22-07-2021, 02:20 PM
অনুলীনা:
অনুপম আজ কিছুতেই ঘুমতে পারছে না । সেই হরিণ নয়নার কথা বার বার তার মনে পড়ছে । সেই ডাগর ডাগর চোখ দুটি তার মনের দর্পণে ভেসে উঠছে । আগে অফিসে মেয়েটাকে দেখে তার মনে কোনরকম দাগ কাটেনি । তাকে অন্য সকলের মতোই মনে হয়েছে । আধুনিক মেয়েরা যেমন হয় সেরকমই একটা মেয়ে । আলাদা করে চোখে পড়ার মতো কিছু লক্ষ্য করেনি । কিন্তু আজ সে লীনার মধ্যে যেন অন্য এক মেয়েকে দেখল । নতুন কিছুকে জানার প্রবল আগ্রহ । লীনার ভেতরে নিশ্চয়ই অন্য একটা মেয়ে বাস করে যেটা বাইরে থেকে সবাই বুঝতে পারে না । তা নাহলে এইরকম এক পরিবেশে, যা তার পরিচিত জগতের বাইরে, সে যে আচরণ করেছে তা আজকের আধুনিকাদের কাছে তো আশা করা যায় না । কত আগ্রহ নিয়ে সব কিছু শুনছিল । মেয়েটা যেন ধীরে ধীরে তার হৃদয়ে প্রবেশ করছে । কখনো কখনো তার অবচেতন মনে যে নারীমূর্তির ছবি উঠে এসেছে তার সাথে লীনার সবকিছু কি মিলে যাবে ? লীনাই কি তার মনের সেই সুপ্ত বাসনা, যা সে অনেক বছর ধরে লালন-পালন করছে ? কিন্তু লীনার একটুকু অংশই সে দেখেছে, তাতে এই সিদ্ধান্তে আশা দূরহ । লীনাকে আরো জানতে হবে ।
কিন্তু লীনার চোখের দিকে তাকালে তার বিচার শক্তি যে হারিয়ে যায় । ঐ নিষ্পাপ মুখটা কোন কিছু ভাবার অবকাশ দেয় না । ইচ্ছা ক’রে সদ্য ফোটা ঐ গোলাপটা দুহাত দিয়ে তুলে ধরতে । এরই নাম কি প্রেম, যেখানে কোন বিচার চলে না, সামাজিক বাধা তাকে আটকাতে পারে না, সবার থেকে আলাদা হয়ে দুজনে হারিয়ে যেতে ইচ্ছা করে দূরে-বহুদূরে ...
এই অবধি উদ্ধার হয়েছে , বাকিটার জন্য লড়াই জারি আছে ....
অনুপম আজ কিছুতেই ঘুমতে পারছে না । সেই হরিণ নয়নার কথা বার বার তার মনে পড়ছে । সেই ডাগর ডাগর চোখ দুটি তার মনের দর্পণে ভেসে উঠছে । আগে অফিসে মেয়েটাকে দেখে তার মনে কোনরকম দাগ কাটেনি । তাকে অন্য সকলের মতোই মনে হয়েছে । আধুনিক মেয়েরা যেমন হয় সেরকমই একটা মেয়ে । আলাদা করে চোখে পড়ার মতো কিছু লক্ষ্য করেনি । কিন্তু আজ সে লীনার মধ্যে যেন অন্য এক মেয়েকে দেখল । নতুন কিছুকে জানার প্রবল আগ্রহ । লীনার ভেতরে নিশ্চয়ই অন্য একটা মেয়ে বাস করে যেটা বাইরে থেকে সবাই বুঝতে পারে না । তা নাহলে এইরকম এক পরিবেশে, যা তার পরিচিত জগতের বাইরে, সে যে আচরণ করেছে তা আজকের আধুনিকাদের কাছে তো আশা করা যায় না । কত আগ্রহ নিয়ে সব কিছু শুনছিল । মেয়েটা যেন ধীরে ধীরে তার হৃদয়ে প্রবেশ করছে । কখনো কখনো তার অবচেতন মনে যে নারীমূর্তির ছবি উঠে এসেছে তার সাথে লীনার সবকিছু কি মিলে যাবে ? লীনাই কি তার মনের সেই সুপ্ত বাসনা, যা সে অনেক বছর ধরে লালন-পালন করছে ? কিন্তু লীনার একটুকু অংশই সে দেখেছে, তাতে এই সিদ্ধান্তে আশা দূরহ । লীনাকে আরো জানতে হবে ।
কিন্তু লীনার চোখের দিকে তাকালে তার বিচার শক্তি যে হারিয়ে যায় । ঐ নিষ্পাপ মুখটা কোন কিছু ভাবার অবকাশ দেয় না । ইচ্ছা ক’রে সদ্য ফোটা ঐ গোলাপটা দুহাত দিয়ে তুলে ধরতে । এরই নাম কি প্রেম, যেখানে কোন বিচার চলে না, সামাজিক বাধা তাকে আটকাতে পারে না, সবার থেকে আলাদা হয়ে দুজনে হারিয়ে যেতে ইচ্ছা করে দূরে-বহুদূরে ...
এই অবধি উদ্ধার হয়েছে , বাকিটার জন্য লড়াই জারি আছে ....