21-07-2021, 01:08 PM
রিমির পরামর্শে শুধু একটা ক্যারি অন লাগেজ নিয়ে বাসা থেকে বের হলাম। ওর অফিস থেকে গাড়ীতে দিয়ে আসবে এয়ারপোর্টে। মাঝরাতের মালয়শিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট। এর আগে তিন চারদিন ভালোমত কাজকর্ম করতে পারছিলাম না। ঘনিষ্ঠ বন্ধুদেরকেও বলা হয় নি যে দেশের বাইরে যাচ্ছি। টেন্সড নার্ভ নিয়ে রিমির অফিসের সামনে ওকে দেখলাম। শার্ট প্যান্ট পড়ে এসেছে। আমাকে বললো, রেডি?
- হু।
গাড়িতে উঠে পাশে বসে আমার হাতটা নিল, হাতে হাত চেপে তারপর অনেকক্ষন আমরা নিজেদের দিকে তাকিয়ে শেষে হেসে ফেললাম।
রিমি স্বভাবসুলভ মুচকি হেসে বললো, ইটস হ্যাপেনিং। ফর রিয়েল।
আমি হাতে জোরে চাপ দিয়ে উত্তর দিলাম।
আমি এর আগে খুব বেশী প্লেনে উঠিনি। জানালা দিয়ে রাতের ঘুমন্ত ঢাকা শহর দেখতে দেখতে মেঘের উপরে চলে গেল প্লেনটা। রিমি বললো, এখন ঘুমিয়ে নেই, এনার্জি ধরে রাখতে হবে।
চার ঘন্টা পর কুয়ালালামপুর। এখানে নয় ঘন্টা যাত্রা বিরতি।
এয়ারপোর্টে খেয়ে টুকটাক কথা বার্তা বলছি আমরা। অনেক বাংলাদেশী বা ভারতীয় উপমহাদেশের লোকজন। রিমি আগেও কয়েকবার জাকার্তা এসেছে। সে বললো, পরিচিত লোকজন থাকা অস্বাভাবিক না। মাত্র কয়েকঘন্টা আমরা একসাথে অথচ আমার মনে হতে লাগলো আগাগোড়া আমরা একসাথেই ছিলাম। কাচের জানালা দিয়ে প্লেন ওঠা নামা দেখলাম। রিমি বললো, বাংলাদেশের মত গরীব দেশে নিউক্লিয়ার এনার্জি ছাড়া সমস্যার সমাধান হবে না। ফ্রান্স যেমন তাদের ৮০% ইলেকট্রিসিটি নিউক্লিয়ার সোর্স থেকে তৈরী করে … শুনতে শুনতে ওর হাত ধরে মুঠোয় নিলাম, ওর হাত থেকে যে পরিমান চার্জড পার্টিকল আমার শরীরে ঢুকছে ঐ এনার্জিরই বড় প্রয়োজন অনুভব করছি।
- হু।
গাড়িতে উঠে পাশে বসে আমার হাতটা নিল, হাতে হাত চেপে তারপর অনেকক্ষন আমরা নিজেদের দিকে তাকিয়ে শেষে হেসে ফেললাম।
রিমি স্বভাবসুলভ মুচকি হেসে বললো, ইটস হ্যাপেনিং। ফর রিয়েল।
আমি হাতে জোরে চাপ দিয়ে উত্তর দিলাম।
আমি এর আগে খুব বেশী প্লেনে উঠিনি। জানালা দিয়ে রাতের ঘুমন্ত ঢাকা শহর দেখতে দেখতে মেঘের উপরে চলে গেল প্লেনটা। রিমি বললো, এখন ঘুমিয়ে নেই, এনার্জি ধরে রাখতে হবে।
চার ঘন্টা পর কুয়ালালামপুর। এখানে নয় ঘন্টা যাত্রা বিরতি।
এয়ারপোর্টে খেয়ে টুকটাক কথা বার্তা বলছি আমরা। অনেক বাংলাদেশী বা ভারতীয় উপমহাদেশের লোকজন। রিমি আগেও কয়েকবার জাকার্তা এসেছে। সে বললো, পরিচিত লোকজন থাকা অস্বাভাবিক না। মাত্র কয়েকঘন্টা আমরা একসাথে অথচ আমার মনে হতে লাগলো আগাগোড়া আমরা একসাথেই ছিলাম। কাচের জানালা দিয়ে প্লেন ওঠা নামা দেখলাম। রিমি বললো, বাংলাদেশের মত গরীব দেশে নিউক্লিয়ার এনার্জি ছাড়া সমস্যার সমাধান হবে না। ফ্রান্স যেমন তাদের ৮০% ইলেকট্রিসিটি নিউক্লিয়ার সোর্স থেকে তৈরী করে … শুনতে শুনতে ওর হাত ধরে মুঠোয় নিলাম, ওর হাত থেকে যে পরিমান চার্জড পার্টিকল আমার শরীরে ঢুকছে ঐ এনার্জিরই বড় প্রয়োজন অনুভব করছি।