21-07-2021, 01:08 PM
এতদিনে একবার মাত্র অল্প সময়ের জন্য হাত ধরার সুযোগ পেয়েছি। তবে এ নিয়ে আমার অভিযোগ নেই। ওভারঅল অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, বেস্ট টাইম অফ মাই লাইফ। রিমি বুদ্ধিমতী, সেল্ফ কনফিডেন্ট মেয়ে। যে কারনে সে খুব ডিরেক্ট, এবং সহজবোধ্য। অথবা স্রেফ নিজের অবস্থানের কারনে ম্যানিপুলেটিভ হতে হয় না। আমি নিজে খুব কমফোরটেবল বোধ করি, হেড গেমস নিয়ে ভাবতে হচ্ছে না। যা ভাবি সেটাই বলি, রিমিও সেভাবে আচরন করে। একদিন বিকালে সে বললো, অফিসের কনফারেন্সে সে জাকার্তা যাচ্ছে, ভাবছে আমাকে সঙ্গে নেয়া যায় কি না।
- কি? আমি যাবো? কিভাবে? আমি তো আপনার ওখানে চাকরী করি না?
- ভাবছি ক্রিসকে বলে একটা ইনভাইটেশন যদি বের করা যায়। তাহলে তোমার সেই দ্বীপের এডভেঞ্চারটা হবে
বলে সে হেসে ফেলল।
- ওহ আপনি তাহলে অপছন্দ করেন নি?
- দেখা যাক, কল্পনা আর বাস্তবে কতটুকু মিলে।
দুদিন পর রিমি ইনভাইটেশন লেটার দিল। বেশ দৌড়াতে হলো ভিসা টিকেটের জন্য। ল্যাপটপ কেনার জন্য টাকা জমাচ্ছিলাম। প্রায় একবছরের টিউশনী করে জমানো ত্রিশ হাজার। রিমিই বেশীর ভাগ খরচ বহন করবে, আমি আমার চেষ্টা করলাম। বন্ধু বান্ধবের কাছ থেকে ধার নিলাম আরো দশ। বাসায় বললাম নেপাল যাচ্ছি ফ্রেন্ডদের সাথে, আম্মার কাছ থেকে কিছু টাকা বের করে নিলাম। ভীষন থ্রীল অনুভব করছি। যা এড্রেনালিন শরীরে তৈরী হয় পুরোটাই মনে হয় খরচ হয়ে যায়। রিমি নিজেই একদিন আমার হাত চেপে ধরে বললো, যাচ্ছি তাহলে আমরা তাই না?
- তাই তো মনে হচ্ছে।
- হাউ ডু ইয়ু ফীল?
- আগ্রহী! উত্কন্ঠিত!
- কি? আমি যাবো? কিভাবে? আমি তো আপনার ওখানে চাকরী করি না?
- ভাবছি ক্রিসকে বলে একটা ইনভাইটেশন যদি বের করা যায়। তাহলে তোমার সেই দ্বীপের এডভেঞ্চারটা হবে
বলে সে হেসে ফেলল।
- ওহ আপনি তাহলে অপছন্দ করেন নি?
- দেখা যাক, কল্পনা আর বাস্তবে কতটুকু মিলে।
দুদিন পর রিমি ইনভাইটেশন লেটার দিল। বেশ দৌড়াতে হলো ভিসা টিকেটের জন্য। ল্যাপটপ কেনার জন্য টাকা জমাচ্ছিলাম। প্রায় একবছরের টিউশনী করে জমানো ত্রিশ হাজার। রিমিই বেশীর ভাগ খরচ বহন করবে, আমি আমার চেষ্টা করলাম। বন্ধু বান্ধবের কাছ থেকে ধার নিলাম আরো দশ। বাসায় বললাম নেপাল যাচ্ছি ফ্রেন্ডদের সাথে, আম্মার কাছ থেকে কিছু টাকা বের করে নিলাম। ভীষন থ্রীল অনুভব করছি। যা এড্রেনালিন শরীরে তৈরী হয় পুরোটাই মনে হয় খরচ হয়ে যায়। রিমি নিজেই একদিন আমার হাত চেপে ধরে বললো, যাচ্ছি তাহলে আমরা তাই না?
- তাই তো মনে হচ্ছে।
- হাউ ডু ইয়ু ফীল?
- আগ্রহী! উত্কন্ঠিত!