23-07-2021, 06:57 PM
(This post was last modified: 23-07-2021, 06:58 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(23-07-2021, 06:44 PM)Sanjay Sen Wrote: এই ঘটনাটি সর্বৈব সত্য। শুধুমাত্র একটি কথা অসত্য .. মাইকে তখন announcement শুনলাম অরুণাভ মৈত্র অর্থাৎ আমি প্রথম হয়েছি। পদবী ঠিক আছে, কিন্তু তোমার আসল নাম অরুনাভ নয় (ওটা ছদ্মনাম)। তোমার আসল নাম আমি জানি। তবে তোমার অনুমতি ছাড়া কোনোদিন প্রকাশ করবো না।
আমার মনে এখনো জ্বলজ্বল করছে সেই কথা। তোমার এই লেখাটি ইছামতি ওয়েব পত্রিকায় প্রথম হয়েছিল। সেই সময় যে মন্তব্য আমি করেছিলাম এখনো সেটাই করি - এই লেখা পড়তে পড়তে মতি নন্দীর গল্পগুলির কথা মনে পড়ে যাচ্ছিলো।
হ্যাঁ, একটুও বাড়িয়ে বলছি না। you are a genius .. এতদিন তুমি করে বলেছি, অনেক উল্টোপাল্টা ইয়ার্কি করেছি, এখন কিছুটা কুণ্ঠা বোধ হচ্ছে বৈকি আপনাকে তুমি সম্বোধন করতে।
তুমি যখন বলেছো তুমিই বলবে .. আপনি-টাপনি বললে ক্যালাবো ..
তুমি আমাকে চিনলেও, আমি তোমাকে চিনতে পারছিনা। তার জন্য ক্ষমাপ্রার্থী
তবে একটাই অনুরোধ, যেটুকু জেনেছো যা জেনেছো নিজের মধ্যে রেখে দাও।
ভালো থেকো .. যদিও উনার নখের যোগ্য নই তবুও শ্রদ্ধেয় মতি নন্দীর লেখার সঙ্গে তুলনা টানাটা আমার চিরকাল মনে থাকবে।