22-07-2021, 10:25 AM
(This post was last modified: 22-07-2021, 10:25 AM by ddey333. Edited 1 time in total. Edited 1 time in total.)
জাকার্তা পৌছলাম সন্ধ্যার সময়। এয়ারপোর্টে রিসিভ করার জন্য লোক দাঁড়িয়ে ছিল। তার সাথে গাড়ীতে করে হোটেল। ক্রিস্টোফার আর বেথও আছে এই হোটেলে, তারা একদিন আগে এসেছে। বাইরে ভাল রকম বৃষ্টি। ডাবল বেডের রুম। রিমি ঢুকে দুরের বেডটা দেখিয়ে বললো, ওটা তোমার। হালকা হয়ে নাও, তারপর নীচে গিয়ে ডিনার করবো। হাত মুখ ধুয়ে জামা কাপড় বদলে নিলাম। সেরকম কিছু নিয়ে আসি নি, এগুলোই রিসাইকেল করে করে চলতে হবে। রিমিও চেঞ্জ হয়ে নিল। হোটেলের নীচের ফ্লোরে রেস্তোরা। ক্রিস আমাকে দেখে বললো, হাউ’জ গোয়িং ইয়ং ম্যান?
- ফাইন, আই গেস।
- এনজয় দা টাইম, দিজ আর ওয়ান্ডার ইয়ার্স অফ ইয়োর লাইফ।
খেয়ে দেয়ে রিমি ওদের কাছে বিদায় নিল। উপরে উঠতে উঠতে বললো, কালকে ভোরে উঠতে হবে, সকালের সেশনে আমার প্রেজেন্টেশন। এই দুইদিন কিছু মনে করো না, আমি একটু সেলফিশ থাকবো, তারপর তোমার সাথে তিনদিন।
- নো প্রবলেম, আমার জন্য চিন্তা করার দরকার নেই।
সকালে আমি উঠতে উঠতে দেখি রিমি রেডী হয়ে চলে যাচ্ছে। যাওয়ার আগে কাছে দাঁড়িয়ে তারপর বললো, যাই।
এগারটা পর্যন্ত হোটেলের ফ্রী ব্রেকফাস্ট। মাফিন ওয়াফল টাইপের ভুয়া কিছু খাবার। সকালে গোসল দিয়ে বের হয়েছি, ফ্রেশ লাগছিল। বের হয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে মানুষজন দেখতে লাগলাম। . দেশ কিন্তু রাস্তাঘাটে অনেক মেয়ে। বাংলাদেশের মত রক্ষনশীল না মনে হয়। স্কার্ফ পড়ে আছে অনেকে, তবু ঢাকার মত উগ্র *ী কাস্টমার কম। অবশ্য মেয়েরা কাজ না করলে কি আর বাংলাদেশের পাঁচগুন পার ক্যাপিটা জিডিপি হয়। আমাদের দেশে তো পড়াশোনা করে মেয়েরা ঘরে বৌ হয়ে বসে থাকে, বেশীরভাগ হাজবেন্ড, শ্বশুর-শাশুড়ী ঘরের বৌকে চাকরী করতে দিতে চায় না। সময় আর সম্পদের কি নিদারুন অপচয়। স্টারবাকস দেখে ঢুকলাম। নাম শুনেছি অনেক। দাম দেখে চোখ মাথায় উঠলো। ভদ্রভাবে বের হয়ে যাওয়া দরকার। রাস্তায় এসে আবার মেয়ে দেখা শুরু করলাম। বাংলাদেশের পাহাড়ী মেয়েদের সাথে মিল আছে, কিন্তু এরা একটু পাতলা, আর কালচে। কিছু মেয়েকে মনে হয় এক হাতে কোলে নিতে পারবো।
গত একমাসের ঘটনাগুলোর একটু রিফ্লেকশন দরকার। রিয়েলী! ফারিয়ার সাথে ছাড়াছাড়ির পর একদম মুষড়ে পড়েছিলাম, রিজেক্টেড, বিট্রেইড। এখন টের পাচ্ছি পৃথিবীতে সাড়ে তিন বিলিয়ন মেয়ে ছিল।
- ফাইন, আই গেস।
- এনজয় দা টাইম, দিজ আর ওয়ান্ডার ইয়ার্স অফ ইয়োর লাইফ।
খেয়ে দেয়ে রিমি ওদের কাছে বিদায় নিল। উপরে উঠতে উঠতে বললো, কালকে ভোরে উঠতে হবে, সকালের সেশনে আমার প্রেজেন্টেশন। এই দুইদিন কিছু মনে করো না, আমি একটু সেলফিশ থাকবো, তারপর তোমার সাথে তিনদিন।
- নো প্রবলেম, আমার জন্য চিন্তা করার দরকার নেই।
সকালে আমি উঠতে উঠতে দেখি রিমি রেডী হয়ে চলে যাচ্ছে। যাওয়ার আগে কাছে দাঁড়িয়ে তারপর বললো, যাই।
এগারটা পর্যন্ত হোটেলের ফ্রী ব্রেকফাস্ট। মাফিন ওয়াফল টাইপের ভুয়া কিছু খাবার। সকালে গোসল দিয়ে বের হয়েছি, ফ্রেশ লাগছিল। বের হয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে মানুষজন দেখতে লাগলাম। . দেশ কিন্তু রাস্তাঘাটে অনেক মেয়ে। বাংলাদেশের মত রক্ষনশীল না মনে হয়। স্কার্ফ পড়ে আছে অনেকে, তবু ঢাকার মত উগ্র *ী কাস্টমার কম। অবশ্য মেয়েরা কাজ না করলে কি আর বাংলাদেশের পাঁচগুন পার ক্যাপিটা জিডিপি হয়। আমাদের দেশে তো পড়াশোনা করে মেয়েরা ঘরে বৌ হয়ে বসে থাকে, বেশীরভাগ হাজবেন্ড, শ্বশুর-শাশুড়ী ঘরের বৌকে চাকরী করতে দিতে চায় না। সময় আর সম্পদের কি নিদারুন অপচয়। স্টারবাকস দেখে ঢুকলাম। নাম শুনেছি অনেক। দাম দেখে চোখ মাথায় উঠলো। ভদ্রভাবে বের হয়ে যাওয়া দরকার। রাস্তায় এসে আবার মেয়ে দেখা শুরু করলাম। বাংলাদেশের পাহাড়ী মেয়েদের সাথে মিল আছে, কিন্তু এরা একটু পাতলা, আর কালচে। কিছু মেয়েকে মনে হয় এক হাতে কোলে নিতে পারবো।
গত একমাসের ঘটনাগুলোর একটু রিফ্লেকশন দরকার। রিয়েলী! ফারিয়ার সাথে ছাড়াছাড়ির পর একদম মুষড়ে পড়েছিলাম, রিজেক্টেড, বিট্রেইড। এখন টের পাচ্ছি পৃথিবীতে সাড়ে তিন বিলিয়ন মেয়ে ছিল।