22-07-2021, 10:36 AM
শম্পা প্রথমে একটু দ্বিধা করলেও গাড়ীতে উঠে বসলো । সে পিছনের সিটে বসতে যাচ্ছিল । কিন্তু ডঃ সোম তাকে সামনের সিটে বসতে বলল। তাই সে সামনের সিটে বসল।
মারুতি ৮০০ গাড়ীগুলো একটু ছোটো হওয়ায় সামনের সিটে একটু ঘেঁষাঘেঁষি করে বসতে হল । ডঃ সোম যত বাড়ই গিয়ার চেঞ্জ করতে যান তত বারই তাঁর হাত তার নিতম্বে এসে পড়ে । একটা অস্বস্তি হওয়ায় সে একটু জড়সড়ো হয়ে বসে থাকে । তা দেখে ডঃ সোম বলে
-মিস ভৌমিক আপনি সহজ হয়ে বসুন ।
-আমাকে শম্পা বলে ডাকবেন ।
-তাহলে আমাকে রাহুল বলে ডাকবেন।
-তা কি করে হয় ? আপনি আমার থেকে বয়সে বড়।
-আরে বন্ধুত্বের কোনো রঙ হয় না কি ?
ডঃ রাহুল সোমের গলায় শম্পা কি একটু অন্তরঙ্গতার সুর শুনতে পেল ?
-কি হল ? চুপ করে গেলেন যে ? আমার সঙ্গে বন্ধুত্ব করতে আপনার আপত্তি আছে ?
-শম্পা তাড়াতাড়ি বলে উঠল
-না না আপত্তি কিসের ?
-তাহলে এখন থেকে আমরা দুজনে বন্ধু হলাম ?
-উত্তরে শম্পা একটু হেসে ঘাড় নাড়িয়ে সম্মতি জানায় । মনে মনে সব কিছু নতুন ভাবে ভাবতে শুরু করে । সে চাকরি পাওয়ার পর থেকে দীপঙ্কর কেমন বদলে যেতে শুরু করে । তার সেই চেনা দীপঙ্করকে সে যেন চিনতে পারছে না । তার চাকরি পাওয়ায় দীপঙ্কর কি হীনমন্যতায় ভুগছে ? কে জানে ? শম্পার কাছে সব কিছুই কেমন প্রহেলিকার মত লাগে । এদিকে বাবা – মা চাইছে দীপঙ্করের খপ্পর থেকে সে বেড়িয়ে এসে যেন প্রতিষ্ঠিত কোনো ছেলেকে বিবাহ করে । সেদিক দিয়ে দেখলে রাহুলের চেয়ে উপযুক্ত আর কেউ হতে পারে না ।একথা মনে হতেই শম্পা মনে মনে নিজেকে নিজে ধমকাল । ডঃ সোম সবে একটু অন্তরঙ্গতা দেখিয়ে বন্ধু হতে চেয়েছেন আর সে কিনা এখনই বিয়ের পিঁড়িতে পৌঁছে গেলো ।
-কি একেবারে চুপ করে গেলেন যে ? কি এত ভাবছেন ?
-না কিছু না । শম্পা তো আর বলতে পারে না যে আপনাকেই মনে মনে এতক্ষণ ধ্যান করছিলাম । তাই সে বলল
-ভাবছিলাম আপনি না থাকলে আজ কেমন ভাবে বাড়ী ফিরতাম তা ঈশ্বর জানেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
-আরে দাঁড়ান দাঁড়ান এতে ধন্যবাদ দেওয়ার কি আছে । আপনি আমার পরিচিত । বিপদে পড়েছেন । আপনাকে সাহায্য করবো না । আপনার মতো সুন্দরী শিক্ষিকাকে লিফট্ দিয়ে আমারই ভাল লাগছে ।
শম্পা মনে মনে বেশ আনন্দিত হল । কিন্তু সামনা সামনি রাহুলের সঙ্গে আর একটু ফ্লার্ট করার ইচ্ছে হল । তাই বলল
-আমাকে আর সুন্দরী বলেন না ।
-তাহলে বাড়ী গিয়ে আয়নায় নিজেকে ভাল করে দেখবেন । আপনি শুধু সুন্দরী না বিদুষিও ।
-শম্পা তার প্ল্যান ঠিকমত কাজ করছে দেখে যারপরনাই পুলকিত হয়ে রাহুলের দিকে একটু সরে এসে বসল ।
এখন রাহুল গিয়ার চেঞ্জ করার সময় তার হাত শম্পার নিতম্বের সঙ্গে আরও ভাল করে ঘষে যাচ্ছিল । তাতে বিরক্তি বোধ তৈরী না হয়ে শম্পার মধ্যে একটা ভাল লাগার অনুভূতি ক্রমশ বিস্তার লাভ করছিল ।
ডঃ সোম কিন্তু প্রথমে ভেবেছিলেন শম্পা হয়তো কিছু মনে করবে । কিন্তু শম্পার দিক থেকে কোনো প্রতিবাদ না আসায় তাঁর হাত আরও একটু সাহসী হয়ে উঠল । তবে প্রথম দিন হওয়ায় খুব বেশী দূর অগ্রসর হলেন না ।
দেখতে দেখতে শম্পার বাড়ী এসে গেল । শম্পার মা মেয়ে ফিরে আসার প্রতীক্ষায় ঘর আর বার করছিলেন । হঠাৎ তিনি দেখলেন একটা গাড়ী তাদের বাড়ীর সামনে এসে থামল এবং তা থেকে শম্পা নেমে এল । সেই গাড়ী ড্রাইভ করছে ডঃ সোম ।
-শম্পা গাড়ী থেকে নেমে ডঃ সোমকে বিদায় জানায় । ডঃ সোম সেকহ্যান্ড করার জন্য হাত বাড়ালে শম্পাও তার হাত বাড়িয়ে দেয় । ডঃ সোম একটু যেন বেশী সময় নিয়েই সেকহ্যান্ড করলেন । সেটা শম্পার মায়ের অভিজ্ঞ চোখকে ফাঁকি দিতে পারলো না ।শম্পা বাড়ী ফিরে হাত –মুখ ধুয়ে টিফিন করে যখন চায়ের কাপ নিয়ে বসলো তখন শম্পার মা প্রশ্ন করে করে সব জেনে নিলেন । সব জানার পর তিনি দীপঙ্করের মতো বেকার বাউন্ডুলে ছেলেকে মেয়ে মন থেকে মুছে ফেলতে চাইছে দেখে মনে মনে স্বস্তি পেলেন।এরপর শম্পার যাতায়াতের পথে দুজনের হঠাৎ হঠাৎ দেখা হওয়াটা একটু ঘন ঘনই হতে লাগল । অন্তরঙ্গতা একটু একটু করে নিবিড় হতে লাগলো । দুজনেই সম্বধোনের ‘আপনার’ গন্ডী পেরিয়ে ‘তুমি’-তে নেমে এসেছে।
-বাথরুমে শম্পা অনেক্ষণ ঢুকেছে দেখে তার মা আতঙ্কিত হয়ে বাথরুমের দরজায় ধাক্কা দিতে শুরু করলে শম্পা কল্পলোক থেকে বাস্তবে ফিরে এল । তাড়াতাড়ি প্রাতঃকৃত সেরে বেড়িয়ে এল । নিজের ঘরে এসে তোয়ালে দিয়ে হাত-মুখ মুছে ইজি চেয়ারে চাদর ঢাকা দিয়ে বসল।
মারুতি ৮০০ গাড়ীগুলো একটু ছোটো হওয়ায় সামনের সিটে একটু ঘেঁষাঘেঁষি করে বসতে হল । ডঃ সোম যত বাড়ই গিয়ার চেঞ্জ করতে যান তত বারই তাঁর হাত তার নিতম্বে এসে পড়ে । একটা অস্বস্তি হওয়ায় সে একটু জড়সড়ো হয়ে বসে থাকে । তা দেখে ডঃ সোম বলে
-মিস ভৌমিক আপনি সহজ হয়ে বসুন ।
-আমাকে শম্পা বলে ডাকবেন ।
-তাহলে আমাকে রাহুল বলে ডাকবেন।
-তা কি করে হয় ? আপনি আমার থেকে বয়সে বড়।
-আরে বন্ধুত্বের কোনো রঙ হয় না কি ?
ডঃ রাহুল সোমের গলায় শম্পা কি একটু অন্তরঙ্গতার সুর শুনতে পেল ?
-কি হল ? চুপ করে গেলেন যে ? আমার সঙ্গে বন্ধুত্ব করতে আপনার আপত্তি আছে ?
-শম্পা তাড়াতাড়ি বলে উঠল
-না না আপত্তি কিসের ?
-তাহলে এখন থেকে আমরা দুজনে বন্ধু হলাম ?
-উত্তরে শম্পা একটু হেসে ঘাড় নাড়িয়ে সম্মতি জানায় । মনে মনে সব কিছু নতুন ভাবে ভাবতে শুরু করে । সে চাকরি পাওয়ার পর থেকে দীপঙ্কর কেমন বদলে যেতে শুরু করে । তার সেই চেনা দীপঙ্করকে সে যেন চিনতে পারছে না । তার চাকরি পাওয়ায় দীপঙ্কর কি হীনমন্যতায় ভুগছে ? কে জানে ? শম্পার কাছে সব কিছুই কেমন প্রহেলিকার মত লাগে । এদিকে বাবা – মা চাইছে দীপঙ্করের খপ্পর থেকে সে বেড়িয়ে এসে যেন প্রতিষ্ঠিত কোনো ছেলেকে বিবাহ করে । সেদিক দিয়ে দেখলে রাহুলের চেয়ে উপযুক্ত আর কেউ হতে পারে না ।একথা মনে হতেই শম্পা মনে মনে নিজেকে নিজে ধমকাল । ডঃ সোম সবে একটু অন্তরঙ্গতা দেখিয়ে বন্ধু হতে চেয়েছেন আর সে কিনা এখনই বিয়ের পিঁড়িতে পৌঁছে গেলো ।
-কি একেবারে চুপ করে গেলেন যে ? কি এত ভাবছেন ?
-না কিছু না । শম্পা তো আর বলতে পারে না যে আপনাকেই মনে মনে এতক্ষণ ধ্যান করছিলাম । তাই সে বলল
-ভাবছিলাম আপনি না থাকলে আজ কেমন ভাবে বাড়ী ফিরতাম তা ঈশ্বর জানেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
-আরে দাঁড়ান দাঁড়ান এতে ধন্যবাদ দেওয়ার কি আছে । আপনি আমার পরিচিত । বিপদে পড়েছেন । আপনাকে সাহায্য করবো না । আপনার মতো সুন্দরী শিক্ষিকাকে লিফট্ দিয়ে আমারই ভাল লাগছে ।
শম্পা মনে মনে বেশ আনন্দিত হল । কিন্তু সামনা সামনি রাহুলের সঙ্গে আর একটু ফ্লার্ট করার ইচ্ছে হল । তাই বলল
-আমাকে আর সুন্দরী বলেন না ।
-তাহলে বাড়ী গিয়ে আয়নায় নিজেকে ভাল করে দেখবেন । আপনি শুধু সুন্দরী না বিদুষিও ।
-শম্পা তার প্ল্যান ঠিকমত কাজ করছে দেখে যারপরনাই পুলকিত হয়ে রাহুলের দিকে একটু সরে এসে বসল ।
এখন রাহুল গিয়ার চেঞ্জ করার সময় তার হাত শম্পার নিতম্বের সঙ্গে আরও ভাল করে ঘষে যাচ্ছিল । তাতে বিরক্তি বোধ তৈরী না হয়ে শম্পার মধ্যে একটা ভাল লাগার অনুভূতি ক্রমশ বিস্তার লাভ করছিল ।
ডঃ সোম কিন্তু প্রথমে ভেবেছিলেন শম্পা হয়তো কিছু মনে করবে । কিন্তু শম্পার দিক থেকে কোনো প্রতিবাদ না আসায় তাঁর হাত আরও একটু সাহসী হয়ে উঠল । তবে প্রথম দিন হওয়ায় খুব বেশী দূর অগ্রসর হলেন না ।
দেখতে দেখতে শম্পার বাড়ী এসে গেল । শম্পার মা মেয়ে ফিরে আসার প্রতীক্ষায় ঘর আর বার করছিলেন । হঠাৎ তিনি দেখলেন একটা গাড়ী তাদের বাড়ীর সামনে এসে থামল এবং তা থেকে শম্পা নেমে এল । সেই গাড়ী ড্রাইভ করছে ডঃ সোম ।
-শম্পা গাড়ী থেকে নেমে ডঃ সোমকে বিদায় জানায় । ডঃ সোম সেকহ্যান্ড করার জন্য হাত বাড়ালে শম্পাও তার হাত বাড়িয়ে দেয় । ডঃ সোম একটু যেন বেশী সময় নিয়েই সেকহ্যান্ড করলেন । সেটা শম্পার মায়ের অভিজ্ঞ চোখকে ফাঁকি দিতে পারলো না ।শম্পা বাড়ী ফিরে হাত –মুখ ধুয়ে টিফিন করে যখন চায়ের কাপ নিয়ে বসলো তখন শম্পার মা প্রশ্ন করে করে সব জেনে নিলেন । সব জানার পর তিনি দীপঙ্করের মতো বেকার বাউন্ডুলে ছেলেকে মেয়ে মন থেকে মুছে ফেলতে চাইছে দেখে মনে মনে স্বস্তি পেলেন।এরপর শম্পার যাতায়াতের পথে দুজনের হঠাৎ হঠাৎ দেখা হওয়াটা একটু ঘন ঘনই হতে লাগল । অন্তরঙ্গতা একটু একটু করে নিবিড় হতে লাগলো । দুজনেই সম্বধোনের ‘আপনার’ গন্ডী পেরিয়ে ‘তুমি’-তে নেমে এসেছে।
-বাথরুমে শম্পা অনেক্ষণ ঢুকেছে দেখে তার মা আতঙ্কিত হয়ে বাথরুমের দরজায় ধাক্কা দিতে শুরু করলে শম্পা কল্পলোক থেকে বাস্তবে ফিরে এল । তাড়াতাড়ি প্রাতঃকৃত সেরে বেড়িয়ে এল । নিজের ঘরে এসে তোয়ালে দিয়ে হাত-মুখ মুছে ইজি চেয়ারে চাদর ঢাকা দিয়ে বসল।