21-07-2021, 09:57 AM
কেমন শীত শীত করছে । আনলা থেকে একটা চাদর নিয়ে নিজেকে মুড়ে ফেলে জানলার কাছে এসে দাঁড়ালো । বাইরে বেশ রোদ উঠেছে । জানলা দিয়ে গায়ে রোদ্দুর এসে পড়াতে বেশ ভাল লাগছে । কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাথরুমে যাবে বলে পা বাড়াতে জানলা দিয়ে দীপঙ্করকে তার বিখ্যাত সাইকেলে চেপে এদিকে আসতে দেখলো । মনটা ধক্ করে উঠল । দীপঙ্কর তাদের বাড়ীতেই আসছে না তো । জানলা থেকে সরে আড়ালে দাঁড়াল । দেখলো দীপঙ্কর তাদের বাড়ীর দিকে না তাকিয়েই সিগারেট টানতে টানতে বেড়িয়ে গেল ।
সিগারেট কেনার পয়সা পাচ্ছে কোথায় ?
মন থেকে চিন্তাটা সরিয়ে ফেলে শম্পা দরজা খুলে বাইরে এল। বেড়িয়েই মায়ের মুখোমুখি পড়ে গেল ।
-কি রে গায়ে অসময়ে চাদর জড়িয়েছিস কেন ?
সুধাময়ী মেয়েকে একনজর দেখলেন ।
-মনে হয় জ্বর আসবে ।
কৈ দেখি – এই বলে ব্যস্ত হয়ে সুধাময়ী মেয়ের কপালে , ঘাড়ে হাত দিয়ে উত্তাপটা বুঝতে চাইলেন
-তোর বাবাকে বলি ডাক্তার কল করতে ।
-না ।
-না কেন ? রোগ নিয়ে হেলা ফেলা করতে নেই । তোর বাবাকে বলি ডঃ সোমকে কল করতে ।
ডঃ সোমের নাম শুনে শম্পা আর আপত্তি করলো না ।
-বেশ ডাকো। শম্পা বাথরুমে ঢুকে পড়লো ।
সিগারেট কেনার পয়সা পাচ্ছে কোথায় ?
মন থেকে চিন্তাটা সরিয়ে ফেলে শম্পা দরজা খুলে বাইরে এল। বেড়িয়েই মায়ের মুখোমুখি পড়ে গেল ।
-কি রে গায়ে অসময়ে চাদর জড়িয়েছিস কেন ?
সুধাময়ী মেয়েকে একনজর দেখলেন ।
-মনে হয় জ্বর আসবে ।
কৈ দেখি – এই বলে ব্যস্ত হয়ে সুধাময়ী মেয়ের কপালে , ঘাড়ে হাত দিয়ে উত্তাপটা বুঝতে চাইলেন
-তোর বাবাকে বলি ডাক্তার কল করতে ।
-না ।
-না কেন ? রোগ নিয়ে হেলা ফেলা করতে নেই । তোর বাবাকে বলি ডঃ সোমকে কল করতে ।
ডঃ সোমের নাম শুনে শম্পা আর আপত্তি করলো না ।
-বেশ ডাকো। শম্পা বাথরুমে ঢুকে পড়লো ।