরা পাশের গ্রামে পৌছে গিয়েছিল। যদিও আজকেও কবির খুব ভোরে উঠেছিল, কিন্তু স্নিগ্ধাকে ফাকি দিয়ে উঠতে পারেনি ও। স্নিগ্ধাও আদায় করে নিয়েছে ওর সকালের আদর , এরপর গোসল করার নামে লেকটাতে গিয়ে ঝাপাঝাপি করেছে ঘন্টা খানিক ধরে।
" চল, এবার রওনা দেই।" কিছুক্ষন ছায়ায় জিরানোর পর কবির বলে।
" আরো কিছুক্ষন থাকি না, কিসুন্দর যায়গা আর কিসুন্দর ঝিরি ঝিরি বাতাস বইছে। " স্নিগ্ধা বলে
" ধিরে ধিরে রোদের তেজ বেড়ে যাবে। মার সাথে কথা বলতে যাবি না? "
স্নিগ্ধা ওর কথা কানে নেয় না গাছটিতে হেলান দিয়ে আনমনে বলতে থাকে " একমাস হল এখানে এসেছি। কিন্তু এখন পর্যন্ত যায়গাটা ভাল করে ঘুরে দেখাই হল না। "
" একদিন তোকে সাথে নিয়ে চারিদিকটা ঘুরে নিয়ে আসবো , এবার চলতো। " বলে ওর হাতটি ধরে প্রায় টেনে নিয়ে যায়।
ওরা যতক্ষনে পাশের গ্রামটিতে পৌছে ততোক্ষনে দুপুর হয়ে গেছে। পাহাড়ের ঢালে ছোট একটি গ্রাম যার একপাশ দিয়ে পাহাড়ি সরক বয়ে চলেছে। ওরা একটি খাবারের দোকানে দুপুরের খাবার সেরে নেয়। তারপর সড়কটির পাশে গিয়ে দাড়ায় ওরা।
" এখানেই না একটা রিচার্জের দোকান দেখলাম। এখানেই তো কথা বলা যায়, অন্য কোথাও যাওয়ার কি দরকার? " স্নিগ্ধা বলে
কবিরও ভেবে দেখে যে ওরা যদি এখন শহরের উদ্দেশ্যে রওনা দেয় তবে ফিরতে ফিরতে ওদের রাত লেগে যাবে।
" ঠিক আছে , চল। " বলে কবির গ্রামটির দিকে ফিরে যায় সাথে স্নিগ্ধাও।
স্নিগ্ধা ওর মায়ের নাম্বার চেপে কল দেয়, একবার রিং হওয়ার পর রিসিভ হয়।
" হ্যালো, কে? " শিরিনের উদ্বিগ্ন কণ্ঠ শুনতে পায় স্নিগ্ধা
" মা, আমি স্নিগ্ধা। "
" স্নিগ্ধা, মা আমার , কেমন আছিস ? ঠিক আছিস তো? "
" আমি ভাল আছি তোমরা আমাকে নিয়ে টেনশন করো না।" স্নিগ্ধা বলে।
" টেনশন না করে কি থাকা যায়? গত একমাস ধরে অপেক্ষায় আছি কখন তোর ফোন আসে। রিংটোন বেজে উঠলেই মনে হয় এই বুঝি তুই কল দিয়েছিস। আমি রাগের মাথায় কি বলে ফেলেছি আর তুই অভিমান করে আছিস, আরেকবার ফোন করতে পারলি না? " শিরিন বলে।
" না মা, তোমার প্রতি আমার কোন অভিমান নেই। আমি যেখানে থাকি সেখান থেকে যখন তখন কল করা সম্ভব না। " স্নিগ্ধা বলে
" তুই কোথায় আছিস মা? তোরা ফিরে আয় । আমি সজলের সাথে কথা বলেছি, ও তোকে ডিভোর্স দিবে। তারপর কবিরের সাথে তোকে বিয়ে দেব। ফিরে আয় তোরা। " অনুরোধের সুরে বলে শিরিন।
স্নিগ্ধা কি জবাব দিবে বুঝতে পারছিল না।
" কথা বলছিস না কেন মা? তোর সাথে কবির আছে ? ওকে একটু দে। কত দিন দেখি না ওকে"
স্নিগ্ধা ফোনটি কবিরকে দেয়।
" হ্যালো, কবির, কেমন আছো বাবা? "
" জি ভাল, মা। "
" তুমি তো আমার ছেলেই, হঠাত করে যে হারিয়ে গেলে আমাদের কি একটুও মনে পরে নি। তোমাকে আমরা কতো খুজেছি, কত কেদেছি তোমার জন্য। "
" আমাকে ক্ষমা করে দিন মা, আমি আপনাদের মনে অনেক কষ্ট দিয়েছি। আমি কথা দিচ্ছি, শীঘ্রই আমরা ফিরে আসবো। " বলে কবির ফোন কেটে দেয়।
" আর পারছি না। আর কতো দুর? " স্নিগ্ধা বলে।
"এইতো আর এক কিলো হবে। চল, একটু ঐ গাছের ছায়াতে একটু জিরিয়ে নেই।" কবির বলে। তারপর একটি গাছের নিচে গিয়ে শেকড়ের উপর বসে দুজন। এর আগেরবার যখন এসেছিল ওরা তখন খুব ভোরে রওনা দিয়েছিল। রোদের তেজ বাড়ার আগেই ওরা পাশের গ্রামে পৌছে গিয়েছিল। যদিও আজকেও কবির খুব ভোরে উঠেছিল, কিন্তু স্নিগ্ধাকে ফাকি দিয়ে উঠতে পারেনি ও। স্নিগ্ধাও আদায় করে নিয়েছে ওর সকালের আদর , এরপর গোসল করার নামে লেকটাতে গিয়ে ঝাপাঝাপি করেছে ঘন্টা খানিক ধরে।
" চল, এবার রওনা দেই।" কিছুক্ষন ছায়ায় জিরানোর পর কবির বলে।
" আরো কিছুক্ষন থাকি না, কিসুন্দর যায়গা আর কিসুন্দর ঝিরি ঝিরি বাতাস বইছে। " স্নিগ্ধা বলে
" ধিরে ধিরে রোদের তেজ বেড়ে যাবে। মার সাথে কথা বলতে যাবি না? "
স্নিগ্ধা ওর কথা কানে নেয় না গাছটিতে হেলান দিয়ে আনমনে বলতে থাকে " একমাস হল এখানে এসেছি। কিন্তু এখন পর্যন্ত যায়গাটা ভাল করে ঘুরে দেখাই হল না। "
" একদিন তোকে সাথে নিয়ে চারিদিকটা ঘুরে নিয়ে আসবো , এবার চলতো। " বলে ওর হাতটি ধরে প্রায় টেনে নিয়ে যায়।
ওরা যতক্ষনে পাশের গ্রামটিতে পৌছে ততোক্ষনে দুপুর হয়ে গেছে। পাহাড়ের ঢালে ছোট একটি গ্রাম যার একপাশ দিয়ে পাহাড়ি সরক বয়ে চলেছে। ওরা একটি খাবারের দোকানে দুপুরের খাবার সেরে নেয়। তারপর সড়কটির পাশে গিয়ে দাড়ায় ওরা।
" এখানেই না একটা রিচার্জের দোকান দেখলাম। এখানেই তো কথা বলা যায়, অন্য কোথাও যাওয়ার কি দরকার? " স্নিগ্ধা বলে
কবিরও ভেবে দেখে যে ওরা যদি এখন শহরের উদ্দেশ্যে রওনা দেয় তবে ফিরতে ফিরতে ওদের রাত লেগে যাবে।
" ঠিক আছে , চল। " বলে কবির গ্রামটির দিকে ফিরে যায় সাথে স্নিগ্ধাও।
স্নিগ্ধা ওর মায়ের নাম্বার চেপে কল দেয়, একবার রিং হওয়ার পর রিসিভ হয়।
" হ্যালো, কে? " শিরিনের উদ্বিগ্ন কণ্ঠ শুনতে পায় স্নিগ্ধা
" মা, আমি স্নিগ্ধা। "
" স্নিগ্ধা, মা আমার , কেমন আছিস ? ঠিক আছিস তো? "
" আমি ভাল আছি তোমরা আমাকে নিয়ে টেনশন করো না।" স্নিগ্ধা বলে।
" টেনশন না করে কি থাকা যায়? গত একমাস ধরে অপেক্ষায় আছি কখন তোর ফোন আসে। রিংটোন বেজে উঠলেই মনে হয় এই বুঝি তুই কল দিয়েছিস। আমি রাগের মাথায় কি বলে ফেলেছি আর তুই অভিমান করে আছিস, আরেকবার ফোন করতে পারলি না? " শিরিন বলে।
" না মা, তোমার প্রতি আমার কোন অভিমান নেই। আমি যেখানে থাকি সেখান থেকে যখন তখন কল করা সম্ভব না। " স্নিগ্ধা বলে
" তুই কোথায় আছিস মা? তোরা ফিরে আয় । আমি সজলের সাথে কথা বলেছি, ও তোকে ডিভোর্স দিবে। তারপর কবিরের সাথে তোকে বিয়ে দেব। ফিরে আয় তোরা। " অনুরোধের সুরে বলে শিরিন।
স্নিগ্ধা কি জবাব দিবে বুঝতে পারছিল না।
" কথা বলছিস না কেন মা? তোর সাথে কবির আছে ? ওকে একটু দে। কত দিন দেখি না ওকে"
স্নিগ্ধা ফোনটি কবিরকে দেয়।
" হ্যালো, কবির, কেমন আছো বাবা? "
" জি ভাল, মা। "
" তুমি তো আমার ছেলেই, হঠাত করে যে হারিয়ে গেলে আমাদের কি একটুও মনে পরে নি। তোমাকে আমরা কতো খুজেছি, কত কেদেছি তোমার জন্য। "
" আমাকে ক্ষমা করে দিন মা, আমি আপনাদের মনে অনেক কষ্ট দিয়েছি। আমি কথা দিচ্ছি, শীঘ্রই আমরা ফিরে আসবো। " বলে কবির ফোন কেটে দেয়।